বিশ্বকাপে পাকিস্তানের জন্য ১০ বছর ধরে দোয়াই করে যাচ্ছি, বললেন শোয়েব আখতার

পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারএক্স

টানা দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। কানাডার বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে বাবর আজমের দল। এই জয়ের পর পাকিস্তানের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা এখনো কাগজে–কলমে টিকে রইল।

যদিও সুপার এইটের লাগামটা এখন আর তাদের নেই। এ জন্য তাকিয়ে থাকতে হচ্ছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচের দিকেও। যে কারণে নিজেদের পারফরম্যান্সের পাশাপাশি ভাগ্যের ওপরও নির্ভর করতে হচ্ছে পাকিস্তানকে।

আরও পড়ুন

পাকিস্তানের জন্য এমন পরিস্থিতি অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বিশ্বকাপে বিভিন্ন সময় পাকিস্তানকে নির্ভর করতে হয়েছে ভাগ্যের ওপর। কখনো ভাগ্য তাদের পক্ষে হেসেছে, আবার কখনো বিপক্ষে। এবার ভাগ্যকে নিজেদের পক্ষে পেতে সমর্থকদের দোয়া করতে বলেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। পাশাপাশি ১০ বছর ধরে এই কাজই যে করে যেতে হচ্ছে, তা–ও মনে করিয়ে দিয়েছেন তিনি।

কানাডার বিপক্ষে পাকিস্তানের জয়ের পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘পাকিস্তান ম্যাচটা জিতল। এই স্কোরটাই ওদের গত পরশু করতে হতো (ভারতের বিপক্ষে)। এর বেশি কিছুই করতে হতো না, এই ব্যাটিংটা করলেই চলত। বাবরের এই ব্যাটিংটা করতে হতো এবং রিজওয়ানকেও ৫০ বলে ৫০ রান করলে চলত। এটুকুই প্রয়োজন ছিল। ইউনিস খান যেমনটা বলেন, “এটা দক্ষতার ব্যাপার নয়, পরিস্থিতি বুঝতে পারার ব্যাপার”, সেদিন পারেনি, আজ পেরেছে।’

বাবর–রিজওয়ানদের জন্য দোয়া চাইলেন শোয়েব
আইসিসি

পাকিস্তানের সুপার এইট স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি উল্লেখ করে সমর্থকদের দোয়াও চেয়েছেন শোয়েব, ‘পাকিস্তান এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। যুক্তরাষ্ট্রকে এখন ভারত থেকে হারতে হবে এবং আয়ার‍ল্যান্ড থেকেও হারতে হবে। পুরোনো সেই দোয়ার কাজটাই এখন আবার শুরু হয়ে গেল। আল্লাহ তুমি আয়ারল্যান্ডকে হারিয়ে দাও, তমুককে হারিয়ে দাও (এমনই করে আসছি)। ১০ বছর ধরে আমরা দোয়াই করে যাচ্ছি। আল্লাহ চাইলে পাকিস্তান সুপার এইটে পৌঁছে যাবে। সেখানে আমাদের অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে হবে। আশা হারাবেন না।’

আরও পড়ুন

পাকিস্তানকে টিকিয়ে রাখতে ভারতকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে শোয়েব আরও বলেন, ‘আমরা এখনো টুর্নামেন্টে আছি। পাকিস্তান সব বিশ্বকাপে এমনটাই করে, আশা হারিয়ে আবার ঘুরে দাঁড়ায়। আপনারা আশা হারাবেন না। দোয়া করেন, ভারত যেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় ব্যবধানে জেতে। এই ম্যাচে আমরা ভারতকে সমর্থন দেব।’