টাকা বেশি পেলে নিজের আত্মজীবনীতে অভিনয় করবেন দ্রাবিড়

কোচ হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়বিসিসিআই

একটা সময়ে তিনি ছিলেন ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড। দলের অন্য ব্যাটসম্যানরা যখন ব্যর্থ, রাহুল দ্রাবিড় দাঁড়িয়ে যেতেন দেয়াল হয়ে। এ কারণে পেয়ে গিয়েছিলেন ‘দ্য ওয়াল’ ডাকনাম।

সত্যি ইস্পাতকঠিন মুখাবয়ব নিয়ে দ্রাবিড় সামলে যেতেন ভারতের ব্যাটিং, আগলে রাখতেন উইকেট। ইস্পাতকঠিন সেই মুখের আড়ালে যে একটা কৌতুকপ্রিয় দ্রাবিড়ও আছেন, সেটা তাঁর খেলোয়াড়ি জীবনে কেউ জানতে পারেননি। তবে এবার রসিক দ্রাবিড়ের দেখা পাওয়া গেল তাঁর আত্মজীবনী নিয়ে সিনেমা হওয়ার বিষয়ে প্রশ্ন করার পর।

আরও পড়ুন

দ্রাবিড়ের আত্মজীবনী নিয়ে তৈরি হতে যাওয়া সিনেমায় তিনি নিজে নামভূমিকায় অভিনয় করবেন কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে মজা করে ভারতের সাবেক প্রধান কোচ বলেছেন, টাকার অঙ্কটা বেশি হলে অভিনয় করতে তাঁর আপত্তি নেই!

সিয়াট ক্রিকেট অ্যাওয়ার্ডসে গিয়ে এক প্রশ্নোত্তর পর্বে দ্রাবিড় বলেছেন, ‘টাকার অঙ্কটা যদি ভালো হয়, আমি এই ভূমিকায় অভিনয় করব।’ এটা বলার সময় দ্রাবিড়ের মুখে ছিল দুষ্টুমিসুলভ হাসি।

আরও পড়ুন
ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে কোচের দায়িত্ব ছাড়েন দ্রাবিড়
এক্স

বৈশ্বিক টুর্নামেন্টে ভারতের প্রায় এক যুগের শিরোপা–খরা কাটিয়ে সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন কোচ দ্রাবিড়। এ বিষয়ে তিনি বলেছেন, ‘সত্যি বলতে কী, আমি ভিন্ন কিছু করতে চাইনি। ওয়ানডে বিশ্বকাপে আমাদের দারুণ একটা অভিযান কেটেছে। আগে আমরা যে শক্তি আর উৎসাহ নিয়ে এগিয়েছি, সেই একইভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্য ছিল দলের। এরপর আমরা ভাগ্যের সামান্য ছোঁয়া পাওয়ার আশায় ছিলাম।’

আরও পড়ুন