কোহলির জন্য ‘দোয়া করবেন’ পাকিস্তানের শাদাব খান
এশিয়া কাপে আগামীকাল মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে বিরাট কোহলি রানে ফিরলে স্বস্তি পাবেন ভারতের সমর্থকেরা।
এর আগে ২০১৬ টি–টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন কোহলি। এমনকি অর্ধশতক পেয়েছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সর্বশেষ ম্যাচেও। তবে সময় বদলেছে, কোহলির বাজে ফর্ম নিয়েই এখন কথা হচ্ছে বেশি।
সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান দীর্ঘদিন ফর্মে নেই, ভারতের জন্য যা অস্বস্তিকর। খেলোয়াড়দের অনেকেই পাশে দাঁড়িয়েছেন কোহলির। তাঁর প্রতি শুভকামনা জানিয়ে কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এবার এশিয়া কাপ শুরুর আগে কোহলির পাশে দাঁড়ালেন পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান। রানে ফিরতে কোহলির জন্য দোয়া করবেন এই লেগ স্পিনার।
সংবাদ সম্মেলনে শাদাব বলেছেন, ‘আমি দোয়া করব, সে যেন স্বরূপে ফিরতে পারে। সে এখনো ভালোই করছে, কিন্তু নিজের মান এমন জায়গায় নিয়ে গেছে যে দেখে মনে হয় ফর্মে নেই। আমি ব্যক্তিগতভাবে চাই, সে সেঞ্চুরি করুক, তবে সেটি যেন আমাদের বিপক্ষে না হয়। টুর্নামেন্টে অন্য কোনো দলের বিপক্ষে করুক।’
আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ সেঞ্চুরি করেন কোহলি। এরপর ১ হাজার দিনের বেশি পার হয়ে গেলেও সেঞ্চুরির দেখা পাননি। এ বছর তাঁর জন্য রীতিমতো দুঃস্বপ্নের। সর্বশেষ ইংল্যান্ড সফরে এজবাস্টন টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছেন ৩১ রান। টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে ১২, ওয়ানডেতে দুই ম্যাচ খেলে ৩৩। কোহলি আর আগের মতো ভীতি–জাগানিয়া ক্রিকেটার নন—দীর্ঘদিন বড় ইনিংস খেলতে না পারায় অনেক সাবেক ক্রিকেটারই এমন মনে করেন। তবে শাদাব খান এমন কিছু মনে করেন না। পাকিস্তান তারকা উল্টো একহাত নিয়েছেন সাবেকদের।
শাদাব বলেছেন, ‘তারা (সাবেক ক্রিকেটাররা) তো এখন আর খেলে না। সে জন্যই হয়তো মনে করে, কোহলি আর আগের মতো ভীতি–জাগানিয়া নেই। সে খেলাটির কিংবদন্তি। বড় মাপের ক্রিকেটার বলেই যখনই নামুক, ভীতি জাগবেই। আমরা চাই না সে আমাদের বিপক্ষে বড় ইনিংস খেলুক।’