বিসিসিআইকে কঠোর বার্তা পিসিবি চেয়ারম্যান নাকভির
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে আসতে হবে—কথাটা বারবারই বলে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) বলছে একই কথা—কোনোভাবেই পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দল পাঠাবে না তারা। দুই বোর্ডের এই বাগ্যুদ্ধের কারণে এখন পর্যন্ত নিশ্চিত নয় আগামী ফেব্রুয়ারির চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত আদৌ খেলবে কি না, খেললে কোথায় হবে তাদের ম্যাচগুলো।
বিসিসিআইয়ের অনড় অবস্থানের সর্বশেষ ঘোষণা শুনে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি এবার কঠোর বার্তাই দিয়েছেন। লাহোরে আজ তিনি সাংবাদিকদের যা বলেছেন, তার মানে দাঁড়ায় এ রকম—ভালো কথা তাঁরা অনেক বলেছেন, ভালো ব্যবহারও করেছেন। তবে সব সময় এত ভালো ব্যবহার তাঁরা করবেন না।
মূলত ভারতীয় একটি সংবাদমাধ্যমের এক খবরের পরই নাকভির এমন প্রতিক্রিয়া। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত এমন এক সূত্রের বরাত দিয়ে ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়া খবর দিয়েছে যে বিসিসিআই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে—তারা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে না।
টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘আমাদের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করার বিষয়টি তাদের (পিসিবি) আমরা লিখিতভাবে জানিয়েছি।’ এ ছাড়া আরেকটি সূত্রকেও তারা উদ্ধৃত করেছে এভাবে, ‘পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ নিয়ে বিসিসিআই উদ্বেগের কথা জানিয়েছে (পিসিবিকে)। তারা ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় এবং ভারতের খেলা আয়োজনের জন্য দুবাই খুব ভালো জায়গা।’
এর আগে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক খবরে বলা হয়, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ‘হাইব্রিড মডেলে’ই হচ্ছে। ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে চ্যাম্পিয়নস ট্রফি ‘হাইব্রিড মডেলে’ আয়োজন করতে চায় পিসিবি। আগের অবস্থান থেকে সরে এসে ভারতের ম্যাচগুলো তারা দুবাই ও শারজায় খেলাতে চায়। কিন্তু পাকিস্তানের সামাটিভির দাবি, হাইব্রিড মডেলের খবর ভিত্তিহীন। সব খেলা পাকিস্তানেই হবে।
কিন্তু পিসিবির চেয়ারম্যান নাকভি এবার সরাসরিই সাংবাদিকদের বলেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান অনেক সৌজন্য দেখিয়েছে। তবে যা–ই হোক, আমরা তো সব সময় সৌজন্য দেখাব না।’ এর আগে নাকভি বলেছিলেন, ‘এখনো আমরা চাই ক্রিকেট রাজনীতির বাইরে থাকুক।’
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর আগে জানিয়েছে, পাকিস্তান সফরের বিষয়ে তারা সরকারের যেকোনো নীতিগত সিদ্ধান্ত মেনে নেবে। রাজনৈতিকভাবে বৈরী সম্পর্ক এবং ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তার কারণে আর পাকিস্তান সফর করেনি ভারতীয় ক্রিকেট দল। তবে আইসিসির টুর্নামেন্টে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
গত বছরের এশিয়া কাপও হয়েছে হাইব্রিড মডেলে। বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।