২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভারত এখন তিন সংস্করণেই এক নম্বর

ক্রিকেটের তিন সংস্করণেই এখন বিশ্বের এক নম্বর দল ভারতছবি: বিসিসিআই

২০২২ সালে ২১ ফেব্রুয়ারি থেকেই আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল ভারত। এ বছরের শুরুতে ভারতীয়রা উঠেছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরেও। আর আজ টেস্ট র‌্যাঙ্কিংয়েও এক নম্বর দল হয়ে ইতিহাস গড়েছে ভারত। মাত্র দ্বিতীয় দল হিসেবে যুগপৎভাবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই এক নম্বর হলো ভারত।

এই কীর্তিতে প্রথম দলটির নাম দক্ষিণ আফ্রিকা। ২০১২ সালের ২৯ আগস্ট অভূতপূর্ব সেই কীর্তি গড়েছিল প্রোটিয়ারা। টেস্ট ও টি-টোয়েন্টিতে আগে থেকেই এক নম্বরে থাকা দলটি সেদিন ওয়ানডের এক নম্বর জায়গাটাও দখল করে। সাউদাম্পটনের রোজ বোলে ওয়ানডে ম্যাচে  ইংল্যান্ডকে ৮০ হারিয়ে শীর্ষে ওঠে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ১৫০ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন হাশিম আমলা।

আরও পড়ুন

নাগপুরে অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারিয়েই টেস্টে এক নম্বর হয়েছে রোহিত শর্মার দল। আগামী পরশু দিল্লিতে শুরু দ্বিতীয় টেস্টে জিতলে জায়গাটা ধরে রাখবে ভারত। সেই ম্যাচ জিতলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সঙ্গেও দূরত্ব কমিয়ে আনবে ভারত। ওভালের ফাইনাল খেলতে চার ম্যাচের সিরিজটা অন্তত ৩-১ বা ৩-০ ব্যবধানে জিততে হবে তাদের।

সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারত পেছনে ফেলেছে অস্ট্রেলিয়াকেই। ভারতের রেটিং পয়েন্ট ১১৫, অস্ট্রেলিয়ার ১১১। ১০৬ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। ৪৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে নবম স্থানে।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং