সাকিব-লিটনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দল ঘোষণা
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৪ এপ্রিল শুরু হবে টেস্ট।
সাকিব আল হাসান ও লিটন দাসকে রেখেই টেস্টের দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার খেলবেন সাকিব ও লিটন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকায় টুর্নামেন্টের শুরু থেকে বাংলাদেশের এ দুই তারকাকে পাচ্ছে না কলকাতা।
ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী, জাকির হাসান, রেজাউর রহমান, নাসুম আহমেদ ও নুরুল হাসান। আয়ারল্যান্ড টেস্ট দিয়ে দলে ফিরছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন।
চোটের কারণে ভারত সিরিজে খেলা হয়নি ওপেনার তামিম ইকবালের। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরবেন তিনি। তামিমের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে জাকিরের টেস্ট অভিষেক হয়েছিল। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরিও করেন জাকির। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হাতে চোট পাওয়ায় ছিটকে যান দল থেকে।
এবার তাই জাকিরকে ছাড়াই টেস্ট দল ঘোষণা করতে হয়েছে। এই বাঁহাতি ওপেনারের চোটে কপাল খুলেছে সাদমান ইসলামের। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে ২ ম্যাচে ৩ ইনিংস খেলে ৩৭৬ রান করেছেন তিনি, এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরি, আরেকটি সেঞ্চুরি। ‘এ’ দলের হয়েও ভালো খেলেছেন ১৩ টেস্ট খেলা এই বাঁহাতি ওপেনার।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সাদমানের ছন্দে ফেরাটাকে দলের জন্য সুখবরই বললেন, ‘ঘরোয়া ক্রিকেটে ও ভালো করেছে, ‘এ’ দলেও ভালো খেলেছে। টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা এমন ক্রিকেটাররা রান করলে আমাদের কাজা সহজ হয়ে যায়। আশা করি, সে ভালো করবে।’
চোটের কারণে ভারত সিরিজের দলে ছিলেন না শরীফুল ও ইবাদত। দুজনই আয়ারল্যান্ড টেস্ট দিয়ে দলে ফিরেছেন। তাঁদের জন্য জায়গা ছাড়তে হয়েছে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা রেজাউর ও নাসুমকে।
এ ছাড়া ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার টেস্ট দল থেকেও বাদ পড়েছেন উইকেটকিপার–ব্যাটসম্যান নুরুল হাসান। ব্যাক-আপ উইকেটকিপার হিসেবেও কাউকে রাখা হয়নি।
এ ব্যাপারে মিনহাজুলের ব্যাখ্যা, ‘আমরা টেস্টে সব সময় সোহানকেই (নুরুল হাসান) বিবেচনা করি। এবার ঘরের মাঠে খেলা, তাই সংখ্যাটা বড় করার প্রয়োজন হয়নি। এই জন্যই আমরা ১৪ জনের দল দিয়েছি। নিয়মিতরাও চোট থেকে সুস্থ হয়ে ফিরেছে।’
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও মাহমুদুল হাসান।