২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আইপিএল নিলামের সবচেয়ে দামি ৫

আইপিএলের ইতিহাসে আজ সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ভেঙে দিয়েছিলেন গত মৌসুমে স্যাম কারেনের রেকর্ড। তবে কামিন্সের সে রেকর্ড বেশিক্ষণ টিকতে দেননি মিচেল স্টার্ক। ঐতিহাসিক দিনে নেওয়া যাক আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ৫ খেলোয়াড়কে—

৫. বেন স্টোকস

১৬ কোটি ২৫ লাখ

চেন্নাই সুপার কিংস, ২০২৩

ইংল্যান্ড অলরাউন্ডার ও টেস্ট অধিনায়কের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। সানরাইজার্স হায়দরাবাদ, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও চেন্নাইয়ের ত্রিমুখী লড়াইয়ের পর তাঁকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কেনে চেন্নাই। তবে ২০২৩ সালে সর্বোচ্চ দামি দুজন খেলোয়াড়ের ভেতরে ছিলেন না তিনি। অবশ্য চোটের কারণে গত মৌসুমে মাত্র ২ ম্যাচ খেলেন স্টোকস। এ মৌসুমের আগে চেন্নাই ছেড়ে দেয় তাঁকে। এবার আইপিএলের নিলামে নিজেকে তোলেননি স্টোকস।

৪. ক্যামেরন গ্রিন

১৭ কোটি ৫০ লাখ

মুম্বাই ইন্ডিয়ানস, ২০২৩

গত মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় ছিলেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাঁকে কেনে মুম্বাই। এবার নিলামের আগেই তাঁকে বেঙ্গালুরুর কাছে বিক্রি করে দিয়েছে তারা।

কামিন্সের আগে সবচেয়ে দামি ছিলেন কারেন
বিসিসিআই

৩. স্যাম কারেন

১৮ কোটি ৫০ লাখ

পাঞ্জাব কিংস, ২০২৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও টুর্নামেন্ট–সেরা হয়ে নিলামে এসেছিলেন কারেন। তাঁরও ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তাঁকে নিয়ে মুম্বাইয়ের সঙ্গে লড়াই ছিল পাঞ্জাবের। শেষ পর্যন্ত ১৮ কোটি ৫০ লাখ রুপিতে তাঁকে দলে ভেড়ায় পাঞ্জাব, যেটি ছিল আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ। শুধু নিলামই নয়, সব মিলিয়েই আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হয়ে যান তিনি।

আরও পড়ুন

২. প্যাট কামিন্স

২০ কোটি ৫০ লাখ

সানরাইজার্স হায়দরাবাদ, ২০২৪

জাতীয় দলের জন্য গতবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন কামিন্স। এরপর জেতেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ইংল্যান্ডে গিয়ে অ্যাশেজ ধরে রাখা দলকেও নেতৃত্ব দেন। সর্বশেষ ভারতের মাটিতেই অস্ট্রেলিয়াকে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা জয়ে নেতৃত্ব দেন এ পেসার। ভারতে এবার তিনি ফিরছেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে।

আইপিএলের দামি পাঁচ
গ্রাফিকস : মো. মাহাফুজার রহমান

১. মিচেল স্টার্ক

২৪ কোটি ৭৫ লাখ

কলকাতা নাইট রাইডার্স, ২০২৪

আজই আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন কামিন্স। তবে অস্ট্রেলিয়া অধিনায়কের সে রেকর্ড বেশিক্ষণ টিকতে দেননি মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান পেসারকে কিনে নিয়েছে কলকাতা। তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। শেষ পর্যন্ত গুজরাট টাইটানসের সঙ্গে তুমুল লড়াইয়ের পর নতুন ইতিহাস গড়ে কলকাতা।

আরও পড়ুন