যেমন হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের একাদশ
ভারতীয় দল পড়েছে এক মধুর সমস্যায়। এত এত বিকল্প, শেষ পর্যন্ত কাকে রেখে কাকে খেলাবেন—এ সিদ্ধান্ত নিতেই হয়তো গলদঘর্ম হতে হবে রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়কে!
ওপেনার শুবমান গিল ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে টিম কম্বিনেশনে পরিবর্তন আসতে পারে। মিডল অর্ডারে দুর্দান্ত খেলতে থাকা ঈশান কিষানকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন একাদশ খেলাবেন রোহিত-দ্রাবিড়?
এমনিতে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে নামার কথা গিলের। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, ম্যাচ খেলার মতো ফিট নন গিল। সে ক্ষেত্রে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে আসবেন ঈশান। মিডল অর্ডারে দুর্দান্ত খেলতে থাকা ঈশানকে দলের প্রয়োজনে আসতে হচ্ছে ওপেনিংয়ে। তিন নম্বরে স্বাভাবিকভাবেই বিরাট কোহলি।
বাঁহাতি ঈশান ওপেনিংয়ে এলে মিডল অর্ডারে একটা জায়গা খালি হচ্ছে। সেই জায়গা নিতে পারেন শ্রেয়াস আইয়ার কিংবা সূর্যকুমার যাদব। দুজনেই আছেন দারুণ ছন্দে। সর্বশেষ অস্ট্রেলিয়ার সিরিজে চোট থেকে ফিরে সেঞ্চুরি পেয়েছিলেন আইয়ার। অন্যদিকে সূর্য সিরিজের প্রথম দুই ওয়ানডেতে পেয়েছিলেন ফিফটি।
আইয়ার যদি একাদশে সুযোগ পান, তাহলে পছন্দের চার নম্বর জায়গাটা তাঁর না–পাওয়ার সম্ভাবনাই বেশি। চার নম্বরে ব্যাটিং করতে পারেন লোকেশ রাহুল। চোট থেকে ফেরার পর এখন পর্যন্ত ৬ ইনিংস ব্যাট করেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। দুটি ফিফটির সঙ্গে একটি সেঞ্চুরিও পেয়েছেন রাহুল।
তাঁর বিকল্প ভাবার সুযোগ নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের। তবে দলের প্রয়োজনে টিম ম্যানেজমেন্ট ব্যাটিং অর্ডার অদলবদল করতেই পারে। অধিনায়ক রোহিত এ জন্য পুরো দলকে আগে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন। তাই সূর্যকুমার কিংবা হার্দিক পান্ডিয়াকেও যদি চার নম্বরে দেখা যায়, তাহলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
এমনিতে ছয় নম্বরে ব্যাট করার কথা হার্দিক পান্ডিয়ার। ভারতীয় দলে অলরাউন্ডার পান্ডিয়ার জায়গাটা নিশ্চিত। ভারতের সহ-অধিনায়কও তিনি। দলে এর পরের নামটা রবীন্দ্র জাদেজার। সাত নম্বরে ব্যাটিং করতে পারেন জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন কিংবা শার্দূল ঠাকুরের মধ্যে যেকোনো একজন দলে সুযোগ পাবেন। সাধারণত চেন্নাইয়ের উইকেট কিছুটা স্পিনসহায়ক। তাই এই ম্যাচে শার্দূলের চেয়ে দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে অশ্বিন। কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরারা তো থাকছেনই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুবমান গিল/ঈশান কিষান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার/সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন/শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।