মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ নিয়ে ফিল্ডিং কোচ ‘চুপ’
হায়দরাবাদে আগামীকাল টি–টোয়েন্টি সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদেরও এটাই শেষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি। এই সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে টি–টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। দিল্লিতে গত বুধবার দ্বিতীয় ম্যাচে ভারত ৮৬ রানে জেতার পর এসে গেল মাহমুদউল্লাহর বিদায় নেওয়ার সেই লগ্ন। দেশের হয়ে সবচেয়ে বেশি টি–টোয়েন্টি (১৪০) খেলা এই ক্রিকেটারকে বিদায় জানাতে বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে কোনো আয়োজন থাকাই স্বাভাবিক।
কিন্তু হায়দরাবাদে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নিক পোথাস পরিষ্কার করে কিছু বলতে চাইলেন না। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, মাহমুদউল্লাহকে বিদায়ী ম্যাচে কোনো সংবর্ধনা দেওয়া হবে কি না কিংবা এমন কোনো আয়োজন আছে কি না? দক্ষিণ আফ্রিকান এই কোচ উত্তর দিয়েছেন এককথায়, ‘দুঃখিত, এটা (দলের) অভ্যন্তরীণ ব্যাপার।’
সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহকে নিয়ে আরও একটি প্রশ্ন করা হয়েছিল পোথাসকে। সেটি অবশ্য জোড়া প্রশ্ন। মাহমুদউল্লাহর শেষ ম্যাচ নিয়ে কী ভাবছেন এবং ভারত সফর থেকে কী শিক্ষা পেলেন? পোথাস শুধু দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন, ‘আপনাকে খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতায় নজর দিতে হবে। একটি ব্যাপার মানতেই হবে, ফিল্ডিংয়ের দিক থেকে আমরা দারুণ ছিলাম। কারণটা হচ্ছে, ফিল্ডিংয়ে প্রতিপক্ষের কোনো প্রভাব নেই, পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে। ফলে এখানে খেলোয়াড়দের অনেক কৃতিত্ব দিতে হবে ফিল্ডিংয়ের ব্যাপারে।’
পোথাস সেই জোড়া প্রশ্নে আরও বলেছেন, ‘ব্যাটিং–বোলিংয়ে যদি তাকান, একটি কাজ ভারত সব সময় করবেই, তা হচ্ছে আপনাকে অনেক চাপে ফেলবে। কারণটা হচ্ছে তাদের দক্ষতা। আপনার শিক্ষাটা হচ্ছে কীভাবে লম্বা সময় ধরে চাপটা সামাল দিতে পারবেন। কীভাবে প্রস্তুতি নিচ্ছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে পরিবর্তন আসতে থাকবে। ভারতে খেলতে পারাটা সম্মানের ব্যাপার। যখন আপনি বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলবেন, তারা আপনাকে বুঝতে সাহায্য করবে কোথায় উন্নতি প্রয়োজন।’
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচটি শুরু হবে। টেস্ট সিরিজ ২–০ ব্যবধানে হারের পর টি–টোয়েন্টি সিরিজেও প্রথম দুই ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ।