পাকিস্তানের অবস্থা নিয়ে শেহজাদ, ‘এখন শুধু হিসাব আর প্রার্থনাই করতে পারি’

সুপার এইটে উঠতে হলে অনেক হিসাব মেলাতে হবে পাকিস্তান দলকেএএফপি

মাত্র ১২০ রান, এটাই করতে পারল না পাকিস্তান। ভুলে ভরা ব্যাটিংয়ে সহজ ও সরল হিসাবটা ম্যাচের শেষ দিকে জটিল করে ফেলেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। শেষ ওভারে গিয়ে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। হাতে ছিল ৪ উইকেট।

এই হিসাব মেলাতে গিয়ে অর্শদীপ সিংয়ের করা প্রথম বলেই আউট হয়ে ফেরেন ইমাদ ওয়াসিম। উইকেটে আসেন নাসিম শাহ। চতুর্থ ও পঞ্চম বলে টানা দুটি চারে ম্যাচটা তিনি শেষ বলের রোমাঞ্চে নিয়ে গেলেন ঠিকই, কিন্তু দলকে জেতাতে পারলেন না। ভারতের কাছে পাকিস্তান হেরে গেছে ৬ রানে

আরও পড়ুন

ভারতের বিপক্ষে কাল সহজ হিসাব মেলাতে ব্যর্থ হওয়ায় সুপার এইটে ওঠার সমীকরণটাই জটিল হয়ে গেছে পাকিস্তানের। নিজেদের পরের দুটি ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেই শুধু হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও।

পাকিস্তানকে প্রার্থনা করতে হবে, যুক্তরাষ্ট্র যেন ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে না জেতে বা যুক্তরাষ্ট্রের কোনো ম্যাচ বৃষ্টিতে ভেসে না যায়। কারণ, তারা আর একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের বিদায়।

আরও পড়ুন
পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ
ইনস্টাগ্রাম

অবস্থা যখন এই, পাকিস্তানজুড়ে একপ্রকার হাহাকারই শুরু হয়ে গেছে। দলটির সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই প্রকাশ করেছেন হতাশা। জাতীয় দলের বাইরে থাকা পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ ম্যাচ শেষে বলেছেন, ‘আজ রাতের ফল দেখে সত্যিই খুব হতাশ হয়েছি। এই পিচে ১২০ রান তাড়া করা উচিত ছিল। অনেক ডট বল হয়েছে এবং অহেতুক চাপ বাড়ানো হয়েছে। এখন শুধু হিসাব আর প্রার্থনাই করতে পারি।’

পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমলের কথা, ‘পাকিস্তান ম্যাচটি খুব হতাশাজনকভাবে শেষ করেছে। বোলিং ভালো হয়েছে। কিন্তু ব্যাটিং খুব হতাশাজনক ছিল। শট নির্বাচন বাজে ছিল। ম্যাচটি জেতার সুযোগ ছিল পাকিস্তানের। কিন্তু তারা পারেনি। পাকিস্তানের দুর্ভাগ্য এটা।’

আরও পড়ুন