কোহলি–পান্ডিয়া নেই মাঞ্জরেকারের বিশ্বকাপ দলে

কোহলি ও পান্ডিয়া। দুর্দান্ত জুটিতে ম্যাচ জেতানোর পরবিসিসিআই টুইটার

৯ ম্যাচে ৪৩০ রান, গড় ৬১.৪২ স্ট্রাইক রেট ১৪৫.৭৬। এবারের আইপিএলে বিরাট কোহলির পারফরম্যান্স এমন। কোনোদিক থেকেই এটাকে খারাপ বলার সুযোগ নেই। তবে কোহলির ব্যাটিং পজিশনে আছে প্রতিদ্বন্দ্বিতা। আইপিএলের রেকর্ড আমলে নিলে তাঁরা কোহলির থেকে আরও দ্রুতগতিতে রান তুলতে পারেন।

তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে কোহলি জায়গা পাবেন কি না, তা নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। এবারের আইপিএলে পারফর্ম করে অনেকের প্রশ্নের জবাবও দিচ্ছেন তিনি। তবে তাঁর এমন পারফরম্যান্স সবার মন জোগাতে পারছে না। তাঁদের মধ্যে আছেন সঞ্জয় মাঞ্জরেকার। ভারতের এই সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারের বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা পাননি কোহলি। নেই মুম্বাইকে প্রথমবার নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়াও।

মাঞ্জরেকারের স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল। তিন নম্বরে কোহলির জায়গায় মাঞ্জরেকারের পছন্দ রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। চলতি মৌসুমে দারুণ খেলছেন স্যামসন। ৮ ম্যাচে ৬২.৮০ গড়ে রান করেছেন ৩১৪, স্ট্রাইক রেট ১৫২.১৪।

চার নম্বরে খেলবেন সূর্যকুমার যাদব
বিসিসিআই

চার নম্বরে যথারীতি সূর্যকুমার যাদব। স্যামসন থাকার পরও মাঞ্জরেকারের স্কোয়াডে আছেন আরও দুই উইকেটকিপার ব্যাটসম্যান—ঋষভ পন্ত ও লোকেশ রাহুল। ১৫ মাস পর মাঠে ফিরে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে পন্ত ৩৪২ রান করেছেন, গড় ৪৮.৮৫ আর স্ট্রাইক রেট ১৬১.৩২। আইপিএলে এবারের মৌসুমে একমাত্র উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে হয়েছেন দুবার ম্যাচসেরা। রাহুলও ৮ ম্যাচে ৩০২ রান করেছেন।

আরও পড়ুন

অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা, স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। পেসার হিসেবে তাঁর স্কোয়াডে যশপ্রীত বুমরার সঙ্গে আছেন মোহাম্মদ সিরাজ ও আবেশ খান।  এবার আইপিএলে পারফর্ম করা হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদবকেও দলে রেখেছেন মাঞ্জরেকার।

মাঞ্জরেকারের দলে আছে মায়াঙ্ক যাদবও
এক্স

হর্ষিত এবারের আইপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৯টি। ৩ ম্যাচ খেলে মায়াঙ্কের উইকেট ৬টি। তবে উইকেটের চেয়ে তিনি নজর কেড়েছেন গতি দিয়ে। এবারের আইপিএলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করেছিলেন মায়াঙ্ক। রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে স্কোয়াডে আরও একটি নাম জুড়ে দিয়েছেন মাঞ্জরেকার—ক্রুনাল পান্ডিয়া।

ক্রুনালকে রাখলেও ভাই হার্দিককে স্কোয়াডে রাখেননি মাঞ্জরেকার। ২০২৩ সালে টি-টোয়েন্টি সংস্করণে ভারতের নিয়মিত নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডারের এবারের মৌসুমটা ভালো কাটছে না। ৮ ম্যাচে উইকেট নিয়েছেন ৪টি, রান করেছেন ৮ ম্যাচে ১৫১, গড় ২১.৪৭, স্ট্রাইক রেটও এবারের আইপিএলের মান অনুযায়ী গড়পড়তা—১৪২.৪৫।

আরও পড়ুন