২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাবরকে সরিয়ে শীর্ষে গিল

শুবমান গিল ও বাবর আজমছবি: টুইটার

আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান হারালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাঁকে সরিয়ে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ভারতীয় ওপেনার শুবমান গিল।

ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন গিল। এর আগে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০–এর চারজনই ভারতীয়, যেখানে শীর্ষ স্থান ফিরে পেয়েছেন মোহাম্মদ সিরাজ। ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব আল হাসান।

আরও পড়ুন

২ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলেছিলেন গিল। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ২৩ রান। সব মিলিয়ে বিশ্বকাপে ৬ ইনিংসে করেছেন ২১৯ রান। বাবর সর্বশেষ ইনিংসে করেছেন ৬৬ রান। সব মিলিয়ে বিশ্বকাপে বাবরের রান ২৮২। বর্তমানে গিলের রেটিং পয়েন্ট ৮৩০।

গিল ও সিরাজ—দুজনই আছেন র‌্যাঙ্কিংয়ে শীর্ষে
ছবি: এএফপি

বাবরের রেটিং পয়েন্ট গিলের চেয়ে ৬ পয়েন্ট কম, ৮২৪। ৩ ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন কোহলি (৭৭০)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে শতক করেছিলেন কোহলি। ৩ নম্বরে আছেন বিশ্বকাপে চারটি শতক করা প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক (৭৭১)। ডেভিড ওয়ার্নার আছেন তালিকার পাঁচে (৭৪৩)। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তালিকার ৬ নম্বরে (৭৩৯)।

আরও পড়ুন

ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮ নম্বরে। ফখর জামানের অবস্থান তালিকার ১১ নম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শতক করা ফখর এগিয়েছেন তিন ধাপ। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক করা ইব্রাহিম জাদরান ৬ ধাপ এগিয়ে আছেন তালিকার ১২ নম্বরে।

গত সপ্তাহের র‌্যাঙ্কিংয়ে সিরাজ ছিলেন তালিকার তিনে। শীর্ষে ছিলেন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি। আর ২ নম্বরে ছিলেন জশ হ্যাজলউড। সর্বশেষ দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে শীর্ষে উঠেছেন সিরাজ। ভারতীয় এই পেসারের রেটিং পয়েন্ট ৭০৯, বেড়েছে ৫৫ রেটিং পয়েন্ট। আফ্রিদি নেমে গেছেন পাঁচে। আর হ্যাজলউড ৬ নম্বরে।

শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ড পারফর্ম করা সাকিবের রেটিং পয়েন্ট বেড়েছে
এএফপি

দুই ধাপ এগিয়ে দুই নম্বরে আছেন স্পিনার কেশব মহারাজ। তাঁর রেটিং পয়েন্ট বেড়েছে ৪৩। বর্তমানে মহারাজের রেটিং পয়েন্ট ৬৯৪। তিন ধাপ এগিয়ে তালিকার আট নম্বরে আছেন সিরাজের সতীর্থ যশপ্রীত বুমরা। সাত ধাপ এগিয়েছেন বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মোহাম্মদ শামি, আছেন ১০ নম্বরে। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক দিলশান মাদুশঙ্কা ৩১ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে আছেন।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট বেড়েছে। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৩২৭। গত সপ্তাহে তাঁর রেটিং পয়েন্ট ছিল ৩১৬। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ৮২ রান আর বল হাতে ২ উইকেট নিয়েছিলেন সাকিব। দুই ধাপ এগিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি আছেন অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে।

আরও পড়ুন