১০ ছক্কায় ১৫৯ রান করে ভারতকে হারিয়ে দিলেন পাকিস্তানের শাহজাইব খান
বয়স মাত্র ১৯ বছর, এখনই তাঁকে নিয়ে ভবিষ্যদ্বাণী করাটা অনেকের কাছেই বাড়াবাড়ি লাগতে পারে। তবে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের ব্যাটসম্যান শাহজাইব খানকে অনেকেই আবার তুলনা করতে শুরু করেছেন ফখর জামানের সঙ্গে। ভবিষ্যতে পাকিস্তান জাতীয় দলে তিনি ফখরের বিকল্প হতে পারেন বলে আলোচনা শুরু হয়ে গেছে এরই মধ্যে।
শাহজাইব আজ আবার আলোচনায় এসেছেন যুব এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে। টসে জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে জেতাতে অসাধারণ একটি ইনিংসই খেলেছেন শাহজাইব। যে ইনিংসে চারের চেয়ে ছয় বেশি। ৫ চার ও ১০ ছয়ে পাকিস্তানের ওপেনার ১৪৭ বলে করেছেন ১৫৯ রান, যেটা যুব ওয়ানডেতে পাকিস্তানি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। এর আগে সর্বোচ্চ ছিল শামিল হুসেইনের। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ১৫০ রান করেছিলেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল আবদুল রাজ্জাকের, ১৯৯৭ সালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে রাজ্জাক করেছিলেন ১৪২ রান।
দুবাইয়ে আজ শাহজাইবের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল তুলতে পেরেছে ২৮১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭.১ ওভারে ২৩৮ রানে অলআউট হয়েছে ভারত অনূর্ধ্ব–১৯ দল। পাকিস্তান ৪৩ রানে জেতার পর ম্যাচসেরাও হয়েছেন শাহজাইব খানই।
পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার পরই শাহজাইব খানকে নিয়ে শুরু হয় আলোচনা। প্রশ্ন ওঠে, ভবিষ্যতে পাকিস্তান দলে তিনি ফখরের বিকল্প হতে পারবেন কি না। শাহজাইবের আগ্রাসী ব্যাটিং পাকিস্তান দলের জন্য বড় এক সম্পদ হয়ে উঠবে বলেই মনে করছেন অনেকে। বিশেষ করে পাওয়ারপ্লেতে তাঁর ব্যাটিং দলকে প্রতিপক্ষের চেয়ে অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করেন কেউ কেউ। তা ছাড়া লেগ সাইড তাঁর শক্তির জায়গা হলেও অফ সাইডেও খেলতে পারেন হাত খুলে। ফলে যেকোনো বোলিং আক্রমণের বিরুদ্ধেই তিনি কার্যকর এক ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছে
শাহজাইবের ব্যাটিংয়ের আরেকটি ভালো দিক হচ্ছে, তিনি স্পিন বোলিংয়ের বিপক্ষেও খেলতে পারেন স্বাচ্ছন্দ্যে। সব মিলিয়ে ভবিষ্যতে পাকিস্তান দুর্দান্ত একজন ওপেনার পাওয়ার অপেক্ষায়ই আছে।