পান্ডিয়ার দল যেভাবে খেলোয়াড়দের শাস্তি দিচ্ছে

এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ানসআইপিএল

প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে হার, তৃতীয় ম্যাচেও হার—হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ানসের মৌসুম শুরু হয়েছে টানা তিন হারে। গতবার প্লে–অফে খেলা দলটির এমন অবস্থার মধ্যেই সামনে এল শাস্তির খবর। যে শাস্তিটা পেয়েছেন ঈষাণ কিষান, নুয়ান তুষারা, শামস মুলানি আর কুমার কার্তিকিয়া।

চার মুম্বাই ক্রিকেটারের শাস্তিটা হচ্ছে ভ্রমণে জাম্পস্যুট পরা। দলের বাকি সবাই যখন টিম জার্সি পরে হোটেল-এয়ারপোর্ট যাতায়াত করছেন, সাজাপ্রাপ্তদের তখন বিশেষ ধরনের জাম্পস্যুট পরতে হচ্ছে। সেই জাম্পস্যুট আবার সুপারম্যানের পোশাকের আদলে তৈরি। পুরো দলের মধ্যে গুটি কয়েকজনের এমন ‘অস্বাভাবিক পোশাক’ দেখে অনেকেই ঘুরে তাকিয়ে দ্বিতীয়বার দেখছেন, বোঝার চেষ্টা করছেন ঘটনা কী? কৌতূহল মেটাতে মুম্বাই ইন্ডিয়ানসও সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়ে দিচ্ছে, ‘এরা সাজাপ্রাপ্ত।’ কিন্তু সাজাটা কিসের?

সাজাটা বিলম্বের। অনুশীলন সেশন, টিম মিটিংয়ে উপস্থিতি বা টিম বাস ধরার মতো দলীয় কাজে যাঁরা দেরি করেছেন, তাঁদেরই দেওয়া হয়েছে এমন শাস্তি। অন্যদের চেয়ে ভিন্ন পোশাক দেখে সতীর্থরা হাসাহাসি করবে, দর্শক-সমর্থকদের দেখে কী ঘটেছে, জানার আগ্রহ জন্মাবে। একপর্যায়ে সবাই জানবে, দলের কাজে দেরি করেছেন। আর এটিই তাঁদের জন্য শাস্তি।

মুম্বাই ইন্ডিয়ানসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সুপারম্যান আদলের পোশাক পরে হোটেলের কক্ষ থেকে বের হচ্ছেন কিষান, তুষারারা। সতীর্থরা তাঁদের নিয়ে মজা করছেন। তাঁরাও বিষয়টা বেশ হাসিমুখেই গ্রহণ করছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ফিরে এল সাজার পোশাক। দেখুন, কারা এবার দেরিতে এসেছে।’

আরও পড়ুন

‘ফিরে এল’ বলার কারণ মুম্বাই ইন্ডিয়ানসে এমন শাস্তির ধারা চলছে কয়েক বছর ধরেই। গত বছরই যেমন অদ্ভুতুড়ে জাম্পস্যুট পরতে হয়েছিল ক্যামেরন গ্রিন, আকাশ মাধওয়াল ও নেহাল ওয়াধেরাদের। আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নদের দলে এমন নিয়ম চালু আছে ২০১৮ সাল থেকে।

আরও পড়ুন