শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক: জয়সোয়াল কি জানতেন তিনি আউট

ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল ও বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সেভেন নিউজের অংশ সেভেন ক্রিকেট। তারা গতকাল সকাল ১১টা ৫২ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ ভিডিওটি ছেড়েছে। সেটি যশস্বী জয়সোয়াল ও ট্রাভিস হেডের মধ্যে কথোপকথনের। ঠিক কী বিষয়ে দুজনের মধ্যে কথা হয়েছে, তা পরিষ্কার করে শোনা যায়নি। কিন্তু হেড জয়সোয়ালকে কিছু একটা জিজ্ঞাসা করার পর ভারতীয় ওপেনারের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারকে দুই হাত উঁচিয়ে উদ্‌যাপন করতে দেখা যায়। ভারতের সংবাদমাধ্যমই বলছে, জয়সোয়ালের আউট বিতর্কে এটা নতুন এক মোড়।

আরও পড়ুন

মেলবোর্ন টেস্টে কাল শেষ দিনে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে হেরেছে ভারত। ৩৪০ রান তাড়া করতে নেমে ৭০.৫ ওভারে ভারতের স্কোর যখন ৬ উইকেটে ১৪০, তখন ব্যক্তিগত ৮৪ রানে আউট হন জয়সোয়াল। প্যাট কামিন্সের বাউন্সারে ক্যাচ দেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে, স্কোরবোর্ডে এমন লেখা হলেও ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার থেকে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা তা মানতে নারাজ। গাভাস্কারের দাবি, তৃতীয় আম্পায়ারের ‘দেখার ভুল’। আর শুক্লার দাবি, ‘পরিষ্কার নট আউট।’

সোজা কথাটা হলো, জয়সোয়াল পরিষ্কার আউট। ব্যাট/গ্লাভসে লেগে (বলের) পরিস্কার বিচ্যুতি ঘটেছে। জানি না এটা কীভাবে (মাঠের) আম্পায়ারের চোখ এড়িয়ে গেল। স্নিকোতে বোঝা যায়নি, কারণটা সম্ভবত খুব আলতো করে লেগেছে। তবে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে।
মার্ক ওয়াহ, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

জয়সোয়ালের আউট হওয়ার ঘটনাক্রমও জানিয়ে রাখতে হয়, কামিন্সের বাউন্সারে হুক করেছিলেন। অস্ট্রেলিয়ান অধিনায়কের আবেদনে মাঠের আম্পায়ার জোয়েল উইলসন সাড়া দেননি। কামিন্স রিভিউ নেওয়ায় সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদের কাছে। বল জয়সোয়ালের ব্যাট–গ্লাভস পেরিয়ে যাওয়ার সময় রিয়েল টাইম স্নিকো প্রযুক্তিতে কোনো রেখা দেখা যায়নি। ফ্লাট লাইন ছিল; কিন্তু ভিডিও রিপ্লেতে তাঁর ব্যাটের কানা ও গ্লাভসে লেগে বলের গতিপথ পরিবর্তিত হতে দেখা যায়। শরফুদ্দৌলাও সে সময় বলেছেন, এই কথা এবং তারপর মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে জয়সোয়ালকে আউট ঘোষণা করেন; কিন্তু সিদ্ধান্তটি জয়সোয়াল মেনে নিতে পারেননি। মাঠেই দুই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান, তারপর মাঠ ছাড়েন।

সেভেন ক্রিকেটের সেই ভিডিওটির আরেকটু বিশদ ব্যাখ্যা করা যাক। কামিন্স রিভিউ নেওয়ার পর ক্রিজ ছেড়ে ওয়াশিংটন সুন্দরের দিকে এগিয়ে যাচ্ছিলেন জয়সোয়াল। এ সময় হেড তাঁর পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে কিছু একটা জিজ্ঞাসা করেন। প্রতিক্রিয়ায় ভারতীয় ওপেনার মাথাটা একটু নাড়ান—ভিডিওটি পেছন থেকে করায় সেই মাথা নাড়ানোর কী অর্থ, সেটা আসলে পরিষ্কার বোঝা যায় না; কিন্তু তারপর হেডের প্রতিক্রিয়া বুঝিয়ে দেয়, জয়সোয়াল জানতেন তিনি আউট। জয়সোয়ালের প্রতিক্রিয়া পাওয়ার পর হেড দুই হাত তুলে উদ্‌যাপন করতে করতে তাঁর সতীর্থদের দিকে এগিয়ে যান। মুখে উদ্‌যাপনের সুরে কিছু একটা বলতে বলতে ডান হাতের তর্জনী তুলে আউটও দেখিয়েছেন হেড। অর্থাৎ জয়সোয়ালের কাছ থেকে নিশ্চিত হয়েই আউটের ঘোষণাটা নিয়ে সতীর্থদের দিকে এগিয়ে গেছেন তিনি—অন্তত ভিডিওটি দেখে এমনটাই মনে হয়। এমনকি ভিডিওটির ধারাভাষ্যেও একই সুরে বলা হয়েছে, ‘হ্যাঁ, সে বলেছে (ব্যাটে বল) লেগেছে।’

আরও পড়ুন

যদি তা–ই হয়, তাহলে দুটি প্রশ্ন ওঠেই। এক. জয়সোয়াল যদি জানতেনই তিনি আউট, তাহলে ব্যাপারটি তৃতীয় আম্পায়ার পর্যন্ত গড়াতে দিলেন কেন? হতে পারে ম্যাচে ভারতের তখন যে অবস্থা, খেলার চেতনা এক পাশে সরিয়ে দলের কথা ভেবেছেন। সেটিও না হয় মানা গেল; কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে এমন কিছু নতুন না। দ্বিতীয় প্রশ্ন, তাহলে তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার পর মাঠে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ানোর কি হেতু?

অবশ্য ওই আউটের পর থেকেই বিতর্ক চলছে। স্টার স্পোর্টসকে গাভাস্কার বলেছেন, ‘আমরা অনেকবার দেখেছি, বল সিমে পড়ে ব্যাটে না লেগে খুব কাছ দিয়ে গিয়ে দেরিতে সুইং করে। দূর থেকে মনে হয়, বল ব্যাটের কানায় লেগেছে...দেখার ভুলের কারণে মনে হয়, বল ব্যাটে লেগেছে। এখানেও দেখার ভুলই হয়েছে। প্রযুক্তি যদি বলে এটা আউট নয়, তাহলে আউট দেওয়ার সুযোগ নেই।’

আউট হয়ে মাঠ ছাড়ছেন জয়সোয়াল
এএফপি

বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে বলেছেন, ‘যশস্বী জয়সোয়াল পরিস্কার নট আউট। প্রযুক্তির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল তৃতীয় আম্পায়ারের। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে তৃতীয় আম্পায়ারের কাছে অকাট্য প্রমাণ থাকা উচিত।’

অকাট্য প্রমাণ নিয়ে প্রশ্নের উত্তরটা গতকালই দিয়েছেন রেকর্ড পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি পাওয়া সাবেক আম্পায়ার সাইমন টফেল। সেভেন নিউজকে এই অস্ট্রেলিয়ান বলেন, বলের গতিপথের বিচ্যুতিটাই ‘চূড়ান্ত প্রমাণ’। টফেলের ভাষায়, ‘আমার মতে, ওটা আউট। তৃতীয় আম্পায়ার শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছেন...আম্পায়ার যখন ব্যাট থেকে (বলের) পরিষ্কার বিচ্যুতি দেখেছেন, তখন আর এগোনো কিংবা বিষয়টি প্রমাণে কোনো প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন নেই। (বলের) পরিষ্কার বিচ্যুতিটাই চূড়ান্ত প্রমাণ।’

আরও পড়ুন

এমনকি হারের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মাও তৃতীয় আম্পায়ারের পক্ষেই বলেছেন, ‘খালি চোখে দেখে মনে হয়েছে, সে (জয়সোয়াল) কিছু একটাতে (ব্যাট) লাগিয়েছে। আম্পায়াররা প্রযুক্তি কীভাবে ব্যবহার করতে চান, তা আমি জানি না। তবে সবকিছু বিবেচনা করে বলছি, আমার মনে হয়, সে বলটা ছুঁয়েছে...।’

তবু বিতর্ক না থামায় এক্সে অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্ক ওয়াহও স্পস্টভাবে বলেছেন, ‘সোজা কথাটা হলো, জয়সোয়াল পরিষ্কার আউট। ব্যাট/গ্লাভসে লেগে (বলের) পরিস্কার বিচ্যুতি ঘটেছে। জানি না এটা কীভাবে (মাঠের) আম্পায়ারের চোখ এড়িয়ে গেল। স্নিকোতে বোঝা যায়নি, কারণটা সম্ভবত খুব আলতো করে লেগেছে। তবে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও আজ এক্সে লিখেছেন, ‘এসব থামান...এটা আউট। গতকালের সব সিদ্ধান্তই সঠিক। অস্ট্রেলিয়া দলটা এ সপ্তাহে স্রেফ বেশি ভালো ছিল।’