সেঞ্চুরিতে মন জয় করে নিলেন জাকির

অভিষেক টেস্টেই সেঞ্চুরি পেলেন জাকিরছবি: শামসুল হক

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির সিঁড়িটা একটু খাড়া। গ্যালারির ওপরের সারিতে উঠতে যে কারোর একটু কসরত করতে হয়। তাই মাঠে আসা দর্শকদের অনেকেই নিচের সারিতে বসে খেলা দেখতে চাচ্ছিলেন। কিন্তু নিরাপত্তাকর্মীরা সেটি হতে দিচ্ছিলেন না। মাঝে ব্যারিকেড থাকলেও দর্শক ও ক্রিকেটারের মাঝে দূরত্বটা একটু বাড়ানোর জন্য নিচের সারিতে কাউকে বসতে দেওয়া হচ্ছিল না।

মধ্যাহ্নভোজের বিরতির পর এক শারীরিক প্রতিবন্ধী দর্শক খেলা দেখতে মাঠে আসেন। তাঁর পক্ষে সিঁড়ি ভেঙে ওপরে যাওয়া কঠিন। তাই নিচের সারির চেয়ারেই তিনি বসে পড়লেন। নিরাপত্তাকর্মীদের একজন এসে তাঁকে ওপরে বসতে বললেও তিনি নড়লেন না। পরে অবস্থা বুঝতে পেরে সেই দর্শককে নিচের সারিতেই বসতে দেন নিরাপত্তাকর্মীরা। এরপর এক সেশন সেখানে বসেই পার করেন তিনি।

তাঁকে সে চেয়ার ছাড়তে দেখা গেল চা-বিরতির পর। যখন অক্ষর প্যাটেলের বলে জাকির হাসান সুইপ করে ফাইন লেগ বাউন্ডারিতে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। বলটা সীমানাছাড়া হতে না হতেই সে দর্শক চেয়ার ছেড়ে চলে আসেন ব্যারিকেডে। মোবাইল বের করে জাকিরের সেঞ্চুরির মুহূর্তটা ক্যামেরাবন্দী করেন নিজের শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে।

জাকিরের সেঞ্চুরির মুহূর্তটা ক্যামেরাবন্দী করেন এক শারীরিক প্রতিবন্ধী দর্শক
ছবি: সংগৃহীত
আরও পড়ুন

জাকিরের শূন্যে ওড়া, ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে ধরা, অন্য প্রান্তে থাকা মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরা—সবই মোবাইল ক্যামেরায় বন্দী করে নিতে পেরে খুব খুশি মনে হলো সে দর্শককে। সেঞ্চুরি স্পর্শ করার আগের মুহূর্তটাও ছিল রোমাঞ্চে ঠাসা। ৮৭ রানে অপরাজিত থাকা জাকির নব্বই এর ঘরে পৌঁছেছেন লং অফে বিশাল ছক্কা মেরে। কুলদীপ যাদবের ঝুলিয়ে দেওয়া বলে উড়িয়ে মেরে ৯৩ রানে পৌঁছে যান। একই ওভারে আরও ৩ রান যোগ করায় জাকির পৌঁছে যান ৯৬ রানে।

কুলদীপের সে ওভারের শেষ বলে ডাইভ দিতে গিয়ে ব্যথা পান মুশফিকুর রহিম। সে সময় পানি নিয়ে মাঠে আসেন মুমিনুল হক। ফর্ম হারিয়ে তিনি এখন চট্টগ্রাম টেস্টের একাদশের বাইরে। কিন্তু সতীর্থ যখন সেঞ্চুরির দুয়ারে, মুমিনুল নিজেই পানি নিয়ে দৌড়ে এলেন। সুযোগ বুঝে জাকিরকে কিছু পরামর্শ দিলেন। সাগরিকায় মুমিনুলের সাতটি টেস্ট সেঞ্চুরি। এই মাঠে সেঞ্চুরি করাটা তাঁর চেয়ে ভালো কারও জানার কথা নয়। আর মজার ব্যাপার হচ্ছে, জাকিরের ক্রিকেটীয় আইডলও মুমিনুল।

জাকিরের শতকে মুশফিকের উল্লাস
ছবি: শামসুল হক

মুমিনুলের কথা শুনেই কি না, অক্ষর প্যাটেলের করা পরের ওভারে সেঞ্চুরি তুলে নেন জাকির। ‘নার্ভাস নাইন্টিজ’ বলে যে একটা কথা আছে, সেটা যেন জাকির অনুভবই করছিলেন না! সে ওভারের প্রথম বলটি মিড উইকেটে ঠেলে দিয়েই একবার ফাইন লেগে তাকিয়ে ফিল্ডার দেখে নিলেন। বাঁহাতি স্পিনারের বাঁক খাওয়া বল ভেতরে এলেই সুইপ শটটা খেলবেন, ফিল্ডার ৩০ গজে দেখে সে সিদ্ধান্তটা হয়তো তখনই নিয়ে নিলেন। পরের বলে প্রত্যাশিতভাবেই সুইপ খেললেন, বাউন্ডারিও পেয়ে গেলেন।

শ পাঁচেক দর্শকের পাশাপাশি পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির অভিনন্দনও। ডাগআউটে দাঁড়িয়ে অভিনন্দন জানালেন মুমিনুলও। অভিষেক টেস্টেই এমন পরিণত ব্যাটিংই বোধ হয় কোহলিকে মুগ্ধ করেছে। জাকির ২২৪ বল খেলেছেন, ১২টি চার ও ১টি ছক্কায় ১০০ রান করেছেন।

ইনিংসটিতে জাকিরের স্ট্রাইক রেট ছিল ৪৪। অথচ ইনিংসটি না দেখলে মনে হবে না কতটা আগ্রাসী ছিল জাকিরের শরীরী ভাষা। গতকাল বিকেল থেকেই তিনি ভারতীয় বোলারদের চাপে রেখেছেন সে আগ্রাসন দিয়ে।

আরও পড়ুন

রিকি পন্টিং একটা কথা সব সময় বলেন, ‘টেস্ট ক্রিকেটে বল ছেড়ে খেলেও আগ্রাসন দেখানো যায়। ফ্রন্ট ফুটে গিয়ে একটা বল ছেড়ে খেলে বোলারের চোখে চোখ রেখে বুঝিয়ে দেওয়া যায়, সবকিছু আমার নিয়ন্ত্রণেই আছে।’ আজ জাকিরের ব্যাটিং দেখে তেমনই মনে হয়েছে।

মোহাম্মদ সিরাজের থ্রি-কোয়ার্টার সিম, সুইং ও গতি, উমেশ যাদবের রিভার্স সুইংয়ে তাঁকে একবারও প্রথম টেস্ট খেলা ব্যাটসম্যান বলে মনে হয়নি। রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ তাঁকে জড়াতে চেয়েছেন ঘূর্ণির মায়াজালে, ফেলতে চেয়েছেন ভাসিয়ে দেওয়া বলের মোহে। অক্ষরের ‘ফাস্ট স্পিনও’ তিনি সামলেছেন দক্ষ হাতে। কিন্তু কোনো কিছুই জাকিরের ধৈর্যচ্যুতি ঘটাতে পারেনি।

সে জন্যই হয়তো জাকিরে মুগ্ধ হয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। চট্টগ্রাম টেস্টের প্রতিদিনের খেলা শেষে উইকেট দেখতে মাঠের মাঝখানে আসেন তিনি। আজও এলেন। সে সময় পাশ দিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে আসছিলেন জাকির। দিনের সেঞ্চুরিয়ানকে দেখে উইকেট দেখা বাদ দিয়ে অভিনন্দন জানালেন এই ভারতীয় কিংবদন্তি।

বোঝাই যায়, যাঁরা ইনিংসটি সরাসরি দেখেছেন, তাঁদের মন জয় করে নিয়েছেন জাকির। সেঞ্চুরি তো অনেক রকমেরই হয়। জাকিরের সেঞ্চুরিটি ছিল মন জয় করা সেঞ্চুরি!

আরও পড়ুন