রাহুলের সেই ঘোষণা এল, তবে অবসরের নয়...

ভারতীয় উইকেটকিপার–ব্যাটসম্যান লোকেশ রাহুলপ্রথম আলো

‘আমার একটি ঘোষণা আছে, সঙ্গেই থাকুন...’—শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে ঠিক এমন কথাই লিখেছিলেন লোকেশ রাহুল। বেশ কিছুদিন ভারতীয় দলের বাইরে থাকা এই উইকেটকিপার–ব্যাটসম্যানের এমন পোস্ট গুঞ্জন শুরু হতে সময় লাগেনি। বেশির ভাগই ছিল ক্রিকেটীয়।

কেউ বলেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে চলেছেন রাহুল, কারও অনুমান আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দায়িত্ব ছাড়তে চলেছেন।
তবে রাহুল শেষ পর্যন্ত যা বললেন, তার সঙ্গে সিংহভাগের ভাবনার মিল নেই। কাল ইনস্টাগ্রাম পোস্টে সেই বিশেষ ঘোষণায় রাহুল বলেছেন একটি মানবিক উদ্যোগ নিয়ে।

৩২ বছর বয়সী এই ক্রিকেটার এবং তাঁর স্ত্রী আতিয়া শেঠি ‘বিশেষ শিশুদের জীবনমান উন্নয়নে’র লক্ষ্যে একটি নিলামের আয়োজন করেছিলেন। সেই নিলামের খবরই দিয়েছেন রাহুল।

রাহুল ইনস্টাগ্রাম পেস্টে লিখেছেন, ‘আমাদের নিলাম বড় সাফল্য পেয়েছে, যার মাধ্যমে অনেক বিশেষ শিশুর জীবন–সমৃদ্ধির পথ ত্বরান্বিত করবে। আমাদের ক্রিকেট অঙ্গনের যাঁরা এই বিশেষ কাজে অবদান রেখেছেন, সবাইকে ধন্যবাদ।’

লোকেশ রাহুল ও আথিয়া শেঠি
ইনস্টাগ্রাম

এনডিটিভির খবরে বলা হয়, রাহুল–আতিয়া দম্পতির আয়োজন করা নিলামে বেশ কিছু ক্রিকেটসামগ্রী তোলা হয়েছিল। এতে মোট ১ কোটি ৯৩ লাখ রুপি অর্থ সংগ্রহ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে বিরাট কোহলির একটি জার্সি, যার দাম উঠেছে ৪০ লাখ রুপি। এমনকি দ্বিতীয় সর্বোচ্চ ২৮ লাখ রুপি দাম ওঠা গ্লাভস জোড়াও কোহলিরই।

আরও পড়ুন

এ ছাড়া ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ও দুই সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রাহুল দ্রাবিড়ের একটি করে মোট তিনটি ব্যাট নিলামে তোলা হয়েছিল। রোহিতের ব্যাটের দাম উঠেছে ২৪ লাখ, ধোনির ১৩ লাখ আর রাহুলেরটি ১১ লাখ।

ভারতের হয়ে এ বছরের জানুয়ারিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রাহুল। এরপর ঋষভ পন্ত, ধ্রুব জুরেলের মতো তরুণদের কারণে আর খেলার সুযোগ পাননি। ছিলেন না জুনে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ দলেও। সামনে ভারত ‘এ’ দলের হয়ে শুবমান গিলের অধীনে খেলার কথা আছে রাহুলের।