ভারত–পাকিস্তান ম্যাচে বজ্রঝড়ের শঙ্কা

এশিয়া কাপের গ্রুপপর্বে ভারত–পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ছবি : এএফপি

এশিয়া কাপের সুপার ফোরে আগামীকাল কলম্বোয় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ার যথেষ্ট ঝুঁকি আছে বলে জানিয়েছে ক্রিকইনফো। কয়েক দিন ধরেই কলম্বোয় প্রচুর বৃষ্টি হয়েছে। আর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচে বজ্রঝড়ের আশঙ্কাও আছে।

আরও পড়ুন

সেপ্টেম্বরে সাধারণত এত বৃষ্টিপাত হয় না কলম্বোয়। কিছু ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও অতীতে এ সময় কলম্বোয় বেশির ভাগ আন্তর্জাতিক সফলভাবেই আয়োজন করেছে শ্রীলঙ্কা। দ্বীপদেশটিতে সাধারণত অক্টোবরে শুরু হয় বর্ষাকাল। তবে সুপার ফোরের এ ম্যাচে ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে বলে গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বরাত দিয়ে জানিয়েছিল ক্রিকইনফো। সুপার ফোরে শুধু এ ম্যাচেই রিজার্ভ ডে রাখা হয়েছে, যে সুবিধাটা ভারত-পাকিস্তান ছাড়া অন্য কোনো দল পাবে না।

তবে ম্যাচের নির্ধারিত দিনে ফল বের করার চেষ্টা করবেন আম্পায়াররা। বৃষ্টি হানা দিলে কিংবা কোনো কারণে ম্যাচ শেষ হতে দেরি হলে খেলার সময় দেড় ঘণ্টা বাড়ানো হবে। আগামীকাল অর্থাৎ রোববার ম্যাচের নির্ধারিত দিনে যদি ফল না পাওয়া যায় তাহলে ম্যাচ যেখানে শেষ হয়েছিল পরের দিন রিজার্ভ ডে সেখান থেকেই শুরু হবে।

এবার এশিয়া কাপের অফিশিয়াল আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়েছিল কলম্বোয় এশিয়া কাপের ম্যাচগুলো হাম্বানটোটায় নিয়ে যেতে। কিন্তু একদম শেষ মুহূর্তে এ পরিকল্পনা বাতিল করে এসিসি। তাদের যুক্তি ছিল, সিদ্ধান্তটি বাস্তবায়নে দেরি হয়ে গেছে। কারণ, শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কার বাইরের দর্শকেরা এরই মধ্যে কলম্বোয় ম্যাচ দেখার প্রস্তুতি নিয়ে ফেলেছেন।

আরও পড়ুন

পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। সে ম্যাচে ভারত আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৬৬ রান তুললেও বৃষ্টির কারণে পাকিস্তান ব্যাটিংয়ে নামতে না পারায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়।

আগামীকাল সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের দিনে আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়ে ‘আকুওয়েদার’ জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। দিনের শেষভাগে বজ্রঝড় হতে পারে এবং রাতে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ থেকে বেড়ে ৯৬ শতাংশ হতে পারে। ওয়েদার ডট কম জানিয়েছে, আগামীকাল কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। বিবিসি ওয়েদারও আগামীকাল কলম্বোয় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে।