৩ জনের কাছে ভালো কিছু চান অধিনায়ক মিরাজ
চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন নেই, নেই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর তাওহিদ হৃদয়ও। আর মোস্তাফিজুর রহমান পারিবারিক কারণে ছুটিতে। একাদশের এতগুলো নিয়মিত মুখ ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনভিজ্ঞ দল নিয়ে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ দল।
ওয়ানডে দলকে নেতৃত্ব যিনি দিচ্ছেন, সেই মেহেদী হাসান মিরাজ এর আগে নেতৃত্ব দিয়েছেন মাত্র একটি ওয়ানডেতে; যদিও বয়সভিত্তিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে তাঁর। ওয়ানডের আপৎকালীন অধিনায়ক মিরাজ আজ শুরু ওয়ানডে সিরিজটিকে তরুণদের জন্য পারফর্ম করার বড় সুযোগ হিসেবে দেখছেন।
নিয়মিত মুখদের অনুপস্থিতিতে সুযোগ পাচ্ছেন আফিফ হোসেন, পারভেজ হোসেনরা। মিরাজ চান, সুযোগ পাওয়া খেলোয়াড়েরা সেটা কাজে লাগাক, সিরিজটাকে স্মরণীয় করে রাখুক, ‘আমাদের দলের জন্য চ্যালেঞ্জিং। অনেক খেলোয়াড় নেই, অনেকেই চোটে আছে। আশা করব, যারা সুযোগ পাবে, তারা যেন স্মরণীয় করে রাখতে পারে। তরুণদের পারফর্ম করার সুযোগ আছে। এমন মঞ্চে এসে ওদের নিজেদের মেলে ধরা অনেক গুরুত্বপূর্ণ।’
ভালো খবর হচ্ছে, ওপেনার সৌম্য সরকার ছন্দে আছেন। এই ওয়েস্ট ইন্ডিজেরই গায়ানায় হওয়া গ্লোবাল সুপার লিগে ৫ ইনিংসে ১৮৮ রান করেছেন সৌম্য, যা টুর্নামেন্ট–সর্বোচ্চ। ফাইনালে খেলেছেন ৮৬ রানের ইনিংস। ম্যাচসেরা ও সিরিজসেরা—দুটো ট্রফিই পেয়েছেন। সংস্করণ ভিন্ন হলেও খেলার মধ্যে থাকায় জাতীয় দলকেও একই সৌম্যকে চাওয়া মিরাজের।
তবে একই টুর্নামেন্টে খেলেও আফিফ জ্বলে উঠতে পারেননি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১০ রান করার করার আর ব্যাটিংয়ের সুযোগই পাননি। আর বাঁহাতি এ ব্যাটিং অলরাউন্ডার জাতীয় দলেও ফিরেছেন অনেক দিন পর, সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের ডানেডিনে। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলা ওয়ানডে দলের আরেকজন রিশাদ হোসেন।
২৩ বছর বয়সী এই লেগ স্পিনার অবশ্য সফলই। ৫ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। রিশাদ, আফিফ, সৌম্য—এই ৩ জনের কাছ থেকেই বড় অবদান চায় বাংলাদেশ, এমনটাই বলেছেন অধিনায়ক, ‘ওরা ৩ জন খেলার মধ্যেই আছে। প্র্যাকটিসের চেয়ে খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। কন্ডিশনও একই রকম। আশা করি, ওদের অবদান অনেক গুরুত্বপূর্ণ হবে। সৌম্যর ভালো খেলা আমাদের দলের জন্য সুবিধা। দলে এখন অনেক প্রতিযোগিতা। যারা এখন চোটে আছে, বাইরে আছে, এই জায়গায় এসে যদি ওরা ভালো খেলতে পারে, তাহলে আমাদের জন্যও ভালো হবে, (ওদের) ক্যারিয়ারের জন্যও ভালো হবে।’
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ৩ ম্যাচেই মিরাজ ৪ নম্বরে ব্যাটিং করেছেন। খুব ভালো করেছেন তা নয়, তবে খুব খারাপও করেননি। করেছেন ২২, ২৮ ও ৬৬ রান। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ওপরের দিকেই ব্যাট করবেন মিরাজ, ‘আফগানিস্তান সিরিজে আমি ৪ নম্বরে ব্যাটিং করেছি, এই সিরিজেও ওপরেই ব্যাটিং করতে হবে।’
আফগানিস্তান সিরিজে চোটে ভোগা মাহমুদউল্লাহ রিয়াদ পুরোপুরি ফিট বলে জানিয়েছেন অধিনায়ক, ‘রিয়াদ ভাইয়ের অবস্থা এখন ভালো। আফগানিস্তান সিরিজের সময় ব্যথা ছিল। আশা করি, রিয়াদ ভাই শতভাগ দিতে পারবেন দলের জন্য। রিয়াদ ভাই অনেক অভিজ্ঞ, ওনার অভিজ্ঞতা আমাদের দলের মধ্যে শেয়ার করবে।’
তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।