ক্যাচ ধরতে ধরতে যা প্রথম দেখল বাংলাদেশ
চেন্নাই টেস্টে ভারতের প্রথম ইনিংসের স্কোরবোর্ডে তাকিয়ে কেউ কেউ ব্যাপারটি হয়তো ধরতে পেরেছেন। আউট হওয়া ১০ ব্যাটসম্যানের সবাই ক্যাচ দিয়েছেন। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশের বিপক্ষে টেস্টে কোনো দলের একটি ইনিংসে সবার ক্যাচ দিয়ে আউট হওয়ার এটাই প্রথম নজির কি না?
উত্তর হলো, হ্যাঁ। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের ইনিংসে সব ব্যাটসম্যানের ক্যাচ দিয়ে আউট হওয়ার এটাই প্রথম নজির। তবে ঘরের মাঠে টেস্টে এক ইনিংসে ভারতের সব ব্যাটসম্যানের ক্যাচ দিয়ে আউট হওয়ার এটি চতুর্থ ঘটনা।
ঘরের মাঠে ভারতের ব্যাটসম্যানরা প্রথম এমন কিছুর শিকার হন ১৯৮৮ সালে হায়দরাবাদ টেস্টে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে ভারতের প্রথম ইনিংসে ১০ জন ব্যাটসম্যানই ক্যাচ দিয়ে আউট হন। ১৩ বছর পর ২০০১ সালে ওয়াংখেড়ে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ১০ জন ব্যাটসম্যানই ক্যাচ দিয়ে আউট হন। এবারও সেই প্রথম ইনিংসেই।
এরপর দুই দশক ঘরের মাঠে এমন কিছু দেখেনি ভারত। ২০২১ সালে চেন্নাইয়ের এই চিদাম্বরম স্টেডিয়ামেই ইংল্যান্ডের বিপক্ষে ফিরে আসে ক্যাচময় ইনিংস। এবারও ভারতের প্রথম ইনিংসে ১০ জন ক্যাচ দিয়ে আউট হন। তারপর আজ একই নজির দেখা গেল। নাজমুল একাই নিয়েছেন তিনটি ক্যাচ। আর উইকেটকিপার লিটন দাস নিয়েছেন চারটি ক্যাচ।
তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশ একবারই এমন ঘটনার শিকার হয়েছে। সেটি অবশ্য এই টেস্ট সংস্করণেই। ২০২১ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন বাংলাদেশের ১০ ব্যাটসম্যান। হ্যাঁ, ভারতের মতো সেটাও ছিল ওই টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস।