আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কোথায় দেখাবে আর কী থাকছে

আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখার অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরাছবি: এক্স

বছর ঘুরে আবার এল আইপিএল। বিশ্বের সবচেয়ে দামি ও জনপ্রিয় এই টি–টোয়েন্টি টুর্নামেন্টের ১৮তম আসর শুরু হচ্ছে আজ।

আইপিএলে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরবর্তী আসরের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ হওয়াকে রীতিই বলা যায়। আর টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান মানেই একঝাঁক বলিউড অভিনেতা–অভিনেত্রী এবং সংগীতশিল্পীদের মিলনমেলা ও তাঁদের চোখধাঁধানো পারফরম্যান্স।

এবারও সেটির ব্যতিক্রম হচ্ছে না। গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন, কোন চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে—জেনে নিতে পারেন এখানে।

কবে

আজ ২২ মার্চ ২০২৫, শনিবার

কোথায়

ইডেন গার্ডেন, কলকাতা

এবারের আইপিএলের ১০ অধিনায়ক
ছবি: বিসিসিআই

কখন শুরু

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়, অনুষ্ঠান চলবে ১ ঘণ্টা

টিকিটের দাম

সর্বনিম্ন ৩ হাজার রুপি থেকে সর্বোচ্চ ৩০ হাজার রুপি

দেখাবে

টিভি চ্যানেল: স্টার স্পোর্টস ১, ২ ও ৩
অ্যাপ: টফি, স্পোর্টজেডএক্স

অনুষ্ঠানে যাঁরা থাকছেন

শাহরুখ খান: বলিউড বাদশাহ তাঁর দল কলকাতা নাইট রাইডার্স খেলা দেখতে ও দলকে অনুপ্রাণিত করতে আসবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শাহরুখ খান (ডানে) ও সালমান খান
ছবি: ফেসবুক

সালমান খান: এই মেগাস্টার ঈদ ঘিরে নিজের নতুন সিনেমা ‘সিকান্দার’–এর প্রচারকাজের জন্য আসবেন এবং অনুষ্ঠান মঞ্চে উঠবেন।

শ্রদ্ধা কাপুর: সাড়া জাগানো সিনেমা ‘স্ত্রী ২: সারকাটে কা আতঙ্ক’–এর অভিনেত্রী পারফর্ম করবেন।

দিশা পাটানি: অনুষ্ঠানে নাচবেন এই অভিনেত্রী।

আরও পারফর্ম করতে পারেন: বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও সঞ্জয় দত্ত।

অতিথির তালিকায় আছেন: সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সারা আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানা। তবে এসব তারকা শুধু উপস্থিত থাকবেন নাকি পারফর্মও করবেন, তা নিশ্চিত নয়।

গাইবেন: অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও র‍্যাপার করণ আউজলা।