২৭৪ ম্যাচ, ১৮ বছরের ক্যারিয়ার..., যত রেকর্ড নিয়ে ওয়ানডে ছাড়লেন মুশফিক
কাল রাতে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা তাঁরই। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক রেকর্ড বইয়ের আরও অনেকে পাতাতেই ছাপ রেখে বিদায় নিলেন…
মুশফিকের খেলা ওয়ানডে সংখ্যা। যা বাংলাদেশের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৪৭ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে
ওয়ানডেতে উইকেটকিপার হিসেবে মুশফিকের ডিসমিসাল। বাংলাদেশের আরও কারও ১৩০টি ডিসমিসালও নেই। ওয়ানডে ইতিহাসে ডিসমিসাল সংখ্যায় মুশফিক আছেন পাঁচ নম্বরে। ২৪১টি ক্যাচ নেওয়া মুশফিক স্টাম্পিং করেছেন ৫৬টি। ক্যাচ ও স্টাম্পিংয়েও মুশফিক বিশ্বের পঞ্চম। এ ছাড়া সাধারণ ফিল্ডার হিসেবে আরও ২টি ক্যাচ নিয়েছেন মুশফিক।
মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের বয়স। বাংলাদেশের রেকর্ড, সব দেশ মিলিয়ে অষ্টম। ১৭ বছর ২১৪ দিনের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে বাংলাদেশের দ্বিতীয় মাহমুদউল্লাহ।
দ্বিপাক্ষিক সিরিজের বাইরে কোনো ওয়ানডে টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটা মুশফিকের। ২০১৮ সালে দুবাইয়ে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রান করেন মুশফিক।
ওয়ানডেতে মুশফিকের রান। বাংলাদেশের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। ৮৩৫৭ রান নিয়ে সবার ওপরে তামিম ইকবাল।
মুশফিকের ওয়ানডে সেঞ্চুরি। সেঞ্চুরিতেও ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় মুশফিক। অবশ্য ৯টি সেঞ্চুরি আছে সাকিবেরও। সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরি তামিমের।
ওয়ানডেতে ৫৮ বার ৫০ বা এর বেশি রানের ইনিংস খেলেছেন মুশফিক। যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। ওপরে শুধু তামিম (৭০) ও সাকিব (৬৫)।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে মুশফিকের রান। এক ভেন্যুতে যা কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ। মিরপুরেই ২৮৯৭ রান নিয়ে প্রথম তামিম।
ওয়ানতে ৬ বার সিরিজসেরা হয়েছেন মুশফিক। যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। ৭ বার সিরিজসেরা হয়ে ওপরে শুধু সাকিব। উইকেটকিপার হিসেবে সিরিজসেরা হওয়ায় পুরো বিশ্বেই সবার ওপরে মুশফিক। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও ভারতের মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করছেন মুশফিক।
ওয়ানডেতে মুশফিকের ছক্কা, যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। ১০৭ ছক্কায় মাহমুদউল্লাহ সবার ওপরে, ১০৩ ছক্কা নিয়ে দুইয়ে তামিম।
যে যন্ত্রণা শুধুই মুশফিকের
ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ৯৯ রানে আউট হওয়ার যন্ত্রণা শুধু মুশফিকই সয়েছেন। তিন সংস্করণ মিলিয়েই বাংলাদেশের কারও ৯৯ রানে আউট হওয়ার ওই একটিই ঘটনা। ২০১৮ সালে এশিয়া কাপে আবুধাবিতে জিততেই হবে এমন ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানে কাটা পড়েন মুশফিক। তবে দিন শেষে সেঞ্চুরি হারানোর যন্ত্রণা আর মনে রাখেননি মুশফিক। বাংলাদেশ যে এই ম্যাচ জিতে ফাইনালে উঠে যায়। বাংলাদেশ করেছিল ২৩৯ রান, রান তাড়ায় পাকিস্তান ৯ উইকেটে ২০২ রান করতে পারে।