‘রোহিতের অধীনেও মুম্বাই ০-৫ ছিল’, মনে করিয়ে দিলেন শেবাগ

এ মৌসুমে এমন উল্লাসের মুহূর্ত খুব বেশি আসেনি মুম্বাইয়েরআইপিএল

মুম্বাই ইন্ডিয়ানসের শুরু এর চেয়েও বাজে হয়েছিল এবং সেখান থেকে ঘুরেও দাঁড়িয়েছিল তারা—হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে চলা সমালোচনার মধ্যে এমন কথা মনে করিয়ে দিয়েছেন বীরেন্দর শেবাগ। নতুন অধিনায়ক পান্ডিয়ার অধীনে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে সব কটিতে হেরেছে মুম্বাই।

সর্বশেষ দুই মৌসুম গুজরাট টাইটানসকে নেতৃত্ব দেওয়া পান্ডিয়াকে এ মৌসুমে মুম্বাইয়ে ফিরিয়ে এনে অধিনায়কত্ব দেওয়া হয়। সরিয়ে দেওয়া হয় আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল এবং এ মুহূর্তে ভারত জাতীয় দলে তিন সংস্করণেরই অধিনায়ক রোহিতকে।

মৌসুমের শুরু থেকেই শুধু গ্যালারি নয়, চারদিক থেকে সমালোচনা শুনছেন পান্ডিয়া। মাঠে দর্শকদের দুয়োও শুনেছেন মুম্বাইয়ের নতুন অধিনায়ক। দলের পারফরম্যান্স দিয়ে যে জবাব দেবেন, সেটিও এখন পর্যন্ত হয়ে ওঠেনি। গুজরাট, হায়দরাবাদের পর রাজস্থানের কাছে হেরেছে তারা।

আরও পড়ুন

এরই মধ্যে ক্রিকবাজের এক শোয়ে ভারত ব্যাটসম্যান মনোজ তিওয়ারি বলেছেন, মৌসুমের মাঝপথে পান্ডিয়াকে সরিয়ে আবার অধিনায়কত্ব দেওয়া হতে পারে বলে মনে করেন তিনি। ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের মানসিকতা এমন বলেও মন্তব্য করেন আইপিএলে ৯৮টি ম্যাচ খেলা মনোজ।

হারের পর রাজস্থানের রিয়ান পরাগের সঙ্গে হাত মেলাচ্ছেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া
এএফপি

তবে ওই শো-তে থাকা শেবাগ বলেছেন, এমন হলেও সেটি দ্রুতই হবে না। সে ক্ষেত্রে মুম্বাই অন্তত মৌসুমের মাঝপথ পর্যন্ত অপেক্ষা করবে। তবে মুম্বাইয়ের আগেও এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর রেকর্ড আছে, সেটিও তিনি মনে করিয়ে দেন, ‘এই দল রোহিত শর্মার অধীনেও টানা পাঁচটি ম্যাচ হেরেছিল। তারপর তারা চ্যাম্পিয়নও হয়।’

২০১৪ সালে প্রথম ৫টি ম্যাচ হারলেও পরের ৯টি ম্যাচের ৭টিতে জিতে প্লে-অফে গিয়েছিল মুম্বাই। শেবাগ চ্যাম্পিয়ন হওয়ার কথা বললেও সেবার মুম্বাই হারে এলমিনেটরে। কিন্তু এবারও মুম্বাইকে ধৈর্য ধরতে বলছেন আইপিএলে ১৫৫.৪৪ স্ট্রাইক রেটে ২৭২৮ রান করা শেবাগ, ‘তাদের হার্দিককে নিয়েও ধৈর্য ধরতে হবে। তারা তিনটি হেরেছে। তবে হ্যাঁ, এটি যদি বাড়তেই থাকে, তাহলে টিম ম্যানেজমেন্টের ধৈর্যের পরীক্ষা হবে।’

আরও পড়ুন

অন্য দলগুলোর মৌসুমের মাঝপথে অধিনায়কত্ব বদলানোর উদাহরণ টেনে শেবাগ এরপর বলেন, ‘২-৩টি ফ্র্যাঞ্চাইজি এমন করেছে। পাঞ্জাব করেছে, চেন্নাই এমন করেছিল (রবীন্দ্র) জাদেজাকে দায়িত্ব দেওয়ার পর আবার যখন (মহেন্দ্র সিং) ধোনিকে ফিরিয়ে দেওয়া হলো।’

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ
ফাইল ছবি

তবে তেমন কিছুর সময় আসেনি বলে মনে করেন শেবাগ, ‘সেটি হয়েছিল মৌসুমের মাঝপথে গিয়ে। আমার মনে হয় না মুম্বাই এখনই অধিনায়কত্ব বদলানোর কথা ভাববে। তিন ম্যাচ পরই আপনি অধিনায়ক বদলাতে পারেন না, দলের প্রতি এটা ঠিক বার্তা দেয় না। কিন্তু সাত ম্যাচ পর, মৌসুম যখন মাঝপথে, আপনি পারফরম্যান্সের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন।’

৭ এপ্রিল ওয়াংখেড়েতে মুম্বাই তাদের পরের ম্যাচে খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। সে ম্যাচের আগে একটু হলেও সুসংবাদ পেয়েছে মুম্বাই। আজ দলের সঙ্গে যোগ দিচ্ছেন চোটের কারণে বাইরে থাকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। অবশ্য পরের ম্যাচে খেলার জন্য তিনি ফিট কি না, সেটি এখনো নিশ্চিত নয়।