দুই–তিন দিন পরে বাসায় যেতে পারেন তামিম, নেওয়া হবে বিদেশেও

তামিম ইকবালের শারীরিক অবস্থা উন্নতির দিকেছবি : সংগৃহীত

আকরাম খানের কাছে খবরটা ছিল বিস্ময়কর—তাঁকে জানানো হয় তামিম ইকবাল ইজ ‘নো মোর’। বিকেএসপিতে খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করা তামিম এখন বেশ ভালো আছেন। কাল তাঁকে গাজীপুরের কাশিমপুরের কেপিজে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে ঢাকার এভারকেয়ারে। এখন অনেকটাই সুস্থ আছেন তিনি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান সম্পর্কে তামিম ইকবালের চাচা। আজ তামিমের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচের পর আকরাম সাংবাদিকদের বলেন, ‘এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’

স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে তামিম ইকবালের চাচা আকরাম খান (মাঝে)। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
ছবি: বিসিবি

গত সোমবার প্রিমিয়ার লিগের মোহামেডান-শাইনপুকুর ম্যাচে ওয়ার্ম আপের সময়ই কিছুটা অস্বস্তি বোধ করছিলেন তামিম। টস করে ড্রেসিংরুমে ফেরার পর সেটি আরও বাড়ে। তখনো বোঝা যায়নি হার্ট অ্যাটাক করেছে তাঁর।

তাৎক্ষণিকভাবে তামিমকে বিকেএসপির অদূরে কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর মাঠে ফিরে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখন আবার হার্ট অ্যাটাকে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই অধিনায়ক।

আরও পড়ুন

অসুস্থ তামিমকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার মতো অবস্থাও ছিল না। শেষ পর্যন্ত কেপিজে হাসপাতালেই তাঁর হার্টে রিং পরানো হয়। সেখানেই এক দিন পর্যবেক্ষণে ছিলেন তামিম। কাল সন্ধ্যায় তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়।

সেদিন টসের সময়ও সুস্থ ছিলেন তামিম
ছবি: বিসিবি

তামিমকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কি না, জানতে চাইলে আকরাম বলেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে—রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হব। টেনশনটা রাখতে চাচ্ছি না।’