৪৩৫ দিন পর ভারতের জার্সিতে খেলতে নামলেন মোহাম্মদ শামি। কিন্তু অভিজ্ঞ এই পেসারের ফেরাটা সুখকর হলো না। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টিতে ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে ২৬ রানে হেরে গেল ভারত।
রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আজ আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৭১ রান করেছিল ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে ভারত ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ১৪৫ রান। এ জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল ইংলিশরা। কলকাতা ও চেন্নাইয়ে প্রথম দুই টি–টোয়েন্টিতে জিতেছিল স্বাগতিকেরা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২০ ওভারে ১৭১/৯ (ডাকেট ৫১, লিভিংস্টোন ৪৩, বাটলার ২৪, রশিদ ১০*, উড ১০*; বরুণ ৫/২৪, পান্ডিয়া ২/৩৩, অক্ষর ১/১৯, বিষ্ণই ১/৪৬)।
ভারত: ২০ ওভারে ১৪৫/৯ (পান্ডিয়া ৪০, অভিষেক ২৪, তিলক ১৮, অক্ষর ১৫, সূর্যকুমার ১৪; ওভারটন ৩/২৪, কার্স ২/২৮, আর্চার ২/৩৩, রশিদ ১/১৫, উড ১/২৯)।
ফল: ইংল্যান্ড ২৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: বরুণ চক্রবর্তী (ভারত)।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে এগিয়ে।