নিউজিল্যান্ডের কাছে হারের যে কারণ বললেন নাজমুল

এমন হারকে হতাশাজনক বলেই মানছেন নাজমুল হোসেনফাইল ছবি

নিউজিল্যান্ডের মাটিতে আরও একটি ওয়ানডে হার। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। তাতে নিউজিল্যান্ডের ১ ম্যাচ বাকি রেখে সিরিজ জয় নিশ্চিত যেমন হয়েছে, তেমনি নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে রেকর্ডটি ১৮-০-ও করেছে তারা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন এমন হারকে হতাশাজনক বলেই মানছেন। এমন হারের জন্য আজকের ম্যাচে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগের ব্যর্থতাকেই কারণ হিসেবে দেখছেন নাজমুল।

বাংলাদেশ আজ তুলেছিল ২৯১ রান। যেখানে সৌম্য একাই করেছেন ১৬৯। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ৪৫ রানের। প্রথম ৫ ব্যাটসম্যানের ৪ জনই আটকে গেছেন ১২ রানের আগেই, প্রথম ৪ উইকেটে ৫০ রানের কোনো জুটিই নেই। বোঝাই যাচ্ছে বাংলাদেশ আজ স্কোরবোর্ডে যে রান তুলেছে, যা শুধুই সৌম্যর ব্যক্তিগত অর্জনে

আরও পড়ুন

টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ১০ ওভারের মধ্যেই হারায় এনামুল হক, নাজমুল হোসেন ও লিটন দাসকে। ব্যাটিং–সহায়ক উইকেটেও নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তাঁরা। নাজমুলও বলছেন, নতুন বলে এতগুলো উইকেট দেওয়ার কারণেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘উইকেট খুবই ভালো ছিল। নতুন বলে বোলারদের জন্য তেমন সুইং-সিম ছিল না। আমরা শুরুতেই কয়েকটা উইকেট হারাই, এটা আমাদের ভুগিয়েছে।’

১৬৯ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য
এএফপি

প্রথম ১০ ওভারের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি উইকেট হারানোর পরও বাংলাদেশ মোটামুটি বড় রান করেছিল। বাংলাদেশের সর্বোচ্চ দুটি জুটি আসে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে। মুশফিকের সঙ্গে ৯১ রানের পর মিরাজকে নিয়ে সৌম্য তোলেন ৬১ রান।

আরও পড়ুন

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম মনে করছেন ভালো শুরুর পর বেশি রান দিয়েছেন কিউই বোলাররা, ‘আমরা সম্ভবত কিছুটা বেশি রান দিয়ে দিয়েছিলাম। ১০ ওভার পর আমরা যে অবস্থায় ছিলাম, ভেবেছিলাম আমরা দাপট দেখাচ্ছি। এরপর তারা দু-একটা জুটি গড়েছে, সৌম্য দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। এই মাঠে যখন উইকেটে বোলারদের জন্য কিছুই থাকে না, তখন থামানো কঠিন।’

পেসাররা উইকেট থেকে কোনো সাহায্য পাননি
এএফপি

২৯২ রানের লক্ষ্য দিয়েও লড়াই করতে না পারার দায় নাজমুল দিচ্ছেন বোলারদের ওপর, ‘আমার মনে হয়, আমরা বড় সংগ্রহই গড়েছিলাম। তবে নতুন বলে বোলাররা ভালো করতে পারেনি। শুরুর দিকে দু-তিনটা উইকেট নিতে পারলে ম্যাচটা ভিন্ন রকম হতো।’

আরও পড়ুন