রোহিতের ২০০তম ছক্কায় মোস্তাফিজ, ৫০০তম ছক্কায় মাহমুদউল্লাহ, ৬০০তম ছক্কায় লিটল
আয়ারল্যান্ড সর্বসাকুল্যে তুলেছিল ৯৬। রোহিত শর্মা একাই করেছেন ৩৭ বলে ৫২। তারপর অবশ্য কাঁধের ব্যথায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন। কিন্তু এর আগেই কয়েকটি মাইলফলকের দেখা পান রোহিত।
টি–টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডে (৪২) রোহিত গতকাল পেছনে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনিকে। মাহেলা জয়াবর্ধনে ও বিরাট কোহলির পর টি–টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় খেলোয়াড় হিসেবে পেয়েছেন ১ হাজার রানের মাইলফলকের দেখাও। শুধু কি তাই? আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রানের মাইলফলকও টপকেছেন রোহিত। ছেলেদের এই সংস্করণে বিরাট কোহলির পর দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিতের। তিনে পাকিস্তানের বাবর আজম।
তবে ভারত অধিনায়ক রোহিত একটি জায়গায় প্রথম। সেটি ছক্কা মারায়।
নিউইয়র্কে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের ৮ উইকেটে জয়ের ম্যাচে দশম ওভারে রিটায়ার্ড হার্ট হন রোহিত। এর আগে নবম ওভারে আইরিশ পেসার জশ লিটলকে টানা দুই ছক্কা মারেন। শেষের ছক্কাটি মারেন ফাইন লেগের ওপর দিয়ে এবং সেটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ৬০০তম ছক্কা! প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন সংস্করণ মিলিয়ে এই মাইলফলকের দেখা পেলেন রোহিত।
এই পথে রোহিত বেশ আগেই পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলকে। ৪৮৩ ম্যাচে ৫৫১ ইনিংসে ৫৫৩ ছক্কা মেরে দুইয়ে ‘ইউনিভার্স বস’। ৪৭৩ ম্যাচে ৪৯৯ ইনিংসে ৬০০ ছক্কা নিয়ে শীর্ষে রোহিত। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০–এর বেশি ছক্কা মারার কীর্তি শুধু এ দুজনেরই—ইউনিভার্স বস ও হিটম্যান!
শহীদ আফ্রিদি এ তালিকায় তৃতীয়। ৫২৪ ম্যাচে মোট ৫০৮ ইনিংসে ৪৭৬ ছক্কা মেরেছেন পাকিস্তান কিংবদন্তি। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৪০০–এর বেশি ছক্কা আছে শুধু এই তিন ব্যাটসম্যানের। বাকিরা এর নিচে। কিন্তু কত নিচে—এ প্রশ্নে উঠে আসতে পারে বাংলাদেশের প্রসঙ্গও।
আচ্ছা, আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কে? তামিম ইকবাল। ৩৯১ ম্যাচে ৪৫২ ইনিংসে ১৮৯ ছক্কা মেরেছেন তামিম। দ্বিতীয় মাহমুদউল্লাহ। ৪১৩ ম্যাচে মোট ৪১৬ ইনিংসে তামিমের চেয়ে একটি ছক্কা কম মেরেছেন মাহমুদউল্লাহ—১৮৮। হার্শেল গিবস, ম্যাথু হেইডেন, কুমার সাঙ্গাকারা, বাবর আজমের মতো ক্রিকেটাররা ছক্কা মারায় তামিম–মাহমুদউল্লাহর চেয়ে পিছিয়ে। ৪৬১ ম্যাচে মোট ৫০৯ ইনিংসে ১৭১ ছক্কা নিয়ে বাংলাদেশের মধ্যে তৃতীয় মুশফিকুর রহিম। তারপরই সাকিব আল হাসান। ৪৩৬ ম্যাচে ৪৭৭ ইনিংসে ১৩৩ ছক্কা নিয়ে চারে সাকিব।
রোহিত ৬০০ ছক্কার মধ্যে ১৯৩টি মেরেছেন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে। এ সংস্করণে রোহিতের ছক্কাসংখ্যাই সর্বোচ্চ। ১৭৩ ছক্কা নিয়ে দুইয়ে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ওয়ানডেতে ছক্কা মারায় শীর্ষ তিনে আছেন রোহিত। ২৫৪ ইনিংসে মেরেছেন ৩২৩ ছক্কা। ৩৩১ ছক্কা নিয়ে দুইয়ে গেইল এবং ৩৫১ ছক্কা নিয়ে শীর্ষে আফ্রিদি। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খুব বেশি টেস্ট খেলেননি রোহিত। ৫৯ টেস্টে ১০১ ইনিংসে তাঁর ছক্কাসংখ্যা ৮৪টি। টেস্টে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় ১২তম ভারত অধিনায়ক। ১৮৫ ইনিংসে ১২৮ ছক্কা নিয়ে এ তালিকায় শীর্ষে ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস।
আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের প্রথম ছক্কা এই টি–টোয়েন্টি বিশ্বকাপেই। ২০০৭ সালে প্রথম আসরে ডারবানে দক্ষিণ আফ্রিকার পেসার ইয়োহান ফন ডার ওয়াথের বলে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কাযাত্রার শুরু করেছিলেন রোহিত। ৭ বছর পর ২০১৪ সালে ইডেন গার্ডেনসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ২৬৪ রানের সেই মহাকাব্যিক ইনিংস খেলার পথে স্পিনার সেকুগে প্রসন্নর বলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১০০তম ছক্কার দেখা পান রোহিত। তিন বছর পর ২০১৭ সালে বার্মিংহামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের বলে দেখা পান ২০০তম ছক্কার।
রোহিতের ৩০০তম ছক্কায় জড়িয়ে পাকিস্তানের নাম। ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানের স্পিনার শাদাব খানের বলে পান আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০০তম ছক্কার দেখা। পরের বছর ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেলের বলে পান ৪০০তম ছক্কা। ২০২২ সালে ভারতের বাংলাদেশ সফরে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০তম ছক্কার দেখা পান রোহিত। সেটি ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে মাহমুদউল্লাহর বলে।
রোহিত তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৭৯ ম্যাচে ৮৬ ইনিংসে ১২৪টি ছক্কা। এই একটি দলের বিপক্ষেই ১০০–এর বেশি ছক্কা মেরেছেন ভারতীয় ওপেনার। ৬৫ ম্যাচে ৬৪ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৮৮ ছক্কা মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তৃতীয় সর্বোচ্চ ৭৮ ছক্কা মেরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ৭৮ ম্যাচে, ৭৯ ইনিংসে। বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচে ৩২ ইনিংসে ৪৯ ছক্কা মেরেছেন রোহিত।
টি–টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ছক্বা মারায় দ্বিতীয় রোহিত। ৩৩ ম্যাচে ৩১ ইনিংসে সর্বোচ্চ ৬৩ ছক্কা মেরেছেন গেইল। শুধু তাঁরই ৫০টির বেশি ছক্কা আছে টি–টোয়েন্টি বিশ্বকাপে। ৪০ ম্যাচে ৩৭ ইনিংসে ৩৮ ছক্কায় দুইয়ে রোহিত। ২৮ ম্যাচে ২৭ ইনিংসে ৩৩ ছক্কা নিয়ে তৃতীয় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।