৫১ সপ্তাহ পর ধোনিকে সরব করলেন রোহিত-কোহলিরা

ট্রফি জিতেই টি–টোয়েন্টিকে বিদায় বলেছেন রোহিত–কোহলিবিসিসিআই

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের সম্পর্কটা শীতল। সারা দুনিয়া ওখানে মেতে থাকলেও ধোনি পারতপক্ষে সেখানে যান না। ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করার চেয়ে বোধ হয় মাঠে নেমে এই বয়সেও সহজেই দুটি হেলিকপ্টার শট খেলতে পারেন ধোনি।

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সেই ধোনি আর চুপ থাকতে পারলেন না। ৫১ সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করলেন। স্বাভাবিকভাবেই সেই পোস্টে দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজের অনুভূতির কথাও জানিয়েছেন।

কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের জয়টাও ছিল কষ্টসাধ্য। ৩০ বলে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৩০ রান। সেখান থেকেও মার্করামরা হেরে গেছে ৭ রানে। অথচ উইকেটে শেষ ওভারের প্রথম বল পর্যন্ত ছিলেন ডেভিড মিলার।

এমন এক জয়ের পর ইনস্টাগ্রামে ধোনি লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন ২০২৪। আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। শান্ত থেকে, বিশ্বাস ধরে রেখে তোমরা যা করেছ, শাবাশ। দেশের সব দর্শক, সারা দুনিয়ায় থাকা সব ভারতীয়দের পক্ষ থেকে বিশ্বকাপ ঘরে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। অভিনন্দন। জন্মদিনের অমূল্য উপহারের জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন

গতকাল অবশ্য ধোনির জন্মদিন ছিল না। ধোনির জন্মদিন আগামী ৭ জুলাই। বিশ্বকাপ জয় তাই ধোনির জন্য জন্মদিনের অগ্রিম উপহার।

শিরোপা জয়ের পর পন্ত, সিরাজ ও অক্ষররা
বিসিসিআই

রোহিত শর্মার নেতৃত্ব টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরও ঘুরেফিরে এসেছে ধোনির নাম। কাল রোহিত শিরোপা জেতার আগে এই ধোনিই ছিলেন ভারতের সর্বশেষ আইসিসি ট্রফি জেতা কোনো অধিনায়ক। ভারত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ২০০৭ সালে, নেতৃত্বে ছিলেন ধোনি। এরপর এই উইকেটকিপার ব্যাটসম্যানের নেতৃত্বে ভারত জিতেছে ২০১১ বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি।

২০১৩ সালে জেতা চ্যাম্পিয়নস ট্রফিই ছিল গতকালের আগপর্যন্ত ভারতের জেতা সর্বশেষ ট্রফি। অর্থাৎ ১১ বছর পর শিরোপা–খরা ঘুচিয়েছে ভারত। আর শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ধরলে ভারত শিরোপা জিতল ১৭ বছর পর।

আরও পড়ুন