লিগ শুরুর তারিখ ঠিক করার দিনেই ক্রিকেটারদের বকেয়া টাকা নিয়ে অভিযোগ
সিসিডিএমের সভার উদ্দেশ্য ছিল মূলত প্রিমিয়ার লিগের দলবদল ও লিগ শুরুর তারিখ ঠিক করা। আজ বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সেই সভাতেই হলো এবারের লিগ থেকে বিদেশি খেলোয়াড় বাদ দেওয়ার সিদ্ধান্তও।
তবে সভা পরবর্তী সংবাদ সম্মেলনে আর সবকিছুকে ছাপিয়ে গেছে চারটি ক্লাবের খেলোয়াড়দের গত বছরের পাওনা টাকা না মেটানোর অভিযোগ। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালকে নিয়ে সেই চার ক্লাব অগ্রণী ব্যাংক, রূপগঞ্জ ক্রিকেটার্স, মোহামেডান ও ব্রাদার্সের কয়েকজন খেলোয়াড় সভার আগে দেখা করেছেন সিসিডিএম প্রধান মোহাম্মদ সালাউদ্দিন ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে।
এটা ক্লাব ও খেলোয়াড়দের ব্যাপার। বিসিবি বড় জোর ক্লাবদের চাপ দিতে পারে। যে জায়গা থেকে যেটা করা দরকার, বিসিবি ও সিসিডিএম তা করছে। আজকেও খেলোয়াড় এবং কোয়াবের সঙ্গে কথা বলে একটা ক্লাবের ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। আমরা খেলোয়াড়দের সাহায্য করছি।
মজার ব্যাপার হলো, গত এক বছরেও খেলোয়াড়দের পাওনা না মেটানোর অভিযোগ অভিযুক্ত ক্লাবগুলোর একটি রূপগঞ্জ ক্রিকেটার্সের সঙ্গে সংশ্লিষ্টতা আছে স্বয়ং সিসিডিএম প্রধান মোহাম্মদ সালাউদ্দিনেরও। তিনি অবশ্য দাবি করেছেন সিসিডিএম প্রধান হওয়ার পর স্বার্থের সংঘাত দেখা দিতে পারে বলে ওই ক্লাবটির সঙ্গে এখন আর তিনি সম্পৃক্ত নন। তবে খেলোয়াড়দের কথা তিনি শুনেছেন। এ নিয়ে ক্লাবের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।
অন্য ক্লাবের খেলোয়াড়দের পাওনা আদায়ের জন্যও সিসিডিএম চেষ্টা করছে বলে দাবি সালাউদ্দিনের, ‘এটা ক্লাব ও খেলোয়াড়দের ব্যাপার। বিসিবি বড় জোর ক্লাবদের চাপ দিতে পারে। যে জায়গা থেকে যেটা করা দরকার, বিসিবি ও সিসিডিএম তা করছে। আজকেও খেলোয়াড় এবং কোয়াবের সঙ্গে কথা বলে একটা ক্লাবের ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। আমরা খেলোয়াড়দের সাহায্য করছি।’
সালাউদ্দিন অবশ্য জানিয়েছেন, কোনো কোনো ক্লাবের চুক্তিতেই সমস্যা আছে। যেমন একটি ক্লাবের চুক্তিতে বাজে পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের টাকা কেটে রাখার শর্ত রাখা হয়েছে। সালাউদ্দিন বলেছেন, ‘চুক্তি অনুযায়ী এই ক্লাব ঠিক অবস্থানে আছে। পারফরম্যান্স ভালো না হলে ক্লাব টাকা কাটতে পারে। খেলোয়াড়দেরই ওরকম চুক্তি সই করা ঠিক হয়নি।’ এ ক্ষেত্রে বিসিবি ক্লাবের সঙ্গে খেলোয়াড়দের চুক্তির আদর্শ কাঠামো নির্ধারণ করে দিতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ রকম একটা ফরম্যাট একসময় বিসিবি দিয়েছিল। কিন্তু ক্লাব, খেলোয়াড় কেউই এটা ফলো করে না।’
এবারের লিগ থেকে যে বিদেশি খেলোয়াড় বাদ দেওয়া হবে, সেটা জানা গিয়েছিল আগেই। সিসিডিএমের সভায় সিদ্ধান্তটা শুধু আনুষ্ঠানিকতাই পেয়েছে। সালাউদ্দিন বলেছেন, প্রস্তাবটা গতবারই দিয়েছিল ক্লাবগুলো। প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবের বেশির ভাগ এটাই চায়। তিনি বলেন, ‘বিদেশি খেলোয়াড়দের পেছনে যে খরচটা হয়, সেটা ক্লাবগুলো স্থানীয় খেলোয়াড়দের দিতে পারে।’
সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রিমিয়ার লিগের দলবদল হবে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি এবং লিগ শুরু ৯ মার্চ থেকে। তার আগে ৬ মার্চ ট্রফি উন্মোচন। খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ফতুল্লা এবং বিকেএসপির দুটি মাঠে। তবে শেরেবাংলা স্টেডিয়াম সব সময় পাওয়া যাবে না।
লিগের সেরা খেলোয়াড়, সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারের পুরস্কার এবার ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ হাজার টাকা।
কয়েক বছর আগে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের রেজিস্ট্রেশন ফি একলাফে ৫ লাখ টাকা করায় দলের সংখ্যা কমে গিয়েছিল অনেক। সালাউদ্দিন জানিয়েছেন, সিসিডিএম থেকে এই ফি কমানোর প্রস্তাব করা হয়েছে।