গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ঋষভ পন্ত
ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। কপালে, পিঠে এবং পায়ে আঘাত পেয়েছেন তিনি। দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাঁকে। শুক্রবার সকালে দিল্লি–দেরাদুন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গাড়ি চালিয়ে উত্তরাখন্ডের বাড়িতে যাচ্ছিলেন পন্ত। পথে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, একপর্যায়ে আগুন ধরে। তাৎক্ষণিকভাবে পন্তকে স্থানীয় রুরকি সিভিল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশীল নাগার জানান, বাঁ চোখের ওপরের অংশে, হাঁটুতে এবং পিঠে আঘাত পেয়েছেন পন্ত। তবে এক্স–রেতে কোনো চিড় ধরা পড়েনি। শরীরও পোড়েনি। এরপর দেরাদুনের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পন্তকে। এমআরআইসহ অন্যান্য পরীক্ষা–নিরীক্ষার পর শারীরিক পরিস্থিতির বিস্তারিত জানা যাবে।
উত্তরাখন্ড পুলিশের মহাপরিচালক অশোক কুমারকে উদ্ধৃত করে এনডিটিভি জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে পন্তের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। পন্ত পুলিশকে জানিয়েছেন, গাড়ি চালানোর সময় ঘুমের কারণে ঢুলুনি চলে এসেছিল তাঁর। ওই সময় গাড়িটি ডিভাইডারে ধাক্কা খায়।
২৫ বছর বয়সী পন্ত অবশ্য ভারতের আসন্ন শ্রীলংকা সিরিজের দলে জায়গা পাননি। তবে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে বেঙ্গালুরুর ন্যাশনাল অ্যাকাডেমিতে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা।
সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরে ভারতের হয়ে দুটি টেস্টই খেলেছেন তিনি।