- স্বাগতম!
- কে এই অকশনার
- আজ নিলামে কতজন?
- যেভাবে পাঞ্জাবে অর্শদীপ
- রাবাদার নতুন দল
- রেকর্ড!
- ইতিহাস গড়লেন পন্ত
- মোহাম্মদ শামি এবার সানরাইজার্স হায়দরাবাদে
- মিলারের নতুন ঘর লক্ষ্ণৌ
- যুজবেন্দ্র চাহালের দাম ১৮ কোটি রুপি
- সিরাজ এবার গুজরাটে
- লিয়াম লিভিংস্টোন
- ব্রুক গেলেন দিল্লিতে, পাড়িক্কল আনসোল্ড
- কনওয়ে চেন্নাইতে, মার্করাম লক্ষ্ণৌতে
- ওয়ার্নার অবিক্রিত
- রবীন্দ্র থাকছেন চেন্নাইতেই
- ঘরে ফিরলেন অশ্বিন
- ভেঙ্কাটেশ আইয়ারের দাম উঠল ২৩ কোটি ৭৫ লাখ
- পাঞ্জাবে ফিরলেন ম্যাক্সওয়েল, ডি কক কলকাতায়
- পেসারদের চড়া দাম
- আগামীকাল নিলাম শুরু ৪টায়
- পন্তের দাম ‘কিছুটা বেশি’, তবু খুশি লক্ষ্ণৌ
- আজ সবার আগে নিলামে উঠবেন যে ৭ জন
- কেইন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস দল পেলেন না
- রোভম্যান পাওয়েল কলকাতায়, ডু প্লেসি দিল্লিতে
- বিক্রি হলেন না তিন ভারতীয় ব্যাটসম্যান
- ৩ কোটি ২০ লাখে ওয়াশিংটন সুন্দর গুজরাটে
- ৭ কোটিতে পাঞ্জাবে মার্কো ইয়ানসেন, ৫ কোটি ৭৫ লাখে বেঙ্গালুরুতে ক্রুনাল পান্ডিয়া
- জশ ইংলিসের দাম ২ কোটি ৬০ লাখ, নীতীশ রানার ৪ কোটি ২০ লাখ
- ১০ কোটি ৭৫ লাখে বেঙ্গালুরুতে ভুবনেশ্বর কুমার
- ৮ কোটি দাম মুকেশ কুমারের, পেল দিল্লি
- দীপক চাহার ৯ কোটি ২৫ লাখে মুম্বাইয়ে
- ৪ কোটি ৮০ লাখে মুম্বাইয়ে আল্লাহ গজনফর
- চেন্নাইয়ে ইনিংসে ১০ উইকেট নেওয়া অংশুল কম্বোজ
- গোপালগঞ্জের সাকিবকে কেনেনি কোন দল
- মঈন আলীকে নিল না কোনো দল
- মোস্তাফিজ ও রিশাদকে নিল না কোনো দল
- ৩০ লাখ রুপি থেকে ২.২০ কোটি রুপি!
- স্টিভেন স্মিথ অবিক্রিত
- রাজাকেও নিল না কোনো দল
- ভিত্তি মূল্যে বিক্রি স্যান্টনার
- ফারুকি রাজস্থানে
- ৩০ লাখ রুপি থেকে দাম উঠল ৩ কোটি ৮০ লাখ রুপি!
- শেষ হলো ২০২৫ আইপিএলের নিলাম
স্বাগতম!
২০২৫ আইপিএল মেগা নিলামের সরাসরি ধারাবিবরণীতে সবাইকে স্বাগত। কীভাবে হবে এবারের নিলাম জানতে পড়ুন...
কে এই অকশনার
যার হাতুড়ির নিচে বিশ্বের বড় বড় ক্রিকেটারের ভাগ্য নির্ভর করছে...
আজ নিলামে কতজন?
দুইদিনে মোট নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। তবে আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। সংখ্যাটা কম হলেও অনেক বড় বড় নামকে আজ নিলামে তোলা হবে। কার দাম উঠতে পারে সবচেয়ে বেশি?
যেভাবে পাঞ্জাবে অর্শদীপ
১৮ কোটি রুপিতে অর্শদীপকে কিনে নিল তাঁর পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাঁকে কিনেছে পাঞ্জাব।
রাইট টু ম্যাচ কার্ড কী জানতে হলে পড়ুন...
রাবাদার নতুন দল
কাগিসো রাবাদাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটানস।
রেকর্ড!
মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দিলেন শ্রেয়াস আইয়ার। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন স্টার্ক। গত আইপিএল নিলামে তাঁর নিলামে দাম উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। তবে আজ আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপি রেকর্ড মূল্যে কিনেছে পাঞ্জাব।
গত মৌসুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করা আইয়ারকে রিটেইন করেনি কলকাতা। যদিও নিলামে ৯ কোটি ৭৫ লাখ রুপি পর্যন্ত আইয়ারকে পেতে বিড করেছিল দলটি।
বাটলার গুজরাটে, দিল্লিতে স্টার্ক
১৫ কোটি ৫০ লাখ রুপিতে গুজরাট টাইটানসে জস বাটলার। ৭ মৌসুম ধরে এর আগে রাজস্থানে খেলেছেন বাটলার।
গত মৌসুমের সবচেয়ে দামী ক্রিকেটার স্টার্ককে কিনেছে দিল্লি ক্যাপিটালস। এবার তাঁর দাম উঠেছে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে।
ইতিহাস গড়লেন পন্ত
আইয়ার বিক্রি হয়েছিলেন ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে। যা ছিল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। তবে এই রেকর্ড টিকল না ৩০ মিনিটও। তাঁর রেকর্ড ভেঙেছেন ঋষভ পন্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ধারণা করা হচ্ছে, এটাই এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম হবে।
মোহাম্মদ শামি এবার সানরাইজার্স হায়দরাবাদে
এই দামে শামি খুশি হবেন তো?
ভারতীয় এই পেসারকে ১০ কোটি রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। চোটের কারণে ২০২৩ বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেননি শামি। প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরেছেন কয়েক দিন হলো।
মিলারের নতুন ঘর লক্ষ্ণৌ
৭ কোটি ৫০ লাখ রুপিতে ডেভিড মিলারকে দলে নিয়েছে লক্ষ্ণৌ।
যুজবেন্দ্র চাহালের দাম ১৮ কোটি রুপি
ফুরিয়ে যাননি চাহাল। অন্তত আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো সেটাই মনে করছে। অনেক কাড়াকাড়ির পর চাহালকে ১৮ কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস।
সিরাজ এবার গুজরাটে
মোহাম্মদ সিরাজকে পেতে গুজরাটের গুনতে হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি। গত ৮ মৌসুম ধরে বেঙ্গালুরুতে খেলেছেন সিরাজ। এবার পেলেন নতুন দল।
লিয়াম লিভিংস্টোন
ইংলিশ এই অলরাউন্ডারকে দলে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁর দাম উঠেছে ৮ কোটি ৭৫ লাখ রুপি।
লোকেশ রাহুলের দাম উঠল ১৪ কোটি
রাহুলের দাম খুব বেশি উঠল না। তাঁকে দিল্লি ক্যাপিটালস পেয়েছে মাত্র ১৪ কোটি রুপিতে। রাহুলতে পেতে ১৩ কোটি ৭৫ লাখ পর্যন্ত উঠেছিল চেন্নাই।
মার্কি খেলোয়াড়দের কার দাম কত
শ্রেয়াস আইয়ার যা বললেন
ব্রুক গেলেন দিল্লিতে, পাড়িক্কল আনসোল্ড
ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুককে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি।
ভারতের তরুণ ব্যাটসম্যান পাড়িক্কল দল পাননি। এবারের নিলামে বিক্রি না হওয়া প্রথম ক্রিকেটার এই বাঁহাতি।
কনওয়ে চেন্নাইতে, মার্করাম লক্ষ্ণৌতে
নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়েকে ধরে রাখল চেন্নাই সুপার কিংস। তাঁকে পেতে খরচ করতে হয়েছে ৬ কোটি ২৫ কোটি রুপি। মার্করামকে ভিত্তিমূল্যে ২ কোটিতে কিনেছে লক্ষ্ণৌ।
ওয়ার্নার অবিক্রিত
আইপিএল কিংবদন্তি ডেভিড ওয়ার্নার থেকে গেলেন অবিক্রিত। তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। জেইক ফ্রেজার–ম্যাগার্কের দাম উঠেছে ৯ কোটি রূপি। তাকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে নিয়েছে তাঁর পুরোনো দল দিল্লি।
ভারতের ব্যাটসমান রাহুল ত্রিপাঠীকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে চেন্নাই। ভারতীয় পেসার হর্শাল প্যাটেলকে ৮ কোটি রূপিতে কিনেছে হায়দরাবাদ।
রবীন্দ্র থাকছেন চেন্নাইতেই
৪ কোটি রুপিতে রাচিন রবীন্দ্রকে কিনেছে তাঁর পুরোনো দল চেন্নাই সুপার কিংস।
ঘরে ফিরলেন অশ্বিন
আবার চেন্নাই সুপার কিংসে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে ফিরে পেতে চেন্নাই খরচ করেছে ৯ কোটি ৭৫ লাখ রুপি। ২০০৯ থেকে ২০১৫ মৌসুম পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছেন অশ্বিন।
ভেঙ্কাটেশ আইয়ারের দাম উঠল ২৩ কোটি ৭৫ লাখ
আইয়ারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে ভালোই লড়াই হয়েছে। শেষ পর্যন্ত এই অলরাউন্ডারকে তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে।
মার্কাস স্টায়নিকে ১১ কোটিতে কিনেছে পাঞ্জাব কিংস। আরেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে পেয়েছে লক্ষ্ণৌ।
পাঞ্জাবে ফিরলেন ম্যাক্সওয়েল, ডি কক কলকাতায়
৪ কোটি ২০ লাখ রুপিতে ম্যাক্সওয়েলকে কিনল পাঞ্জাব। ম্যাক্সওয়েল এর আগে দুই দফায় পাঞ্জাবে খেলেছেন ৫ মৌসুম।
ডি কককে ৩ কোটি ৬০ লাখ রুপিতে নিয়েছে কলকাতা।
বেয়ারস্টো অবিক্রিত, সল্ট বেঙ্গালুরুতে
জনি বেয়ারস্টোর প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। অন্যদিকে ইংল্যান্ডের টি–টোয়েন্টি দলের বর্তমান ওপেনার ফিল সল্টকে কিনতে বেঙ্গালুরু খরচ করেছে ১১ কোটি ৫০ লাখ।
মাত্র ২ কোটি রুপিতে রহমানউল্লাহ গুরবাজকে পেয়ে গেছে কলকাতা।
ঈশান কিষানকে কিনল হায়দরাবাদ, জিতেশ বেঙ্গালুরুতে
দীর্ঘদিন মুম্বাই ইন্ডিয়ানসে খেলা কিষান এবার খেলবেন হায়দরাবাদে। এই উইকেটকিপার ব্যাটসম্যানকে ১১ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে হায়দরাবাদ। ভারতের আরেক উইকেটকিপার ব্যাটসম্যান জিতেশ শর্মাকে ১১ কোটি রূপিতে দলে নিয়েছে বেঙ্গালুরু।
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা টেস্টের খবর জানতে চোখ রাখুন...
পেসারদের চড়া দাম
অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডকে কিনতে বিরাট কোহলির বেঙ্গালুরুর খরচ করতে হয়েছে ১২ কোটি ৫০ লাখ রুপি।
ভারতের পেসার প্রসিধ কৃষ্ণাকে ৯ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে গুজরাট। পেসার আবেশ খান বিক্রি হয়েছে ৯ কোটি ৭৫ লাখ রুপিতে। তাঁকে কিনেছে লক্ষ্ণৌ। আনরিখ নর্কিয়াকে ৬ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে কলকাতা।
ইংল্যান্ড পেসার জফরা আর্চারকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। ভারতীয় বাঁহাতি পেসার খলিল আহমেদ গেছেন চেন্নাইয়ে। তাঁর দাম উঠেছে ৪ কোটি ৮০ লাখ রুপি।
ভারতীয় পেসার নটরাজনকে কিনেছে দিল্লি। এই বাঁহাতি পেসারের দাম উঠেছে ১০ কোটি ৭৫ লাখ রুপি। কিউই পেসার ট্রেন্ট বোল্টকে কিনতে মুম্বাই ইন্ডিয়ানসের খরচ হয়েছে ১২ কোটি ৫০ লাখ।
তারকা স্পিনাররা কে কোথায়
মহীশ তিকশানা ও ওয়ানিন্দু হাসারঙ্গা দুজনকেই কিনেছে রাজস্থান। থিকশানাকে পেতে খরচ করতে হয়েছে ৪ কোটি ৪০ লাখ ও হাসারাঙ্গার জন্য ৫ কোটি ২৫ লাখ রুপি।
নূর আহমেদকে ১০ কোটি রুপিতে কিনেছে চেন্নাই। দুই লেগ স্পিনার রাহুল চাহার (৩ কোটি ২০ লাখ) ও অ্যাডাম জাম্পাকে (২ কোটি ৪০ লাখ) দলে নিয়েছে হায়দরাবাদ।
৮ কোটি ৪০ লাখ রুপি থেকে ৯৫ লাখ
১৯ বছর বয়সী অংক্রিশ রঘুবংশীকে ৩ কোটি রুপিতে কিনেছে কলকাতা। গত মৌসুমে ৮ কোটি রুপির বেশি পাওয়া সামির রিজভিকে এবার মাত্র ৯৫ লাখ রুপিতে কিনেছে দিল্লি। ব্যাটসম্যান অভিনব মনোহরকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে হায়দরাবাদ।
ভারতের আরেক তরুণ ব্যাটসম্যান নামান ধিরকে পেতে ৫ কোটি ২৫ লাখ রুপি খরচ করেছে তাঁর পুরোনো দল মুম্বাই। ভারতীয় হার্ড হিটার ব্যাটসম্যান আবদুল সামাদকে কিনেছে লক্ষ্ণৌ। তাঁর দাম উঠেছে ৪ কোটি ২০ লাখ।
আগামীকাল নিলাম শুরু ৪টায়
সৌদি আরবের জেদ্দায় ২০২৫ আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে আজ খেলোয়াড় বিক্রি হয়েছে মোট ৭২ জন। খেলোয়াড় কেনার পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ব্যয় করেছে ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি। দুবার ভেঙেছে আইপিএলের সবচেয়ে বেশি দামের রেকর্ড। চমক দেখিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।
প্রথমে মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দেন শ্রেয়াস আইয়ার। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন স্টার্ক। গত আইপিএল নিলামে তাঁর নিলামে দাম উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। তবে আজ আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপি রেকর্ড মূল্যে কিনেছে পাঞ্জাব।
আইয়ারের রেকর্ড খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট বিশেক পর তাঁর রেকর্ড ভেঙে আইপিএলে সবচেয়ে বেশি দামের খেলোয়াড় হয়ে যান ঋষভ পন্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
ভেঙ্কাটেশ আইয়ারের দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ
আইয়ারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে ভালোই লড়াই হয়েছে। শেষ পর্যন্ত এই অলরাউন্ডারকে তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে।
আগামীকাল নিলাম শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
পন্তের দাম ‘কিছুটা বেশি’, তবু খুশি লক্ষ্ণৌ
আইপিএল মেগা নিলামের প্রথম দিনের বড় খবর ঋষভ পন্তের দাম। বাঁহাতি উইকেটকিপার–ব্যাটসম্যানকে ২৭ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এবার তো বটেই, আইপিএল ইতিহাসেই এটি সর্বোচ্চ দাম।
অনেকের মতো লক্ষ্ণৌ সুপার জায়ান্টস মালিক সঞ্জীন গোয়েঙ্কারও মনে হচ্ছে পন্তের দাম একটু বেশিই হয়েছে, ‘তাঁকে নেব, এটা আমাদের পরিকল্পনাতেই ছিল। ঋষভের জন্য আমাদের বরাদ্দ ছিল। হ্যাঁ, ২৭ কোটি রুপি কিছুটা বেশিই। তবে তাঁকে নিতে পেরে আমরা খুশি। সে দুর্দান্ত খেলোয়াড়, ম্যাচ–উইনার।’
আজ সবার আগে নিলামে উঠবেন যে ৭ জন
আইপিএল মেগা নিলামের আজ দ্বিতীয় দিন। শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। আজ সবার আগে নিলামে তোলা হবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা অভিজ্ঞ ৭ ব্যাটসম্যানকে—মায়াঙ্ক আগারওয়াল, ফাফ ডু প্লেসি, গ্লেন ফিলিপস, রোভম্যান পাওয়েল, আজিঙ্কা রাহানে, পৃথ্বী শ ও কেইন উইলিয়ামসন। সবচেয়ে বেশি চোখ থাকবে সম্ভবত দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ দু প্লেসির ওপর। গত দুই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব করা এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে এবার ছেড়ে দিয়েছে তাঁর দল। এ বছরের শুরুতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংসের অধিনায়কত্ব করেছেন ডু প্লেসি। ৪০ পেরোনো এই ব্যাটসম্যান তাঁর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানও করেছিলেন। দেখা যাক নিলামে তাঁর প্রতি কেমন আগ্রহ দেখায় আইপিএলের দলগুলো।
কেইন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস দল পেলেন না
বিক্রি হলেন না সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। কোনো দল নেয়নি তাঁকে। নেয়নি গ্লেন ফিলিপসকেও।
রোভম্যান পাওয়েল কলকাতায়, ডু প্লেসি দিল্লিতে
ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান রোভম্যান পাওয়েলকে ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স, ফাফ ডু প্লেসি ২ কোটিকে বিক্রি হলেন দিল্লি ক্যাপিটালসে।
বিক্রি হলেন না তিন ভারতীয় ব্যাটসম্যান
কোনো দল নেয়নি আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শকে।
৩ কোটি ২০ লাখে ওয়াশিংটন সুন্দর গুজরাটে
ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের জন্য লড়াইয়ে নেমেছিল গুজরাট টাইটানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কিছুক্ষণ দামাদামির পর ৩ কোটি ২০ লাখেই সুন্দরকে পেয়ে গেছে গুজরাট।
২ কোটি ৪০ লাখে স্যাম কারেনকে কিনেছে চেন্নাই সুপার কিংস। ২০২৩ আইপিএলের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন কারেন। তখন তাঁর দাম ছিল ১৮ কোটি ৫০ লাখ, কিনেছিল প্রীতি জিনতার পাঞ্জাব কিংস।
৭ কোটিতে পাঞ্জাবে মার্কো ইয়ানসেন, ৫ কোটি ৭৫ লাখে বেঙ্গালুরুতে ক্রুনাল পান্ডিয়া
ভিত্তি মূল্য ছিল ১ কোটি ২৫ লাখ রুপি। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে পেতে আগ্রহী হয়েছিল মুম্বাই, পাঞ্জাব ও গুজরাট। শেষ পর্যন্ত ৭ কোটিতে ইয়ানসেনকে পেয়েছে পাঞ্জাব। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত সবচেয়ে দামে বিক্রি হওয়া খেলোয়াড় ইয়ানসেনই।
২ কোটি ভিত্তি মূল্যের ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে ৫ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
জশ ইংলিসের দাম ২ কোটি ৬০ লাখ, নীতীশ রানার ৪ কোটি ২০ লাখ
জশ ইংলিসকে ২ কোটি ৬০ লাখে কিনেছে পাঞ্জাব কিংস, ১ কোটি ৫০ লাখ ভিত্তি মূল্যের নীতীশ রানাকে শেষ পর্যন্ত ৪ কোটি ২০ লাখে কিনেছে রাজস্থান রয়্যালস।
১০ কোটি ৭৫ লাখে বেঙ্গালুরুতে ভুবনেশ্বর কুমার
ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারকে পেতে শুরু থেকে লড়াইয়ে নামে মুম্বাই ইন্ডিয়ানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দুই দলের দামাদামিতে এক সময় ১০ কোটি ছাড়িয়ে যায় ভুবনেশ্বরের দাম। সেই সময় হঠাৎই আগ্রহী হয়ে ওঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০ কোটি ৭৫ লাখ দাম বলে তারা, যেটা আর বাড়ায়নি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি। ভুবিকে পায় আরসিবি।
দ্বিতীয় দিনের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যান ভুবনেশ্বর কুমার।
৮ কোটি দাম মুকেশ কুমারের, পেল দিল্লি
ভারতীয় পেসার মুকেশ কুমারের জন্য ৬ কোটি ৫০ লাখ দাম বলেছিল পাঞ্জাব কিংস। তখন আরটিএম কার্ড ব্যবহার করতে চায় মুকেশের সাবেক দল দিল্লি। আর একবার দাম বাড়ানোর সুযোগ পায় পাঞ্জাব। ৮ কোটি দাম বলে তারা। শেষ পর্যন্ত আরটিএম কার্ড দিয়ে ৮ কোটিতে মুকেশকে কিনে নেয় দিল্লি।
দীপক চাহার ৯ কোটি ২৫ লাখে মুম্বাইয়ে
৩২ বছর বয়সী ভারতীয় পেসার দীপক চাহারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি। তাঁকে পাওয়ার লড়াইয়ে নেমেছিল শুরুতে মুম্বাই, পাঞ্জাব এবং পরে চেন্নাইও। শেষ পর্যন্ত ৯ কোটি ২৫ লাখে চাহারকে কিনেছে মুম্বাই।
আকাশদীপকে ৮ কোটিতে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
৪ কোটি ৮০ লাখে মুম্বাইয়ে আল্লাহ গজনফর
কিছুদিন আগেই গজনফর–ধাঁধায় পড়ে আফগানিস্তানের কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য ভাবে হেরেছিল বাংলাদেশ। সেই আল্লাহ গজনফর এবার আইপিএল নিলামেও করলেন বাজিমাত। ৭৫ লাখ ভিত্তি মূল্যের এই আফগান রহস্য-স্পিনারকে নিয়ে বেশ কাড়াকাড়ি করেছে দলগুলো। শেষ পর্যন্ত ৪ কোটি ৮০ লাখে তাঁকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস।
চেন্নাইয়ে ইনিংসে ১০ উইকেট নেওয়া অংশুল কম্বোজ
এ মাসেই রঞ্জি ট্রফিতে কেরালার বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন হরিয়ানার মিডিয়াম পেসার অংশুল কম্বোজ। সেই অংশুলকে পেতে লড়াইয়ে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল মুম্বাইয়ে পেছনে ফেলে চেন্নাই।
গোপালগঞ্জের সাকিবকে কেনেনি কোন দল
ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। তবে ‘গোপালগঞ্জের সাকিব’কে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল।
মঈন আলীকে নিল না কোনো দল
দল পেলেন না ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।
মোস্তাফিজ ও রিশাদকে নিল না কোনো দল
বাংলাদেশের ১২ জন খেলোয়াড়ের নাম ছিল এবার আইপিএল নিলামে। সবার আগে নিলামে উঠেছিল মোস্তাফিজের নাম। তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি দল। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলা মোস্তাফিজ অবিক্রিত থাকলেন। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিলামে উঠেছিল রিশাদ হোসেনের নাম। বিগ ব্যাশে দল (হোবার্ট হারিকেনস) পাওয়া রিশাদকে কিনতেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তাঁর ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি।
৩০ লাখ রুপি থেকে ২.২০ কোটি রুপি!
গুরজপনীত সিংকে নিয়ে টানাটানি হলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের মধ্যে। ৩০ লাখ ভিত্তি মূল্য ছিল এই বাঁহাতি পেসারের। শেষ পর্যন্ত চেন্নাই তাঁকে কিনেছে ২.২০ কোটি রুপিতে।
স্টিভেন স্মিথ অবিক্রিত
২ কোটি রুপি ভিত্তি মূল্য ছিল অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথের। তাঁকে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি দল।
রাজাকেও নিল না কোনো দল
জিম্বাবুয়ে তারকা সিকান্দার রাজাকেও কিনল না কোনো দল। তাঁর ভিত্তি মূল্য ছিল ১.২৫ কোটি রুপি।
ভিত্তি মূল্যে বিক্রি স্যান্টনার
নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। মুম্বাই ইন্ডিয়ানস তাঁকে ভিত্তি মূল্যেই কিনতে পেরেছে।
ফারুকি রাজস্থানে
আফগানিস্তান পেসার ফজলহক ফারুকির ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। তাঁকে এই ভিত্তি মূল্যেই কিনতে পেরেছে রাজস্থান রয়্যালস।
৩০ লাখ রুপি থেকে দাম উঠল ৩ কোটি ৮০ লাখ রুপি!
দিল্লির ২৩ বছর বয়সী অলরাউন্ডার প্রিয়াংশ আর্যর ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত তাঁকে ৩ কোটি ৮০ লাখ রুপিতে কিনল পাঞ্জাব কিংস। ফ্র্যাঞ্চাইজির সহমালিক প্রীতি জিনতার মুখে ফুটল হাসি।
ঘরোয়া টি–টোয়েন্টিতে ১১ ম্যাচে প্রিয়াংশের স্ট্রাইক রেট ১৬৭.৯২।
১৩ বছরের বৈভব সূর্যবংশীর দাম ১.১ কোটি রুপি
এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করা ১৩ বছরের বৈভব সূর্যবংশীর নামটা আইপিএল নিলামে থাকাই ছিল বড় চমক। সেই চমক আরও বাড়িয়ে দিয়ে বিহারের এই ক্রিকেটারকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে নিল রাজস্থান রয়্যালস। তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ। রাজস্থানের পাশাপাশি তাকে পাওয়ার লড়াইয়ে নামে দিল্লিও। তবে ১ কোটি পর্যন্ত দাম বলে থেমে যায় দিল্লি। আরও ১০ লাখ বাড়িয়ে বৈভব সূর্যবংশীকে পেয়ে যায় রাজস্থান।
ভারতীয় ক্রিকেটে বৈভব সূর্যবংশীর নামটা বহুবার উচ্চারিত হয়েছে। এই বয়সেই খেলেছে ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছে ৫৮ বলে সেঞ্চুরি, যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।
অবশেষে বিক্রি হলেন মঈন আলী, আবারও অবিক্রিত ডেভিড ওয়ার্নার
দ্বিতীয় দফায়ও কেউ কিনল না সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে। তবে তৃতীয় দফায় দল পেলেন সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তাঁকে ২ কোটি রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারকেও কেনেনি কোনো দল।
শেষ হলো ২০২৫ আইপিএলের নিলাম
শেষবারের মতো কিছু খেলোয়াড়কে নিলামে ডেকে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজি দলগুলো। মোট ১২ জন খেলোয়াড়কে এই চূড়ান্ত ডাকে ফ্র্যাঞ্চাইজিগুলো কিনলেও সেখানে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে ডাকা হয়নি। অর্থাৎ ২০২৫ আইপিএলে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে দেখা যাবে না।
আজ নিলামে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁদের কেনেনি।
১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে খেলোয়াড় কেনায় খরচ করেছে মোট ৬৩৯.১৫ কোটি রুপি। ১৮২ জন খেলোয়াড়কে কেনা হয়েছে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৬২ জন। অবিক্রিত থেকে গেছেন ৩৯৫ জন খেলোয়াড়।
গতকাল নিলামের প্রথম দিনে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্তকে ২৭ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এবারের আইপিএল তো বটেই, এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ইতিহাসেই পন্ত এখন সবচেয়ে দামি খেলোয়াড়।