সাকিবকে নিয়ে অপেক্ষা, চট্টগ্রামে খেলবেন না তাসকিন

সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তাছবি: শামসুল হক

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন কি না, সে ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁর ব্যাপারে আজ বিকেলের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে পেসার তাসকিন আহমেদকে খেলানোর ঝুঁকি নেবে না বাংলাদেশ দল। দলে ডাক পাওয়া জাকির হাসানের অভিষেক হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ডমিঙ্গো।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় উমরান মালিকের বল পিঠে লেগেছিল সাকিবের। তখন এক্স-রেতে কোনো সমস্যা ধরা না পড়লেও পেশিতে কোনো সমস্যা আছে কি না, সেটি পরীক্ষা করে দেখার জন্য আজ হাসপাতালে গিয়েছিলেন সাকিব। গতকাল মাঠে এলেও অনুশীলন করেননি তিনি। আজও মাঠে এসেই বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে চট্টগ্রামের একটি হাসপাতালে গিয়েছিলেন।

আরও পড়ুন

যদিও পরে নেটে ব্যাটিং করতে দেখা গেছে বাংলাদেশ অধিনায়ককে। তাঁর ব্যাপারে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘আমরা এখনো তাকে পর্যবেক্ষণ করছি। আজ বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ঠিক আছে, তা নিশ্চিত হয়ে নিতে চাই। পাঁজর ও কাঁধ নিয়ে এখনো একটু ভুগছে। সে একটু ব্যাটিং করেছে (নেটে), আশা করি, তাতে সে আরেকটু স্বচ্ছন্দ হবে।’

প্রথম টেস্ট ম্যাচে তাসকিনকে নিয়ে ঝুঁকি নেবে না ম্যানেজমেন্ট
ছবি: শামসুল হক

এ দিকে প্রথম টেস্টে তাসকিনকে খেলানো হবে না বলে নিশ্চিত করেছেন ডমিঙ্গো। গতকাল সংবাদ সম্মেলনে এসে তাসকিন নিজেই বলেছিলেন, তাঁর খেলা অনিশ্চিত। পিঠের চোটের কারণে বেশ কিছুদিন ধরেই টেস্ট ক্রিকেটের বাইরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ১ নম্বর পেসার তাসকিন। চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে না খেললেও ছিলেন শেষ ম্যাচে।

আরও পড়ুন

তবে চট্টগ্রামের মতো ব্যাটিং-সহায়ক কন্ডিশনে তাঁকে খেলাতে চায় না বাংলাদেশ দল, বলেছেন ডমিঙ্গো, ‘তাসকিনকে নিয়ে ঝুঁকি নেব না প্রথম টেস্টে। তাকে কিছু ইনজেকশন নিতে হয়েছে। চট্টগ্রামে এমন কন্ডিশনে এক-দেড় দিন বোলিং করা, তার জন্য হয়তো ভালো হবে না। প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দেব।’

চট্টগ্রাম টেস্টে উইকেটের পেছনে নুরুল হাসানই থাকবেন, সেটিওই জানিয়েছেন ডমিঙ্গো। গত মে মাসে দেশের মাটিতে সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে উইকেটের পেছনে ছিলেন লিটন দাস। তবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে উইকেটের পেছনে ছিলেন নুরুল।

ডমিঙ্গো ভারতের বিপক্ষেও আস্থা রাখছেন নুরুলের ওপরই, ‘আমি চাই, সোহান (নুরুল) কিপিং করুক। ওয়েস্ট ইন্ডিজে শেষ টেস্টেও সে দুর্দান্ত ছিল। সে এ জন্য উপযুক্ত, ভালো কিপার। স্টাম্পের পেছনে একটা প্রতিদ্বন্দ্বিতার ভাব রাখে সব সময়, বেশ সরব। জায়গাটা তার প্রাপ্য। তার প্রতি আমার সমর্থন আছে। টেস্ট দলে তার পারফরম্যান্স ভালো। আমার মনে হয়, তার টেস্টে গড় ৪০-এর মতো। সে-ই কাল উইকেটকিপিং করবে।’

আরও পড়ুন

কাল অভিষেক হতে পারে জাকির হাসানের, এমন ইঙ্গিতও দিয়েছেন ডমিঙ্গো, ‘আমি জাকিরকে নিয়ে খুবই রোমাঞ্চিত। তার জীবনীশক্তি দারুণ। সে ঘরোয়াতে কী করেছে, জানি আমি। বাংলাদেশের হয়ে একটা টি-টোয়েন্টি খেলেছিল। সে যেভাবে রান করে, আমার ভালো লাগে। সে কিছুটা তামিমের (ইকবাল) মতো ব্যাট করে। ইতিবাচক ব্যাটিং। আশা করি সে ভালো ও দ্রুত একটা শুরু পাবে কাল।’