এবার ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

ওয়ানিন্দু হাসারাঙ্গাএএফপি

শ্রীলঙ্কা দলে যেন চোটের হাটবাজার বসেছে। এবার হ্যামস্ট্রিংয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, যা সব মিলিয়ে ভারত সিরিজে পঞ্চম। তাঁর বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ৩৪ বছর বয়সী লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসেকে।

কলম্বোয় গত শুক্রবার প্রথম ওয়ানডেতে নিজের দশম ওভারের শেষ বলটি করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন তিনি। পরে এমআরআই স্ক্যানে তাঁর চোট ধরা পড়ে। টাই হওয়া সে ম্যাচে দারুণ অবদান রাখেন হাসারাঙ্গা। ১০ ওভারে ৫৮ রান দিয়ে নেন ৩ উইকেট।

আরও পড়ুন

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘ প্রথম ম্যাচে দশম ওভারের শেষ বলটি করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন হাসারাঙ্গা। এমআরআই স্ক্যানে তাঁর চোট ধরা পড়েছে।’

চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না শ্রীলঙ্কার দুই পেসার মাতিশা পাতিরানা (বাঁয়ে) ও দিলশান মাদুশঙ্কা
আইসিসি

এর আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ছিটকে পড়েন দুই পেসার দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা। এরপর ওয়ানডে সিরিজের আগে ছিটকে যান শ্রীলঙ্কার আরও দুই পেসার মাতিশা পাতিরানা ও  দিলশান মাদুশঙ্কা।

সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা ওপেনার পাতুম নিশাঙ্কা (৫৬) ও দুনিত ভেল্লালাগের (৬৭) ফিফটিতে ৮ উইকেটে ২৩০ রান করে। জবাবে পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৭১ রান তুলে ফেললেও শেষ পর্যন্ত লঙ্কান স্পিনারদের সামনে তালগোল পাকিয়ে ৪৭.৫ ওভারে ২৩০ রানে অলআউট হয় ভারত।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে আজ।

আরও পড়ুন