জয়সোয়ালদের ‘মিথ্যাবাদী’ বললেন ভারতের সাবেক উইকেটকিপার

ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল ও বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদফাইল ছবি

এ বিতর্ক যেন শেষ হওয়ার নয়!

বলা হচ্ছে মেলবোর্ন টেস্টে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের দেওয়া সাহসী সেই সিদ্ধান্তের কথা। প্রযুক্তির সীমাবদ্ধতাকে আমলে নিয়ে ভারতের ওপেনার যশস্বী জয়সোয়ালকে আউট দিয়ে আলোচনায় এসেছেন সেই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করা শরফুদ্দৌলা। জয়সোয়াল সেই সিদ্ধান্ত মানতে না পেরে তর্কে জড়িয়েছিলেন মাঠের আম্পায়ারের সঙ্গে।


সেই ঘটনার পর মোটামুটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ভারত অধিনায়ক রোহিত শর্মাসহ বেশির ভাগই অবশ্য বলছেন শরফুদ্দৌলা ভুল করেননি। তবে সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার ও বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লার মতো এক পক্ষ বলছে প্রযুক্তির ওপর বিশ্বাস রেখেই নটআউট ঘোষণা করা উচিত ছিল টিভি আম্পায়ারের।

আরও পড়ুন
এরা তো মিথ্যাবাদী (ঝুটে লোগ হ্যায় ইয়ে)। আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে বলা কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে পারেন কীভাবে?
সুরিন্দর খান্না, ভারতের সাবেক উইকেটকিপার

ভারতের সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না অবশ্য গাভাস্কারদের পক্ষে নেই। ১৯৭৯ থেকে ১৯৮৪ সালের মধ্যে ভারতের হয়ে ১০টি ওয়ানডে খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান তীব্র সমালোচনাই করেছেন ভারতীয় দলের। খান্না ভারতের কিছু খেলোয়াড়কে সরাসরি ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছেন।

খেলেয়াড়ী জীবনে সুরিন্দর খান্না
ফেসবুক/সুরিন্দর খান্না

ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের সঙ্গে জয়সোয়াল-কাণ্ড নিয়ে কথা বলেছেন খান্না। সেখানে তিনি বলেছেন শরফুদ্দৌলার ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের কোনো মানে নেই, ‘বিতর্ক তৈরির মতো কিছু তো ছিল না সেখানে। চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বলটা গ্লাভসে লেগেছে, তাতে কিছুটা গতি কমে বলটা উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়ে।’

শুধু জয়সোয়ালকেই নয়, আকাশ দীপকেও কাঠগড়ায় তুলেছেন খান্না, ‘আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা তো মিথ্যাবাদী (ঝুটে লোগ হ্যায় ইয়ে)। আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে বলা কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে পারেন কীভাবে? ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি।’

আরও পড়ুন

ভারতের ব্যাটিংয়ের সমালোচনা করেও ব্যাটসম্যানদের একহাত নিয়েছেন খান্না। বলেছেন আইপিএল আসলেই ফর্ম ফিরে পাবেন তাঁরা, ‘ওরা কেমন ধরনের ব্যাটিং করছে? আইপিএল আসুক, দেখবেন এই খেলোয়াড়েরাই রান পাবে। অতি আক্রমণাত্মক টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং না করে ইতিবাচক খেলা উচিত। নতুন বছরে (ভারত দলের) ভাগ্য পাল্টানোর আশা করছি।’

অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফির চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত।

আরও পড়ুন