এবার টি–টেন লিগে রিশাদ, দলে নেওয়া হলো ড্রাফটের আগেই
জিম আফ্রো টি-১০ লিগের দ্বিতীয় আসরে দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ড্রাফটের আগে সরাসরি সই করিয়ে রিশাদকে দলে নিয়েছে হারারে বোল্টস। দল পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন রিশাদ।
এই টুর্নামেন্টের ড্রাফট হবে আগামীকাল। চলতি মাসেই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন রিশাদ। যে দলের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন রিকি পন্টিং।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন এই লেগ স্পিনার। গত জুনে শেষ হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন রিশাদ।
জিম আফ্রো টি-১০ লিগে ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর আইকন ও গ্লোবাল সুপারস্টার ক্যাটাগরিতে খেলোয়াড় নেওয়ার সুযোগ পায়। আইকন ক্রিকেটার হিসেবে হারারে জিমি নিশামকে এবং গ্লোবাল সুপারস্টার হিসেবে শ্রীলঙ্কার দাসুন শানাকাকে দলে নিয়েছে।
এবারের আসরে দেখা যাবে ডেভিড ওয়ার্নার, কার্লোস ব্রাফেট, ক্রিস লিনের মতো ক্রিকেটারদের। ওয়ার্নারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স। একই দলে আছেন ব্রাফেট। প্রতিটি দলে ন্যূনতম ১৬ জন খেলোয়াড় থাকবেন, যার মধ্যে জিম্বাবুয়ের থাকবেন কমপক্ষে ৬ জন। আইকন ও গ্লোবাল সুপারস্টার ক্যাটাগরিতেও জিম্বাবুয়ের ক্রিকেটারদের নেওয়া যাবে।
গত বছরের জুলাইয়ে এই টুর্নামেন্টের প্রথম আসর হয়েছিল। এবারের টুর্নামেন্ট হতে যাচ্ছে ২১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে হারারাতে।
জিম আফ্রো টি-১০ লিগে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রিশাদই প্রথম নন। গত আসরে এই টুর্নামেন্টে খেলেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। জোবার্গ বাফেলোসের হয়ে ৮ ম্যাচে ১২৬ রান করেছিলেন মুশফিক। তাসকিন বুলাওয়ে ব্রেভসের হয়ে ৭ ম্যাচে উইকেট নিয়েছিলেন ১১টি। ছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।