সাকিবের ১৯ রান ও ২ উইকেটের পরও হার বাংলা টাইগার্সের

আবারও হেরেছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্সফাইল ছবি

আবুধাবি টি–টেন ক্রিকেটে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্সের শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট তালিকায় সবার নিচে আছে তারা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউইয়র্ক স্ট্রাইকার্সের কাছে হেরেছে দলটি।

নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৬৬ রান করে বাংলা টাইগার্স। রানটা ৬ ওভারেই ৩ উইকেট হারিয়ে পেরিয়ে যায় নিউইয়র্ক স্ট্রাইকার্স।

বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব অবশ্য খুব একটা খারাপ করেননি এ ম্যাচে। ১২ বলে দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন বাংলাদেশের অলরাউন্ডার। ১৯ বলে সর্বোচ্চ ২২ রান করেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দাসুন শানাকা। নিউইয়র্ক স্টাইকার্সের আকিল হোসেন, রিস টপলি ও মোহাম্মদ আমির নিয়েছেন দুটি করে উইকেট।

সাকিব বল হাতেও ভালোই করেছেন। ১ ওভারে ১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। কিন্তু তাঁর এই পারফরম্যান্স দলের খুব একটা কাজে লাগেনি।