বিপিএলের দাম বাড়েনি
আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের একাদশ আসর। টুর্নামেন্টের টাইটেল স্পনসর এবার ডাচ্–বাংলা ব্যাংক।
আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে বিপিএলের টাইটেল স্পনসরের নাম ঘোষণা করা হয়। তবে টাকার অঙ্কে বিপিএলের দাম এবার বাড়েনি। গত আসরের মতো এবারও স্পনসরশিপ বিক্রি হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকায়।
বিসিবি অবশ্য আগেই দুই মৌসুমের জন্য টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং স্বত্ব বিক্রি করে দিয়েছে ইমপ্রেস-মাত্রার কাছে। এবারের বিপিএলের টাইটেল স্পনসরশিপ ডাচ্–বাংলা ব্যাংক কিনেছে তাদের কাছ থেকেই।
সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব নাজমূল আবেদীন ছাড়াও ইমপ্রেস-মাত্রার পক্ষে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন ও ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন।
মাত্রা কনসোর্টিয়াম থেকে ব্যাংকটি কত টাকায় স্পনসরশিপ কিনেছে তা জানাতে চাননি আবুল কাশেম মো. শিরিন। তবে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, ডাচ্–বাংলা ব্যাংক স্পনসরশিপ কিনেছে সাড়ে পাঁচ কোটি টাকায়। এর আগে ২০২৭ সাল পর্যন্ত ঘরের মাঠে বাংলাদেশ দলের সব আন্তর্জাতিক সিরিজের স্বত্বও কিনেছে ডাচ্-বাংলা ব্যাংক। এবার তারা যুক্ত হলো বিপিএলের সঙ্গেও।
নাজমূল আবেদীন জানান, পেরিমিটার ও সাইট স্ক্রিনে থাকবে এলইডি পর্দা। এবারের বিপিএলে আরও অনেক নতুনত্ব থাকবে বলেও জানিয়েছেন তিনি। ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বরাবরের মতো এবারও সাত দলের টুর্নামেন্টটি হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।
টুর্নামেন্টের সাত দল ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। পুরোনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বদল হয়েছে ঢাকার মালিকানা, ফিরে এসেছে দুর্বার রাজশাহী। খেলাগুলো সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস, গাজী টিভি, টি-স্পোর্টস অ্যাপ ও র্যাবিটহোলবিডি অ্যাপে।