ব্যাট দিয়ে মেরে এবার হেলমেট মাঠের বাইরে পাঠালেন ব্রাফেট
কার্লোস ব্রাফেট—নামটা শুনলেই মনে পড়ে ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। সেই যে বেন স্টোকসের শেষ ওভারে ১৯ রানের লক্ষ্যে তাঁর টানা চার ছক্কা, ধারাভাষ্যকার ইয়ান বিশপ এরপর বললেন, ‘কার্লোস ব্রাফেট, রিমেম্বার দ্য নেম!’ সেই ব্রাফেট এবার অন্য কারণে আলোচনায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ব্রাফেটের রাগটা স্পষ্ট। আউট হয়ে ফেরার পথে বাঁ হাতে ধরে রাখা হেলমেটটা শূন্যে ছুড়লেন, এরপর দুই হাতে ব্যাটটা ধরে মারলেন সপাটে। মাঠে ঠিক যেভাবে ছক্কা মারেন সেভাবে। ব্যাটের আঘাতে হেলমেট উড়তে উড়তে গিয়ে পড়ল মাঠের সীমানার বাইরে। ব্রাফেট আউট হয়ে ফেরার পথে তাঁর সোজাসুজি সীমানার বাইরে এক সতীর্থ দাঁড়িয়ে ছিলেন। তিনি ভয়ে সরে যান হেলমেট গায়ে এসে লাগার ভয়ে।
ম্যাক্স ৬০ ক্যারিবিয়ান টি–১০ লিগে গত পরশু এ ঘটনা ঘটেছে। জর্জটাউনে প্রথম কোয়ালিফায়ারে গ্র্যান্ড কেম্যান জাগুয়ার্সের বিপক্ষে এই ম্যাচে ৮ উইকেটে জিতেছে ব্রাফেটের দল নিউইয়র্ক স্ট্রাইকার্স। আগে ব্যাটিংয়ে নামা স্ট্রাইকার্সের হয়ে সাতে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৯ সালে সর্বশেষ ম্যাচ খেলা ব্রাফেট। নবম ওভারে জাগুয়ার্সের আইরিশ পেসার জশ লিটলের বাউন্সার খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন।
তবে এই আউট নিয়ে বিতর্ক আছে। ভিডিও রিপ্লে দেখে মনে হয়েছে, বল উইকেটকিপারের হাতে জমা পড়ার আগে তাঁর ব্যাটে নয় কাঁধে লেগেছিল; কিন্তু আম্পায়ার আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। এরপর ড্রেসিংরুমে ফেরার পথে রাগ ধরে রাখতে না পারে ওই কাণ্ড ঘটান ৫ বলে ৭ রানে আউট হওয়া ব্রাফেট। শুধু তাই নয়, ডাগআউটে ফিরে ব্যাটও ছুড়ে মেরেছেন। ব্রাফেটের দল এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেও অবশ্য শিরোপা জিততে পারেনি। গতকাল ফাইনালে ক্যারিবিয়ান টাইগার্সের কাছে ৫৬ রানে হেরেছে স্ট্রাইকার্স।
জাতীয় দলের বাইরে ছিটকে পড়ার পর বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন ৩৬ বছর বয়সী ব্রাফেট। ৮ বছর আগের সেই টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ব্যাটিং দিয়ে সেভাবে নজর কাড়তে না পারলেও এবার ভিন্ন কারণে এলেন আলোচনায়।