রাজকোট টেস্টে অশ্বিন মাঠে ফিরতে পারেন আজ, বল করতে পারবেন?

ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনএএফপি

মা অসুস্থ, এমন খবর পেয়ে রবিচন্দ্রন অশ্বিন আর দেরি করেননি। রাজকোট টেস্ট ছেড়ে চলে গেছেন চেন্নাইয়ে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে ছিলেন না অশ্বিন। রাজকোট টেস্টে আর অশ্বিনকে দেখা যাবে না, এমন খবরই জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এ টেস্টেই ফিরতে পারেন অশ্বিন।

রাজকোট টেস্টের চতুর্থ দিনের প্রথম ওভারে ধারাভাষ্যকক্ষে এমনটা জানিয়েছেন অশ্বিনের একসময়ের সতীর্থ ও ধারাভাষ্যকার দিনেশ কার্তিক। ধারাভাষ্য দেওয়ার সময় কার্তিক বলেছেন, কুলদীপ যাদব এটা জানিয়েছেন তাঁকে।

আরও পড়ুন

ক্রিকেট–বিষয়ক খবরের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আজ মধ্যাহ্নভোজের বিরতিতে রাজকোটে দলের সঙ্গে যোগ দিতে পারেন অশ্বিন। সেটা হলে অশ্বিনকে হয়তো আজ দ্বিতীয় সেশনের শুরু থেকেই দেখা যাবে মাঠে।

৫০০ উইকেটের ক্লাবে অশ্বিন
এএফপি

গতকাল ধারাভাষ্যকক্ষে কার্তিক জানিয়েছিলেন, অশ্বিন ফিরলে মাঠে নেমেই তিনি বোলিং করতে পারবেন, তাঁকে অপেক্ষা করতে হবে না। নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যতটুকু সময় বাইরে থাকেন, মাঠে বোলিং কিংবা ব্যাটিংয়ের আগে ততক্ষণ থাকতে হয়। তবে অশ্বিনের ব্যাপারটি বিশেষ হওয়ায় তাঁকে বোলিং করতে বাধা দেবেন না আম্পায়াররা।

মায়ের অসুস্থার কারণে রাজকোট টেস্ট ছেড়ে চলে যাওয়ার আগে ইতিহাসের নবম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় স্পিনার, যা ম্যাচের হিসাবে ৫০০ উইকেট নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় দ্রুততম। তাঁর লেগেছে ৯৮ ম্যাচ। শীর্ষে থাকা শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ৫০০তম উইকেট পেয়েছিলেন ৮৭ ম্যাচে। সময়ের হিসাবে অশ্বিন তৃতীয় দ্রুততম। এ ক্ষেত্রে তাঁর ওপরে আছেন মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রা।