ফাইনালে মাঠে নামতে রাজি হয়নি দুই দল, ট্রফিও দেয়নি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি বার্বাডোজএক্স

ফাইনালের সব আয়োজনই সম্পন্ন ছিল। দুই দল প্রস্তুতিও সেরে রেখেছিল। ত্রিনিদাদের টারুবায় ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতা সুপার৫০ কাপের ফাইনালে বার্বাডোজ ও জ্যামাইকার লড়াই দেখতে গিয়েছিলেন কিছু দর্শক। কিন্তু ক্রিকেটের চিরকালীন দুঃখের নাম হয়ে থাকা বৃষ্টি এই ম্যাচেও বাগড়া দিতে হাজির!

বৃষ্টির কারণেই ৫০–৫০ এক শ ওভারের ফাইনাল পরিণত হয় টি–টোয়েন্টি ম্যাচে। কিন্তু এরপরই শুরু হয় অন্য নাটক। দুই দলই টস করতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ হিসেবে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয় সামনে আনা হয়। এ ঘটনায় শেষ পর্যন্ত ট্রফি ভাগাভাগি করার বদলে কাউকেই না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিয়ীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।

গতকাল স্থানীয় সময় বেলা ১টায় বার্বাডোজ–জ্যামাইকার ফাইনাল শুরু করার কথা ছিল। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে পিছিয়ে যায় খেলা। বিকেল ৫টা ৪৫ মিনিটে ম্যাচ অফিশিয়য়ালদের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে শুরু হবে খেলা আর টস হবে সন্ধ্যা ৬টায়। কিন্তু কোনো দলের অধিনায়কই টস করতে যাননি।

আরও পড়ুন

এদিনের পুরো ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে সিডব্লুআই। তারা জানায়, আম্পায়ার ও ম্যাচ রেফারির কাছ থেকে খেলার জন্য পরিবেশ উপযুক্ত হওয়ার নিশ্চয়তা পাওয়া সত্ত্বেও দুই অধিনায়ক টস করতে যেতে অস্বীকৃতি জানান। খেলা শুরুর জন্য নির্ধারিত সময়ের মধ্যে দুই দল মাঠে আসতে ব্যর্থ হওয়ায় কাউকেই চ্যাম্পিয়ন ঘোষণা না করার সিদ্ধান্ত নেয় আয়োজকেরা।

সুপার৫০ কাপের নিয়ম বলছে, ফাইনাল ম্যাচ যদি টাই, ফলহীন কিংবা পরিত্যক্ত হয়, তাহলে দুই দলকেই একসঙ্গে জয়ী ঘোষণা করা হবে। কিন্তু দুই দল যেহেতু মাঠেই যেতে চায়নি, তাই কাউকেই ট্রফি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃষ্টির কারণেই ৫০–৫০ এক শ ওভারের ফাইনাল পরিণত হয় টি–টোয়েন্টি ম্যাচে। কিন্তু এরপরও খেলতে নামেনি কোনো দল
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

এ বছরের প্রতিযোগিতায় বিজয়ী দলের ১ লাখ ডলার (১ কোটি ১৮ লাখ টাকা) এবং রানার্সআপ দলের ৫০ হাজার ডলার (৫৯ লাখ টাকা) পাওয়ার কথা ছিল। কিন্তু এবার সেই অর্থ পুরস্কার কোনো দলই পাচ্ছে না।

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ১৯৭২–৭৩ মৌসুম থেকে হয়ে আসছে। এটি ছিল ৫০তম আসর। এর আগে চারবার যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার নজির আছে। কিন্তু কোনো দলকেই শিরোপাজয়ী ঘোষণা না করার ঘটনা এটাই প্রথম।