‘আমি তোমাকে ভালোবাসি’ বলে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা জাতীয় দলের খেলা নিয়ে মাঝেমধ্যেই খোঁচাটি মারেন। মজা করে বলা হয়, উইকেট যেমনই হোক, বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামলে সেটা বোলিং পিচ, তবে একই উইকেটে প্রতিপক্ষ ব্যাটিংয়ে নামলে সেটাই হয়ে যায় ব্যাটিং পিচ!
প্রশ্ন হলো, বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের কি প্রতিপক্ষ শিবিরকে তাক করে অন্য কারও মুখ থেকে একই কথা শুনতে ইচ্ছা করে না? বলতে পারেন অবান্তর প্রশ্ন। কারণ, এমন কিছু শুনতে কার ইচ্ছা করে না! সেটাই যদি হয়, তাহলে আহমেদ শেহজাদ গতকাল সেই ইচ্ছা পূরণ করেছেন।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জিতে বাংলাদেশ ২–০ ব্যবধানে পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর কাল সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ নিজের ভেরিফায়েড হ্যান্ডলে একটি ভিডিও বার্তা পোস্ট করেন পাকিস্তান জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার।
পাকিস্তান দলকে ধুয়ে দিয়ে সেই ভিডিও বার্তায় শেহজাদ বলেছেন, ‘তোমরা শুধু পিচ নিয়ে অভিযোগ করো। বাংলাদেশ যখন ব্যাটিং করেছে, সেই একই পিচকে ফ্ল্যাট লেগেছে। কিন্তু তোমরা যখন ব্যাট করেছ, তোমাদের ব্যাটসম্যানরা পেছনের পায়ে খেলেছে, বিশেষ করে তাদের ফাস্ট বোলার রানার বিপক্ষে।’
পাকিস্তানের হয়ে ২০১৯ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা শেহজাদ সরাসরি না বললেও তাঁর শেষ কথায় বুঝিয়েছেন, শান মাসুদের দল ব্যাটিংয়ে নামার পর নাহিদ রানার বিপক্ষে খেলার সময় পিচ কারও কারও কাছে হয়তো বোলিংবান্ধবও লেগেছে! পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ১৭ থেকে ২১—এই পাঁচ ওভারের মধ্যে যে ৩টি উইকেট পড়েছিল, তার সব কটিই ছিল নাহিদ রানার। গতি ও বাউন্সে ভুগিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানদের।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেট ও দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জেতা বাংলাদেশ দলের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন ৩২ বছর বয়সী শেহজাদ, ‘এই জয় বাংলাদেশের ভক্তদের জন্য এমন এক সময়ে খুবই প্রেরণাদায়ক হবে, যখন তাদের দেশ কঠিন সময় পার করবে। এটা তাদের জন্য আনন্দ বয়ে আনবে।’
বাংলাদেশ দলের প্রশংসা করতে গিয়ে শেহজাদ পাকিস্তান দলকে খোঁচার ছলে একটু মজাও করেছেন, ‘তাদের দেশের রাজনৈতিক অবস্থা ভালো নয়। তারা এসে তোমাদেরই (পাকিস্তান) উঠানে অনুশীলন করেছে এবং “আমি তোমাকে ভালোবাসি” (শেহজাদ বাংলায় বলেছেন) বলে ভালোবেসে হোয়াইটওয়াশ করেছে।’
বিপিএলে খেলার সুবাদে শেহজাদ বাংলাদেশের ক্রিকেট সম্বন্ধে ভালোই জানেন। নাজমুলদের প্রশংসা করতে গিয়ে আরও বলেছেন, ‘কী দুর্দান্ত ক্রিকেটটাই না তারা খেলল! কী দারুণভাবে দাপট ছড়াল, তারা যেভাবে ব্যাট করেছে, বোলিং করেছে...যে দৃঢ়তা তারা দেখিয়েছে টেস্ট ক্রিকেটে সেটাই প্রয়োজন। তাদের ব্যাটাররা তোমাদের সেটা দেখিয়েছে এবং শিখিয়েছে। নিয়ন্ত্রিত বোলিং কী, সেটাও তারা শিখিয়েছে তোমাদের।’
১৩ টেস্ট, ৮১ ওয়ানডে ও ৫৯ টি–টোয়েন্টি খেলা শেহজাদ এসব কথা বলার আগে পাকিস্তান দলকে নিয়ে হাসতে হাসতে আরও কঠিন কথা বলেছেন, ‘ভাই, তোমরা পারো না। তোমাদের দ্বারা হবে না। এ ছাড়া আর কী বলব?’