দেজা ভ্যু—শেষ ওভারে দরকার ৮ রান, শেষ বলে ১, ব্যাটে লাগেনি বল, সিঙ্গেল, জয়!
দেজা ভ্যু বুঝি একেই বলে!
১৯৪৮ সালের ২০ ডিসেম্বর ডারবানে যাঁরা দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড টেস্টটি দেখেছিলেন, তাঁদের কেউ আজ ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটি দেখে থাকলে তাঁদের কাছে দেজা ভ্যুর মতোই লেগেছে! মানে এমনটা তারা আগেও দেখেছেন বলেই মনে হওয়ার কথা!
৭৫ বছর আগে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ বলে টেস্ট জিতেছিল ইংল্যান্ড। আজ ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া নিউজিল্যান্ডের জয়টিও শেষ বলে! ১৪৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শেষ বলে ম্যাচ জয়ের দ্বিতীয় ঘটনা এটি।
শেষ বলে জয়ের মিল তো আছেই, ক্রাইস্টচার্চ টেস্টের মিল আছে ডারবান টেস্টের শেষ ওভারের সঙ্গেও। ডারবানে ম্যাচের শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ড খেলতে নেমেছিল ১২৮ রানের লক্ষ্য নিয়ে। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ৮ রান। কী অদ্ভুত মিল! আজ ক্রাইস্টচার্চেও নিউজিল্যান্ডকে জিততে হলে শেষ ওভারে ৮ রান করতে হতো।
মিলের শেষ এখানেই নয়। ডারবানের সেই ম্যাচের মতো ক্রাইস্টচার্চেও রান তাড়া করা দলের শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১ রান।
ডারবানের সেই ম্যাচে শেষ বলে ব্যাটে বল লাগাতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যান ক্লিফ গ্লাডউইন (তখন ৮ বলে ওভার ছিল)। এখানেও তাই—শেষ বলে আসিতা ফার্নান্দোর বাউন্সারটি ব্যাটে আনতে পারেননি নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।
বল ব্যাটে না লাগলেও দৌড় লাগান উইলিয়ামসন। শ্রীলঙ্কার উইকেটকিপার নিরোশান ডিকভেলা বল হাতে নিয়ে স্ট্রাইক প্রান্তে স্টাম্প ভাঙতে থ্রো করেছিলেন, কিন্তু হয়নি। বোলার আসিতা বল তুলে নিয়ে থ্রো করেন ননস্ট্রাইক প্রান্তে। ভেঙে যায় স্টাম্প। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে উইলিয়ামসনকে নটআউট ঘোষণা করেন। ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড।
৭৫ বছর আগে শেষ বলে জেতা টেস্টের সঙ্গে আজ ক্রাইস্টচার্চে শেষ বলে জেতা টেস্টের এত এত মিল। দেজা ভ্যু না হয়ে উপায় কী!