ম্যাক্সওয়েল-গ্রিনদের টপকাতে পারলেন না বাবর-ইফতিখাররা
‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’—হায়দরাবাদে আজ অস্ট্রেলিয়া–পাকিস্তান বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি দেখে থাকলে এই বাংলা প্রবাদটি মনে পড়তে পারে। আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৫১ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ম্যাচ না দেখে থাকলে ভাবতে পারেন, নিশ্চয়ই বড় সেঞ্চুরি আছে! ভুল। চল্লিশোর্ধ্ব রানের ইনিংস আছে পাঁচটি। এর মধ্যে সর্বোচ্চ ৭৭ গ্লেন ম্যাক্সওয়েলের।
পাকিস্তান ম্যাচটা ১৪ রানে হারলেও হেঁটেছে অস্ট্রেলিয়ার পথেই। ৪৭.৪ ওভারে ৩৩৭ রানে অলআউট হওয়ার পথে পাকিস্তানও কারও কাছ থেকে সেঞ্চুরি পায়নি। ফিফটি আছে তিনটি। ৫৯ বলে ৯০ রান করে মাঠ ছাড়েন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ইফতিখারের ব্যাট থেকে এসেছে ৮৩ ও মোহাম্মদ নেওয়াজ খেলেন ৫০ রানের ইনিংস। দুজন বাদে পাকিস্তানের সব ব্যাটসম্যানই দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন।
এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি পুরো খেলতে পারেনি অস্ট্রেলিয়া। বৃষ্টিতে ভেসে গিয়েছিল সে ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি যেহেতু ভালোই হলো, তাই বিশ্বকাপে অস্ট্রেলিয়া যে আত্মবিশ্বাস নিয়েই পা রাখবে তা বলাই যায়। পাকিস্তানের অভিজ্ঞতা ঠিক এর উল্টো। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৪৫ রান তুলেও জিততে পারেনি। নিউজিল্যান্ড ৩৮ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছিল। আর আজ তার কাছাকাছি রান তাড়া করতে নেমেও পারল না। ব্যাটিং–বোলিং নিয়ে নিশ্চয়ই কাটাছেঁড়ায় বসবে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া উড়ন্ত শুরু পেয়েছে ডেভিড ওয়ার্নারের ৩৩ বলে ৪৮ রানের ইনিংসে। পাকিস্তানের বোলাররা অস্ট্রেলিয়ার ইনিংসের মাঝপথে নিয়মিত উইকেট নিয়েছে। বদলি হিসেবে পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া হাসান আলী উইকেট না পেলেও ৬ ওভারে মাত্র ২৩ রান দেন। তবে আর বোলিং করেননি। শেষ দিকে ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও জশ ইংলিসের ঝড়ে ৩৫০ পেরোয় অস্ট্রেলিয়া। সাতজন বোলার ব্যবহার করে পাকিস্তান। ৬ ওভারে ২৫ রান দেওয়া শাহিনকেও আর আনা হয়নি।
রান তারায় ৮৩ রানে ৪ উইকেট হারিয়েছিল পাকিস্তান। পঞ্চম উইকেটে ইফতিখার আহমেদ ও ছয়ে নামা বাবরের জুটিতে আসে ১৪৪ রান। শেষ দিকে ৪২ বলে ৫০ রানের ইনিংস খেলেন নেওয়াজ। ১৪ বল বাকি থাকতেই ১০ উইকেট হারায় পাকিস্তান।আ
আরেক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল আফগানিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৪৬.২ ওভারে ২৯৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে বৃষ্টির কারণে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ২৫৭। ২৩ বল ও ৬ উইকেট হাতে রেখে সে লক্ষ্য টপকে যায় আফগানরা।