ক্রিকেটারদের রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজি

জাতীয় দলের স্কিল ক্যাম্পে মাহমুদউল্লাহ। আজ মিরপুরেছবি : শামসুল হক

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবন থেকে কিছুক্ষণ পরপর দু-একজন করে ক্রিকেটার বের হচ্ছিলেন। বিসিবির মেডিকেল বিভাগের দিকে যাচ্ছিলেন প্রত্যেকেই। ওদিকে বিসিবির মিডিয়া প্লাজার দাঁড়ানো সংবাদকর্মীরা তাঁদের ক্যামেরাবন্দী করছিলেন।

এশিয়া কাপের বিশেষ ক্যাম্পের প্রথম দিন ক্রিকেটারদের কাজ ছিল এটুকুই—বিসিবির মেডিকেল বিভাগে শারীরিক অবস্থার পরীক্ষা দেওয়া। ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারের মধ্যে আজ মাঠে এসেছেন ২০ জন। চট্টগ্রামে টাইগার্সের ক্যাম্পে থাকা কয়েকজন ক্রিকেটারের আজ ঢাকায় আসার কথা। বাকিরা ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।

আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস সাংবাদিকদের এ ব্যাপারে বলেছেন, ‘আমাদের চুক্তির সমস্ত ক্রিকেটার এবং সম্প্রতি যারা আমাদের জাতীয় দলের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছে, তাদের সবাইকে আসতে বলা হয়েছে। আজকে মূলত মেডিকেল টেস্ট হবে—রক্ত আর চোখের পরীক্ষা ও ইসিজি। মেডিকেল টেস্ট আজকে করা হচ্ছে। আগামীকাল এবং পরশু দল করে ফিজিও স্ক্রিনিং, যেমন হাড় আর পেশির কী অবস্থা, এসব করা হবে।’

জিম্বাবুয়ে থেকে ফিরেই স্কিল ক্যাম্পে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ
ছবি : শামসুল হক

দুই দিনের মেডিকেল পরীক্ষার পর আগামী ৩ আগস্ট ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা। এরপর ৮ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের স্কিল ক্যাম্প। তার আগেই ৩২ সদস্যের দলটা ছোট হয়ে আসবে ২১–২২ জনে। সে দলটা ঘোষণা হবে আগস্টের প্রথম সপ্তাহে। তাদের নিয়েই শুরু হবে স্কিল ক্যাম্প। জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা তার আগে ঢাকায় ফিরবেন।

শাহরিয়ার নাফীস ক্যাম্পের ব্যাপারে বলেন, ‘আপাতত ফিজিও, বিসিবির চিকিৎসক ও জাতীয় দলের ফিজিওরা দায়িত্ব নিচ্ছেন। যখন ফিটনেস টেস্ট হবে, তখন ফিটনেস ট্রেনার দায়িত্ব নেবেন। যখন বোলিং ওয়ার্কলোড হবে, তখন বোলিং কোচ দায়িত্ব নেবেন। ব্যাটিং হলে ব্যাটিং কোচ দায়িত্ব নেবেন। সবারই দায়িত্ব ভাগ করা আছে, সেই অনুযায়ী পালন করবে। এটা আসলে নিয়মিত প্রক্রিয়া। এবার যেহেতু এশিয়া কাপের আগে ভালো সময় পাওয়া গেছে, তাই করা হচ্ছে।’

আরও পড়ুন

ফিটনেস ক্যাম্পে অবশ্য জাতীয় দলের নিয়মিতদের অনেকেই থাকছেন না। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলছেন লিটন দাস ও আফিফ হোসেন। সাকিব আল হাসানও এই কদিন গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলেছেন। এখন তিনি যোগ দিয়েছেন গতকাল থেকে শুরু হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। এলপিএল খেলছেন তাওহিদ হৃদয় ও শরীফুল ইসলামও। জিম আফ্রো টি-১০ লিগ খেলা তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম কিছুদিন বিশ্রাম নিয়ে ক্যাম্পে যোগ দেবেন।  

ছুটি শেষে ফিরেছেন মোস্তাফিজুর রহমানও
ছবি : শামসুল হক

শাহরিয়ার নাফীস এ ব্যাপারে বলেছেন, ‘এখন আসলে ৫ জন ক্রিকেটার আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে বাইরে আছে—সাকিব, লিটন, আফিফ, শরীফুল, হৃদয়। তাদের আসলে নির্দিষ্ট তারিখ আছে, যখন এনওসি ইস্যু করা হয়েছে। সেই দিনের পরেই তারা ক্যাম্পে যোগ দেবে। কোনো দল যদি ফাইনালে না ওঠে, তখন হয়তো আগেই খেলা শেষ হয়ে গেল। সে ক্ষেত্রে এর পরের দিনই তারা ক্যাম্পে আসবে।’