২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নেটে ব্যাটিং করতে গিয়ে রাহুলের চোট

লোকেশ রাহুলছবি: শামসুল হক

মিরপুর টেস্টের আগের দিন নেটে ব্যাটিংয়ের সময় হাতে চোট পেয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। অবশ্য পরে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছেন, তাঁরা আশা করছেন, রাহুলের চোট তেমন গুরুতর কিছু নয়।

ভারতের ঐচ্ছিক অনুশীলনে আজ রাহুল ছাড়াও এসেছিলেন বিরাট কোহলি, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, শ্রীকর ভরত, কুলদীপ যাদব, সৌরভ কুমাররা। কোহলি, রাহুল ও পন্তকে দেখা গেছে একাডেমি মাঠে একসঙ্গে নেট করতে। সেখানেই ব্যাটিং কোচ রাঠোরের একটি থ্রো ডাউনে খেলতে গিয়ে ডান হাতে চোট পান রাহুল। এরপর প্রথমে ফিজিওর শুশ্রূষা পেয়েছেন। পরে তাঁবুতে গিয়ে সেখানে বরফও দিতে দেখা গেছে।

রাহুলের চোট গুরুতর কিছু কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে রাঠোর বলেন, ‘না, গুরুতর নয়। দেখে তেমন মনে হচ্ছে না। তাকে দেখে ভালোই মনে হয়েছে। আশা করি, সে ঠিক হয়ে যাবে। ডাক্তাররা দেখছেন।’

এর আগে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা
ছবি: রয়টার্স

রাহুল শেষ পর্যন্ত খেলতে না পারলে ভারতকে নামতে হবে প্রথম পছন্দের দুই ওপেনার ছাড়াই। এরই মধ্যে ওয়ানডে সিরিজে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে চট্টগ্রামের পর মিরপুর টেস্ট থেকেও ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের বদলে চট্টগ্রামে ভারতকে নেতৃত্ব দেন রাহুল, মিরপুর টেস্টেও সেটিই করার কথা ছিল। রাহুলের সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে চেতেশ্বর পূজারাকে।

রাহুল শেষ পর্যন্ত না খেলতে পারলে অভিষেক হতে পারে অভিমন্যু ঈশ্বরণের। ‘এ’ দলের হয়ে আগেই বাংলাদেশ সফরে আসা এই ব্যাটসম্যান ভালো একটা সময়ই কাটিয়েছেন। রোহিতের চোটের পর চট্টগ্রামেই দলের সঙ্গে যোগ দেন তিনি।