সম্প্রচার শেষ ২৮ অক্টোবর ২০২৩

নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হারল বাংলাদেশ

০৮: ০১ , অক্টোবর ২৮

হ্যালো কলকাতা

প্রথম ম্যাচে জয়ের পর টানা চারটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে হারালেও প্রথম ৫ ম্যাচে নেদারল্যান্ডসের জয়ও একটিই। কলকাতায় আজ মুখোমুখি দুই দল, কিছুক্ষণের মধ্যেই টস।

এবারের বিশ্বকাপে কলকাতায় এটিই প্রথম ম্যাচ। প্রথম আলো লাইভে আপনাকে স্বাগত!

০৮: ০৫ , অক্টোবর ২৮

টস

টসে জিতে ব্যাটিং নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। সাকিব বলেছেন, উইকেট দেখে মনে হচ্ছে শুষ্ক। ফলে বোলারদের জন্য কিছু থাকবে। রাতে শিশিরের প্রভাবে ব্যাটিংটা সহজ হবে বলেও আশা তাঁর।

০৮: ০৮ , অক্টোবর ২৮

বাংলাদেশ দলে দুই পরিবর্তন

নাসুম আহমেদ ও হাসান মাহমুদ সরে গেছেন, দলে এসেছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

০৮: ১২ , অক্টোবর ২৮

নেদারল্যান্ডসেও দুই পরিবর্তন

তেজা নিদামানুরু ও রোলফ ফন ডার মারওয়ে নেই আজ, খেলছেন ওয়েসলি বারেসি ও শারিজ আহমেদ

নেদারল্যান্ডস একাদশ

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), বাস ডি লিডি, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।

০৮: ৩৮ , অক্টোবর ২৮

দ্বিতীয় ওভারে তাসকিনের আঘাত

একটু ফুললেংথ, ঘুরিয়ে খেলতে গিয়ে লিডিং-এজ হয়েছেন বিক্রমজিত সিং। আগেভাগেই শট খেলে ফেলেছিলেন, মিড অফে সাকিব আল হাসান নিয়েছেন সহজ ক্যাচ। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে প্রথম উইকেট। ফিরেই সফল তাসকিন আহমেদ, চোখেমুখে যেন স্বস্তিই বেশি বাংলাদেশ পেসারের।

নেদারল্যান্ডস ৩/১, ১.৪ ওভার

০৮: ৪৫ , অক্টোবর ২৮

সফল শরীফুলও

শরীফুল ইসলামের ওভার দ্য উইকেট থেকে করা বলটা অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্পের বাইরে দিয়ে। শুরুতে ব্যাট চালিয়েও শেষ মুহূর্তে যেন নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন ম্যাক্স ও’ডাউড, শট চেক করে নিয়েছিলেন। কিন্তু তাঁর আগেই ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ গেছে স্লিপে। একমাত্র স্লিপে থাকা তানজিদ হাসান বাঁ দিকে লাফ দিয়ে নিয়েছেন ভালো ক্যাচ। ৫ বলের মধ্যে ২ উইকেট হারাল নেদারল্যান্ডস, ইনিংসের ১৪ বলের মধ্যে নেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান। কলকাতায় বাংলাদেশের দুর্দান্ত শুরু।

০৮: ৫০ , অক্টোবর ২৮

শুরুর আঘাত

৪/২
৪ রানে ২ উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ এত কম রানে কোনো দল প্রথম ২ উইকেট হারিয়েছিল এ বছরের জুলাইয়ে। চট্টগ্রামে আফগানিস্তান ৩ রান তুলতেই হারিয়েছিল প্রথম ২ উইকেট। সে ম্যাচে আফগানরা গুটিয়ে গিয়েছিল ১২৬ রানেই।

০৮: ৫৬ , অক্টোবর ২৮

৫ ওভারে ২৩/২

শুরুতে ২ উইকেট হারালেও নেদারল্যান্ডস পাল্টা আক্রমণের চেষ্টাই করছে। ও’ডাউড আউট হওয়ার পর সর্বশেষ ১৬ বলে এসেছে ৪টি বাউন্ডারি, এর মধ্যে ৩টিই মেরেছেন ওয়েসলি বারেসি, তার মধ্যে ২টি এসেছে শরীফুলের পরপর দুটি বৈধ ডেলিভারিতে।

০৯: ০১ , অক্টোবর ২৮

ধর্মশালায় অদ্ভুত এক ইনিংস

প্রথম ১০ ওভারে ১১৮/০।

৪০ ওভারে ২৯২/৫।

৪৯.২ ওভারে ৩৮৮ রানে অলআউট।

তাসমান-প্রতিবেশীদের বিপক্ষে অস্ট্রেলিয়া খেলেছে অদ্ভুত এক ইনিংস। ফিরেই সেঞ্চুরি পেয়েছেন ট্রাভিস হেড।

আরও পড়ুন
০৯: ১৫ , অক্টোবর ২৮

প্রথম পাওয়ারপ্লে শেষে

২.২ ওভারে ৪ রানে ২ উইকেট হারানোর পর ১০ ওভারশেষে ৪৭/২। নেদারল্যান্ডস ঘুরে দাঁড়িয়েছে ভালোভাবেই, তাতে মূল অবদান বারেসির। ২৭ বলে ৩৩ রানে অপরাজিত তিনি।

প্রথম পাওয়ারপ্লের শেষ ২ ওভারে দুই প্রান্ত থেকে এসেছেন দুই স্পিনার—অধিনায়ক সাকিব ও মিরাজ। সাকিবের ওভারে ২ রান এলেও মিরাজকে চার মেরেছেন বারেসি।

০৯: ২২ , অক্টোবর ২৮

৫০ রানের জুটি

শরীফুলের ইসলামের বলে সিঙ্গেল কলিন অ্যাকারম্যানের, তাতে তৃতীয় উইকেট জুটিতে ৫০ উঠে গেল নেদারল্যান্ডসের। যদিও তাতে মূল অবদান বারেসির, তাঁর ব্যাট থেকেই এসেছে ৩৬ রান। ১২ ওভারশেষে ৫৪/২।

০৯: ৩১ , অক্টোবর ২৮

বারেসিকে থামালেন মোস্তাফিজ

আগের ওভারে সাকিবকে পুল করে চার মেরেছিলেন। এবার স্লটে পেয়ে তুলে মেরেছিলেন বারেসি, কিন্তু মোস্তাফিজের স্লোয়ার বুঝতে পারেননি। খাড়া ওপরে উঠেছে ক্যাচ, ইনিংসে দ্বিতীয় ক্যাচটি নিয়েছেন সাকিব। ৫৯ রানের জুটি ভাঙল, বারেসি থামলেন ৪১ রান করেই। আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি, খেলেছেন ১০০ স্ট্রাইক রেটেই। কিন্তু ফেরার ম্যাচে ফিফটি পেলেন না, বাংলাদেশ পেল গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু।

০৯: ৩৭ , অক্টোবর ২৮

সাকিবের প্রথম উইকেট

বারেসি ক সাকিব ব মোস্তাফিজ।

অ্যাকারম্যান ক মোস্তাফিজ ব সাকিব।

এবার ৭ বলের মধ্যে ২ উইকেট হারাল নেদারল্যান্ডস। সাকিবের লেগ সাইডের বলে যেমনটি ভেবেছিলেন অ্যাকারম্যান, তেমন গতি ছিল না। সুইপ করতে গিয়ে ফাইন লেগে মোস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হলো অ্যাকারম্যানকে। ৩৩ বলে ১৫ রান করেছেন, গতি আর বাড়াতে পারেননি। দ্রুত ২ উইকেট হারিয়ে আবার চাপে নেদারল্যান্ডস।

০৯: ৪০ , অক্টোবর ২৮

৩ বলের মধ্যে দুবার বাঁচলেন স্কট এডওয়ার্ডস

মোস্তাফিজুর রহমানের বলে নেদারল্যান্ডস অধিনায়ক ক্যাচ তুলেছিলেন দুবার। দুবারই উইকেটের পেছনে। দুবারই ০ রানে ব্যাটিংয়ের সময়। বাঁচলেন দুবারই।

প্রথমে দ্বিতীয় স্লিপে ডানদিকে ডাইভ দিয়ে হাতে লাগাতে পারলেও ক্যাচ রাখতে পারেননি লিটন। এক বল পর ছেড়েছেন মুশফিক। গ্লাভস ছাড়া বা গ্লাভস হাতে—দুটি ক্যাচই নেওয়া উচিত ছিল।

০৯: ৫৮ , অক্টোবর ২৮

প্রসঙ্গ নেদারল্যান্ডসের ৪ উইকেট

৬৮/৪ 
আজ ৬৮ রানে চতুর্থ উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস।

এবারের বিশ্বকাপে আগের ৫টি ম্যাচে তারা প্রথম ৪টি উইকেট হারিয়েছিল ১৩৩, ১১৭, ৫০, ৬৩ ও ৫৩ রানে। মজার ব্যাপার হলো, সবচেয়ে কম রানে যে ম্যাচে প্রথম ৪ উইকেট হারিয়েছিল ডাচরা, জিতেছিল সেটিই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধর্মশালায় সে ম্যাচে ৫০ রানে ৪, ১১২ রানে ৬, ১৪০ রানে ৭ উইকেট হারিয়েছিল তারা। এরপর স্কট এডওয়ার্ডস খেলেছিলেন ৬৯ বলে ৭৮ রানের ইনিংস, নেদারল্যান্ডস তুলেছিল ২৪৫ রান। 

আজ এডওয়ার্ডস ০ রানেই আউট হতে পারতেন, একবার নয়, দুবার। দুবারই ক্যাচ পড়েছে তাঁর।  আপাতত বাস ডি লিডিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছেন তিনি।

২০তম ওভারের শেষ বলে আবার স্লিপে ক্যাচ তুলেছিলেন। এবার তিন জন সেখানে থাকলেও বল গেছে গ্যাপ দিয়ে।

২০ ওভারে ৮৪/৪।  

১০: ১৪ , অক্টোবর ২৮

চাপ

. . . . ৪ .
বোলার মেহেদী, ২৪তম অভার

চাপটা এ ওভারেও ধরে রেখেছিলেন মেহেদী হাসান, প্রথম ওভারে যিনি দিয়েছিলেন মাত্র ১ রান। কিন্তু পঞ্চম বলে লাইন ভুল করে ফেললেন, ফ্লিক করে চার মেরেছেন বাস ডি লিডি। আপাতত ৪ উইকেট হারানোর চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন এডওয়ার্ডস ও ডি লিডি, যদিও প্রচুর ডট বল দেখা যাচ্ছে। ৫৬ বলে দুজনের জুটিতে উঠেছে ৩১ রান, ২৪ ওভারশেষে ৯৪/৪।

১০: ১৯ , অক্টোবর ২৮

৯৯/৪, ২৫ ওভারশেষে

ইনিংসের অর্ধেক শেষে বেশি খুশি হওয়ার কথা বাংলাদেশেরই।

১০: ২৯ , অক্টোবর ২৮

ডি লিডি আউট, জুটি ভাঙলেন তাসকিন

উইকেটকিপার মুশফিকুর রহিম ঠিক আত্মবিশ্বাসী ছিলেন না। তবে অধিনায়ক সাকিবসহ বাকিদের আবেদন ছিল জোরাল। আম্পায়ার জোয়েল উইলসন অবশ্য আউট দেননি। বাংলাদেশ রিভিউ নেওয়ার পরপরই হাঁটা শুরু করেন বাস ডি লিডি। বল যে ব্যাটে লেগেছে, তা নিশ্চিত ছিলেন ডাচ ব্যাটসম্যান।

লেংথ বলে থার্ডম্যানে খেলতে চেয়েছিলেন ডি লিডি। সফল হননি। ৩২ বলে ১৭ রান করেছেন এর আগে।

এ জুটি নেদারল্যান্ডসকে আশা জোগাচ্ছিল, কিন্তু সেটি থামল ৪৪ রানেই। তাসকিন পেলেন দ্বিতীয় উইকেট, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বাংলাদেশের।

বাস ডি লিডি
এএফপি
১০: ৪৭ , অক্টোবর ২৮

দুই চার

সাকিবকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে মিড অনের ওপর দিয়ে তুলে চার স্কট এডওয়ার্ডসের। পরের ওভারে তাসকিনকে পুল করে আরেকটি চার মেরেছেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। নেদারল্যান্ডস তৎপর হয়ে উঠছে ইডেন গার্ডেনসে। ২৫০-এর মতো স্কোরের জন্য এ জুটি গুরুত্বপূর্ণ তাদের।

৩১ ওভারে ১২৪/৫

১১: ০৩ , অক্টোবর ২৮

আরেকটি জুটি…

৩, ১, ৫৯, ০, ৪৪
নেদারল্যান্ডসের প্রথম ৫টি জুটি

এডওয়ার্ডস ও ডি লিডির জুটি আশাজাগানিয়া হলেও আগেভাগেই থেমেছে। এবার এঙ্গেলব্রেখোটের সঙ্গে এগোনোর চেষ্টা এডওয়ার্ডসের। পেসার ও স্পিনার—দুই প্রান্তে এভাবে চালাচ্ছেন সাকিব। সর্বশেষ ৩৫তম ওভারে ফেরানো হয়েছে মোস্তাফিজকে। দারুণ কাভার ড্রাইভে চার মেরেছেন এঙ্গেলব্রেখট।

দুজনের জুটি অবিচ্ছিন্ন এখন ৩২ রানে। এ জুটি টিকতে পারবে ৪০ ওভার পর্যন্ত?

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস
এএফপি
১১: ১৬ , অক্টোবর ২৮

১৫০ পেরিয়ে ডাচরা

৩৮.২ ওভারে ১৫০। সর্বশেষ ৪ ওভারেরও বেশি সময় বাউন্ডারি আসেনি কোনো। দৌড়ে রান নিয়েই গতি ধরে রাখার চেষ্টা করছেন এডওয়ার্ডস ও এঙ্গেলব্রেখট। নেদারল্যান্ডস অধিনায়ক এগোচ্ছেন ফিফটির পথে। দুজনের জুটিও ফিফটির কাছে।

১১: ২৩ , অক্টোবর ২৮

এডওয়ার্ডসের ফিফটি

শরীফুল ইসলামের বলে দাবলস নিয়ে ফিফটি পূর্ণ করলেন স্কট এডওয়ার্ডস। ডাচ অধিনায়ক আরেকবার দায়িত্বটা তুলে নিলেন নিজের কাঁধেই। গ্যালারিতে পরিবার, এডওয়ার্ডস মাঠে মাইলফলকে।

১১: ২৫ , অক্টোবর ২৮

ডেসকাটেকে ছাড়িয়ে এডওয়ার্ডস

১৫
ক্যারিয়ারে ১৫তম বার ৫০ বা এর বেশি রানের স্কোর গড়লেন এডওয়ার্ডস

এ তালিকায় নেদারল্যান্ডস অধিনায়ক ছাড়িয়ে গেলেন রায়ান টেন ডেসকাটেকে। ডেসকাটের ৯টি ফিফটির সঙ্গে ছিল ৫টি সেঞ্চুরি। এডওয়ার্ডস অবশ্য এখনো সেঞ্চুরির দেখা পাননি, তাঁর সর্বোচ্চ ৮৬ রান।

১১: ৩৩ , অক্টোবর ২৮

এঙ্গেলব্রেখটও জীবন পেলেন

মিরাজ সময় পেয়েছিলেন অনেকটাই। কিন্তু বলের গতিপথ বুঝতে ভুল করেছেন। শেষ মুহূর্তে লাফ দিয়েও তাই নাগাল পাননি এঙ্গেলব্রেখটের তোলা ক্যাচটি। মোস্তাফিজের স্লোয়ারে কাভারের দিকে সুযোগ পেয়েছিলেন মিরাজ। ২৯ রানে জীবন পেলেন এঙ্গেলব্রেখট। ০ রানে দুবার পেয়েছিলেন এডওয়ার্ডস।

সাকিবের প্রতিক্রিয়া যেমন হতে পারে ক্যাচ মিসের পর! আজকের ম্যাচে এমন রূপে দেখা গেছে বাংলাদেশ অধিনায়ককে।
এএফপি
১১: ৩৭ , অক্টোবর ২৮

ইনিংসের সর্বোচ্চ রানের ওভার

৪ ১ ১ ৪ ১ ১
৪৪তম ওভার, বোলার তাসকিন

৪৪ ওভারে ১৮৪/৫।

১১: ৪১ , অক্টোবর ২৮

এডওয়ার্ডসকে থামালেন মোস্তাফিজ

মোস্তাফিজের আরেকটি স্লোয়ার। অফ স্টাম্পের বাইরে থেকে ড্রাইভ করেছিলেন এডওয়ার্ডস। এবার সরাসরি ক্যাচ গেছে ব্যাকওয়ার্ড পয়েন্টে। নেদারল্যান্ডস অধিনায়ক ৮৯ বলে করেছেন ৬৮ রান, এঙ্গেলব্রেখটের সঙ্গে জুটিতে যোগ করেছেন ৭৮ রান।

মোস্তাফিজের বোলিংয়ে দুবার বেঁচেছিলেন এডওয়ার্ডস। এর আগে এঙ্গেলব্রেখটের ক্যাচ ফেলেছিলেন মিরাজ। সেই মোস্তাফিজের বলেই মিরাজের হাতে ক্যাচ দিয়ে থামলেন এডওয়ার্ডস।

১১: ৪৬ , অক্টোবর ২৮

এঙ্গেলব্রেখট এলবিডব্লু

মেহেদী হাসানের বলে রিভার্স সুইপ করেছিলেন এঙ্গেলব্রেখট। আম্পায়ার পল উইলসন এলবিডব্লু দিতে সময় নেন একটু। এঙ্গেলব্রেখট রিভিউ নেন, কিন্তু ব্যাট/গ্লাভসে লাগলেই শুধু আশা ছিল তাঁর। সেটি হয়নি। এডওয়ার্ডসের পর এঙ্গেলব্রেখট—দুই থিতু ব্যাটসম্যান ফিরলেন পরপর ২ ওভারে।

১৮৫/৭, ৪৫.১ ওভার।

১ বল পর শারিজ আহমেদের উইকেটও পেতে পারতেন মেহেদী। কিন্তু রিভিউ নেওয়ার পর বল ট্র্যাকিং দেখিয়েছে, উইকেটে ছিল আম্পায়ার্স কল।

৩৫ রান করেছেন এঙ্গেলব্রেখট
এএফপি
১১: ৫০ , অক্টোবর ২৮

হোঁচট খেল নেদারল্যান্ডস

৫ রান; ২ উইকেট
৪৫ ও ৪৬তম ওভার
১১: ৫৮ , অক্টোবর ২৮

শেষ করলেন মোস্তাফিজ

১০-১-৩৬-২

এ সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো সংশয় থাকার কথা নয়। শারিজ তবুও রিভিউ করেন একেবারে শেষ মুহূর্তে গিয়ে। মোস্তাফিজুর রহমানের আরেকটি নিচু হওয়া বলে শারিজকে এলবিডব্লিউ দিয়েছিলেন জোয়েল উইলসন। কিন্তু আল্ট্রা-এজ দেখিয়েছে স্পাইক! তবে ইনসাইড-এজ যে হয়েছে, তা নিয়ে নিশ্চিতভাবেই নিশ্চিত ছিলেন না শারিজও।

মোস্তাফিজ তাই তৃতীয় উইকেটের দেখা পাননি। এর আগে এডওয়ার্ডসের উইকেট শুরুতেই পেতে পারতেন। তবে নিজের বোলিংয়ের প্রায় আদর্শ উইকেটে মোস্তাফিজ ছিলেন দারুণ।

১২: ০৩ , অক্টোবর ২৮

শারিজ বাঁচলেন না এবার

ডাবলস নেওয়ার চেষ্টায় শারিজ হয়েছেন রানআউট। মেহেদীর ওভারে অবশ্য এসেছে বাই চার। তাতেই ২০০ পেরিয়েছে নেদারল্যান্ডস। ২ ওভার বাকি, ২০৩/৮।

১২: ০৮ , অক্টোবর ২৮

শরীফুলের দ্বিতীয় উইকেট

১ ১ ১ ৬ উইকেট .
৪৯তম ওভার

আরিয়ান দত্ত ক্যাচ দিয়েছেন শরীফুলের বলে, ছক্কা মারার পর।

১২: ১৪ , অক্টোবর ২৮

ফন বিকে ২২৯ রান পর্যন্ত লাফ নেদারল্যান্ডসের

৪ ৪ ২ ৬ ১ উইকেট
৫০তম ওভার

শেষ বলে এলবিডব্লু হয়েছেন পল ফন মিকেরেন। কিন্তু তার আগে মেহেদী হাসানের ওপর চড়াও হন লোগান ফন বিক। তাসকিনের ওভার থাকলেও মেহেদীকে আনেন সাকিব। তাতেই এসেছে ইনিংসের সর্বোচ্চ রানের ওভার। নেদারল্যান্ডস গেছে ২২৯ রান পর্যন্ত।

১৩: ০৩ , অক্টোবর ২৮

লিটন–তানজিদের সাবধানি শুরু

৪ ওভার শেষে বাংলাদেশ বিনা উইকেটে ১৯।

নেদারল্যান্ডসের দুই বোলার লোগান ফন বিক ও আরিয়ান দত্তকে দেখেশুনে খেলে রান তাড়ার শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে ফন বিককে মিড অফের ওপর দিয়ে চার মারেন তানজিদ। পরের দুই ওভারেও দুটি চার মেরেছেন বাঁহাতি এই ওপেনার।

তানজিদ ১৪ বলে ১৫ রানে ব্যাট করছেন। লিটন অন্য প্রান্তে ১০ বলে ৩ রানে অপরাজিত।

১৩: ০৬ , অক্টোবর ২৮

ফিরলেন লিটন

পঞ্চম ওভারে স্পিনার আরিয়ান দত্তের দ্বিতীয় বলে রিভার্স সুইপ করার চেষ্টা করেছিলেন লিটন। বল তাঁর গ্লাভসে লেগে জমা পড়ে উইকেটকিপার স্কট এডওয়ার্ডসের গ্লাভসে। ১২ বলে ৩ রান করে ফিরলেন লিটন।

তিনে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।

১৩: ১০ , অক্টোবর ২৮

তানজিদও আউট

গুড লেংথের উঠে আসা বল পুল করার মাশুল দিলেন তানজিদ হাসান। ফন বিককে পুল করতে গিয়ে উইকেটকিপার স্কট এডওয়ার্ডসকে ক্যাচ দিয়েছেন তানজিদ। ১৯ রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলল বাংলাদেশ।

১৩: ১৬ , অক্টোবর ২৮

নড়বড়ে শুরু

১৯, ১৪, ০, ৯৩, ১০, ১৯
বিশ্বকাপে ৬ ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটি

সর্বোচ্চ ভারতের বিপক্ষে এসেছিল ৯৩ রান, যে ম্যাচটিও হেরেছিল বাংলাদেশ। এর বাইরে আজ দ্বিতীয়বারের মতো ১৯ রানে ভেঙেছে ওপেনিং জুটি।

১৩: ২১ , অক্টোবর ২৮

চাপ!

. উইকেট . . . . . উইকেট . . . . . . . . . . . . . . . ৪ .
সর্বশেষ ২৪ বল

উইকেট-মেডেন। উইকেট-মেডেন। মেডেন। এরপর চার বল ডট। অবশেষে সেই খরা কাতল নাজমুলের পুল করে মারা চারে, ফন বিকের শর্ট বলে সুযোগটা হাতছাড়া করেননি তিনি। যদিও পরের বলে পরাস্ত হয়েছেন। বাংলাদেশ বেশ ভালোই চাপে কলকাতায়।

১৩: ২৫ , অক্টোবর ২৮

মিরাজের পাল্টা-আক্রমণ

৬ . . ৪ . ৪

এবার আরিয়ান দত্তের ওপর চড়াও হয়েছেন মিরাজ। ডাউন দ্য গ্রাউন্ডে এসে লং অফ দিয়ে ছক্কার পর স্লগ সুইপে চার মেরেছেন। আবার স্লগ সুইপে তুলে মেরেছিলেন, ফিল্ডার নাগাল পাননি, মিরাজ পেয়েছেন দ্বিতীয় চার।

৯ ওভারে ৩৭/১।

১৩: ৩০ , অক্টোবর ২৮

পাওয়ারপ্লে শেষে

নেদারল্যান্ডস ৪৭/২।

বাংলাদেশ ৩৯/২।

১৩: ৪০ , অক্টোবর ২৮

নাজমুলও গেলেন

পল ফন মিকেরেনের প্রথম ওভারেই আউট নাজমুল। চার মেরেছিলেন। এরপর পা ফেলার জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল ফন মিকেরেনের। তাতে একটু দেরি হলো। তাতেই মনোসংযোগ নড়ে গেল নাজমুলের? অফ স্টাম্পের বেশ বাইরের ফুললেংথের বল। নাজমুল তাতে ব্যাট চালিয়েছেন। কিন্তু এমনভাবে, ব্যাটের ফেস ওপেন ছিল। কানায় লেগে গেছে স্লিপে ক্যাচ। দ্বিতীয় পাওয়ারপ্লের শুরুতেই আরেকটি উইকেট হারিয়ে আরও চাপে বাংলাদেশ!

১৩: ৫০ , অক্টোবর ২৮

ধর্মশালায় রোমাঞ্চ, কলকাতায় কী? 

অস্ট্রেলিয়া: ৪৯.২ ওভারে ৩৮৮

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩৮৩/৯

ফল: অস্ট্রেলিয়া ৫ রানে জয়ী।

ধর্মশালায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের লড়াইয়ে দুই দল মিলে উঠেছে ৭৭১ রান, যা বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ। ভেঙে গেছে এবারের আসরেই দিল্লিতে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচের ৭৫৪ রানের রেকর্ড। রান-উৎসবের ম্যাচে শেষ পর্যন্ত ৫ রানে জিতেছে অস্ট্রেলিয়া

বিশ্বকাপে প্রথম ২৫ ম্যাচে তেমন কোনো রোমাঞ্চকর লড়াই দেখা যায়নি। গতকাল পাকিস্তানকে ১ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ ৫ রানে নিউজিল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। কলকাতার ম্যাচটিও হবে লো-স্কোরিং থ্রিলার?

১৩: ৫৫ , অক্টোবর ২৮

খোঁচা মেরে আউট সাকিব

বিপদ বাড়ল বাংলাদেশের!

ফন মিকেরেনের করা ১৬তম ওভারের শেষ বলে খোঁচা মারতে গিয়ে উইকেটকিপার স্কট এডওয়ার্ডসকে ক্যাচ দিয়ে ফিরলেন অধিনায়ক সাকিব আল হাসান। ১৪ বলে ৫ রান করে আউট হলেন সাকিব।

বাংলাদেশ ১৬ ওভার শেষে ৪ উইকেটে ৬৩।

১৪: ০১ , অক্টোবর ২৮

মিরাজও নেই

শরীর থেকে বেশ দূরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ। মেহেদী হাসান মিরাজের ৪০ বলে ৩৫ রানের ইনিংস শেষ তাতেই। বোলার বাস ডি লিডি। কলকাতায় পথ হারাচ্ছে বাংলাদেশ। ৬৯ রানেই নেই ৫ উইকেট!

১৪: ০৬ , অক্টোবর ২৮

সাকিবের (ব্যাটিং) দুঃস্বপ্নের বিশ্বকাপ

৫ ম্যাচ। ৬১ রান। ১২.২০ গড়। সর্বোচ্চ ৪০। স্ট্রাইক রেট ৬২.৮৮।

ব্যাটসম্যান সাকিব আল হাসানের বিশ্বকাপে এখন পর্যন্ত দুঃস্বপ্নের মতো!

এ ম্যাচের আগে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে কাজ করেছেন শুরুর দিককার কোচ নাজমূল আবেদীনের সঙ্গে। সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ অধিনায়কের, সে কারণেই কোনো সমস্যার সমাধান খুঁজতে এসেছিলেন হয়ত।

কিন্তু ভারত ফিরে গিয়ে প্রথম ম্যাচে রানের দেখা পেলেন না বাংলাদেশ অধিনায়ক। ফন মিকেরেনের লাফিয়ে ওঠা বলে কাট করার মতো জায়গা ছিল না। বলের ওপর চড়ে সেটিই করতে গিয়েছিলেন তিনি। সেটির মাশুল দিতে হয়েছে।

অধিনায়কের মতো কলকাতায় বাংলাদেশ দলের অবস্থাও সুবিধার নয় মোটেও। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ—দুই নতুন ব্যাটসম্যানের কাঁধে এখন বলতে গেলে সব ভার। বাংলাদেশের শেষ স্বীকৃত জুটিও এটি।

ব্যাটিংয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিবের
এএফপি
১৪: ০৮ , অক্টোবর ২৮

মুশফিক বোল্ড, কলকাতায় হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ

ফন মিকেরেনের কাটার। সামনে ব্যাট নিয়ে পুশ করার চেষ্টা মুশফিকের। ইনসাইড-এজ। বোল্ড! বাংলাদশের ৬ উইকেট নেই। কলকাতায় নেদারল্যান্ডসের কাছে হুমড়ি খেয়ে পড়ছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

১৪: ১১ , অক্টোবর ২৮

বাংলাদেশের ধস

১৯/১

১৯/২

৪৫/৩

৬৩/৪

৬৯/৫

৭০/৬

১৪: ১৮ , অক্টোবর ২৮

আশা আছে বাংলাদেশের?

১৪: ১৮ , অক্টোবর ২৮

নিজেদের রেকর্ড ভাঙতে হবে বাংলাদেশের

৭০ বা এর কম রানে ৬ উইকেট হারিয়ে বিশ্বকাপে কখনোই কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ।

রান তাড়ায় এত কম রানে সর্বশেষ বাংলাদেশ ৬ উইকেট হারিয়েছিল ২০১১ সালে। যেটি বাংলাদেশের বিশ্বকাপ-ইতিহাসের অন্যতম স্মরণীয় (ভুল কারণে) ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে বাংলাদেশ সেবার অলআউট হয়ে গিয়েছিল ৭৮ রানেই।

১৪: ৩৯ , অক্টোবর ২৮

২৫ ওভারশেষে

নেদারল্যান্ডস ৯৯/৪

বাংলাদেশ ৮৭/৬

মাহমুদউল্লাহ ও মেহেদী আপাতত টিকে থাকার লড়াই করছেন।

১৪: ৫১ , অক্টোবর ২৮

বাংলাদেশের ১০০

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাহমুদউল্লাহর শতক উদ্‌যাপন করতে হয়েছিল বাংলাদেশ দলকে, সেটিই ছিল সান্ত্বনা। আজ দলের ১০০ রানই মনে হচ্ছে তেমন কিছু!

সর্বশেষ কয়েক ওভারে টিকে থাকার চেষ্টাই চালিয়ে গেছেন মাহমুদউল্লাহ ও মেহেদী। তাঁদের জুটিতে প্রথম ৫৭ বলে ওঠে ২৪ রান। এরপর মেহেদী এক্সট্রা কাভারের ওপর দিয়ে চার মেরেছেন শারিজ আহমেদকে। একই বোলারকে তুলে মেরেছেন মাহমুদউল্লাহ, যদিও তাতে ২ রানের বেশি আসেনি। তবে ৭ রানের ওভারে একটু হলেও দুই ব্যাটসম্যান আভাস দিয়েছেন, তারা এগোতে চান।

১৫: ০১ , অক্টোবর ২৮

মেহেদী রানআউট

যে জিনিসটি এ সময়ে কোনোভাবেই চায়নি বাংলাদেশ! ঘটল সেটিই। মেহেদী হাসান হলেন রানআউট। শর্ট থার্ড থেকে সিঙ্গেল চুরি করতে গিয়েছিলেন মেহেদী হাসান। বাস ডি লিডির সরাসরি থ্রোয়ে ভেঙেছে স্টাম্প।

বাংলাদেশের কফিনে শেষ পেরেক এটিই?

১৫: ১৫ , অক্টোবর ২৮

মাহমুদউল্লাহও আউট

এবারের বিশ্বকাপে শেষ দিকে যা একটু লড়াই তিনিই করেছেন। তবে এ ম্যাচে আদতে তাঁর আর কিছু করার নেইও। বাস ডি লিডিকে টেনে মারতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ। ১১৩ রানে অষ্টম উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ, কলকাতায় এখন হার সময়ের অপেক্ষা—সেটি বলাই যায়!

১৫: ২২ , অক্টোবর ২৮

পল ফন মিকেরেন: ফুড ডেলিভারি থেকে ইডেনে নায়ক

করোনা ভাইরাস অতিমারিতে জীবিকা নির্বাহে ফুড ডেলিভারির কাজ করতে হয়েছিল পল ফন মিকেরেনকে। আজ ম্যাচ শুরুর আগেও ঘুরে দাঁড়ানোর গল্পটা তিনি শুনিয়েছেন আইসিসির ভিডিওতে। নেদারল্যান্ডস পেসার আজ এখন পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট—নাজমুল হোসেন, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দল আছে স্মরণীয় এক জয়ের অপেক্ষায়।

ফন মিকেরেন, আপনি উড়তেই পারেন!

ফন মিকেরেনের উইকেট নেওয়ার উদ্‌যাপন
এএফপি
১৫: ৩৫ , অক্টোবর ২৮

ওহ, ফন মিকেরেন!

ডি লিডির শর্ট লেংথের বলে থার্ডম্যানে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। ক্যাচ গিয়েছিল ফন মিকেরেনের কাছে। সেটি নিতে পারেননি তিনি, উল্টো মিস করে গেছেন পুরোপুরি। যাতে পেয়েছেন চার। আঙুল দিয়ে ওপরের দিকে ইশারা করেছেন, হয়ত ফ্লাডলাইটের আলো সরাসরি গিয়ে চোখে লেগেছে তাঁর।

ওদিকে ডাগআউটে মুখ লুকিয়েছেন প্রধান কোচ রায়ান কুক। যিনি এক সময় ছিলেন বাংলাদশের ফিল্ডিং কোচ!

এ ক্যাচ মিস করা কতটা পার্থক্য গড়বে, সেটি বলবে সময়। আপাতত বাংলাদেশ শুধু পরাজয় বিলম্বিত করার চেষ্টাই করছে। ৭৮ বলে দরকার ১০৫ রান। বাকি ২ উইকেট!

১৫: ৪০ , অক্টোবর ২৮

লক্ষ্য পরের বিশ্বকাপ?

‘আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ’, কলকাতায় এক বাংলাদেশি সমর্থকের হাতে দেখা গেছে এমন প্ল্যাকার্ড। পরের বিশ্বকাপ প্রসঙ্গে পড়তে পারেন তারেক মাহমুদের লেখাটি

‘এই বিশ্বকাপে হলে তো ভালো, নয়তো পরের বিশ্বকাপে হবে। হবে মানে ভালো কিছু হবে। বিশ্ব দেখবে বাংলাদেশও পারে। কাজেই আশা ছাড়া যাবে না।’

১৫: ৪৭ , অক্টোবর ২৮

মোস্তাফিজের ক্যারিয়ারসেরা

১৯*
মোস্তাফিজের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস

কলিন অ্যাকারম্যানকে ব্যাকফুটে গিয়ে টেনে মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা মেরেছেন মোস্তাফিজুর রহমান। ২ বল পর চার মেরেছেন তাসকিন আহমেদ। ৪০তম ওভারে এসেছে ১১ রান। শেষ ১০ ওভারে বাংলাদেশের দরকার ৯০ রান।

৪০ ওভারশেষে নেদারল্যান্ডসের স্কোর ছিল ১৫৫/৫। বাংলাদেশের স্কোর ১৪০/৮। বড় পার্থক্যটা কোথায়, সেটি নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না!

১৫: ৫০ , অক্টোবর ২৮

ভাঙল মোস্তাফিজের ‘প্রতিরোধ’

অফ স্পিনারের ক্ল্যাসিক ডেলিভারি। মোস্তাফিজের রক্ষণ ভেদ করে ভেঙেছে অফ স্টাম্প। স্মরণীয় জয় থেকে ১ উইকেট দূরে নেদারল্যান্ডস।

১৫: ৫৪ , অক্টোবর ২৮

৮৭ রানে জিতল নেদারল্যান্ডস

ফন মিকেরেনের শর্ট বল। তাসকিন আহমেদের পুল। মিডউইকেটে বাস ডি লিডির ক্যাচ। নেদারল্যান্ডসের স্মরণীয় জয়! কলকাতায় বাংলাদেশকে তারা হারাল ৮৭ রানে।

২৩০ রানের লক্ষ্যে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং। টপ অর্ডার, মিডল অর্ডার—নিস্প্রভ দুই অর্ডারই। তাসকিন, মোস্তাফিজ নেদারল্যান্ডসের হার একটু বিলম্বিত করেছেন শুধু।

আবার তলানিতে ইংল্যান্ড, নেদারল্যান্ডস উঠে গেছে বাংলাদেশেরও ওপরে
আইসিসি
১৫: ৫৮ , অক্টোবর ২৮

পল ফন মিকেরেন, ম্যাচসেরা 

২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নেদারল্যান্ডস পেসার পল ফন মিকেরেন। ক্রস সিম ও স্লোয়ার কাজে লেগেছে, জানিয়েছেন তিনি। প্রথম ১০ ওভারে আঁটসাঁট বোলিংয়ের জন্য লোগান ফন বিককে কৃতিত্ব দিয়েছেন তিনি।

১৬: ০৪ , অক্টোবর ২৮

সহযোগী সদস্যের কাছে হার 

বিশ্বকাপে তৃতীয়বার আইসিসির কোনো সহযোগী সদস্যের কাছে হারল বাংলাদেশ।

২০০৩—কানাডা, কেনিয়া 

২০০৭—আয়ারল্যান্ড 

২০২৩—নেদারল্যান্ডস