দুটি বিশ্বকাপ জিতেও সন্তুষ্ট নন আদিল রশিদ
দেশের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন সব ক্রিকেটারেরই থাকে। অনেকের সেই স্বপ্ন পূরণ হয় না। কেউ আবার একাধিকবার বিশ্বকাপ জিতেও থামতে চান না।
আদিল রশিদই যেমন এই দলের মানুষ। ইংল্যান্ডের এই লেগ স্পিনার ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন, তবু সন্তুষ্ট নন। তিনি স্বপ্ন দেখেন তিনটি, চারটি কিংবা পাঁচটি বিশ্বকাপ জয়ের!
সম্প্রতি নিজ জন্মশহর ব্র্যাডফোর্ডে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করেছেন আদিল রশিদ, যার নাম দিয়েছেন ‘আদিল রশিদ ক্রিকেট সেন্টার’। সেখানে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’কে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন সাদা বলে ইংল্যান্ডের সবচেয়ে সফল (ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে ৩০৭ উইকেট) স্পিনার। সাক্ষাৎকারে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন রশিদ।
টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৪ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। ৪ ম্যাচের দুটিই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। যে একটি ম্যাচ মাঠে গড়িয়েছে, সেটাতে জয় পেয়েছে ইংল্যান্ডই। শনিবারের সেই ম্যাচে ২৫ রানে ১ উইকেট পান রশিদ।
আজ লন্ডনের ওভালে সিরিজের শেষ ম্যাচ খেলে বিশ্বকাপ–যাত্রা করবে ইংল্যান্ড। এর আগে ‘ডেইলি মেইল’কে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন এভাবে, ‘যত দিন আমি ফিট ও (উইকেটের জন্য) ক্ষুধার্ত থাকব, তত দিন খেলা চালিয়ে যাব। আমি শুধু দুটি বিশ্বকাপ নিয়েই সন্তুষ্ট থাকতে চাই না। আমার স্বপ্ন ও লক্ষ্য তিনটি, চারটি কিংবা পাঁচটি বিশ্বকাপ জেতা।’
বয়স ৩৬ পেরিয়েছে। ক্যারিয়ারের সায়াহ্নে এসে পড়ায় জাতীয় দলে খুব বেশি সুযোগ যে আসবে না, ভালো করেই জানেন রশিদ, ‘মনে রাখতে হবে, ক্যারিয়ারে এমন সুযোগ বারবার আসে না। তাই ইংল্যান্ড যদি মনে করে দলে আমাকে প্রয়োজন, আমি তৈরি আছি। আমার (আন্তর্জাতিক) ক্যারিয়ার আরও পাঁচ বছর লম্বা হতে পারে আবার এক বছরও হতে পারে। তবে আমার লক্ষ্য যত দিন সম্ভব খেলা চালিয়ে যাওয়া।’
গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ ধরে রাখার অভিযানে গিয়ে ভরাডুবি হয়েছিল ইংল্যান্ডের। ৯ ম্যাচের ৬টিতেই হেরে প্রথম পর্ব থেকে বাদ পড়ে ইংলিশরা। ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে রশিদ বলেছেন, ‘এ নিয়ে কারও কোনো অভিযোগ নেই। সত্যি কথা, আমরা ভালো ক্রিকেট খেলিনি এবং আমাদের আত্মবিশ্বাসে ঘাটতি ছিল।’
ইংল্যান্ড এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে। সংস্করণ আলাদা হওয়ার কারণেই এবার ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী রশিদ, ‘দেখুন, এটা সম্পূর্ণ ভিন্ন সংস্করণ, দুই বছরের কম সময় আগে আমরা যেটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। আমার বিশ্বাস, এবারের দলটা ২০২২ বিশ্বকাপজয়ী দলের চেয়েও শক্তিশালী। এই দলের ১৫ জনই ম্যাচ জেতানো খেলোয়াড়। জফরা আর্চারের ফেরাটা বড় ব্যাপার।’