২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সেই ৬ ফেব্রুয়ারিতেই ১০০০তম ওয়ানডে খেলল অস্ট্রেলিয়াও

ক্যানেবরায় হাজারতম ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়াএএফপি

২০২২ সালের ৬ ফেব্রুয়ারি। আহমেদাবাদে সেদিন নতুন এক মাইলফলক দেখেছিল ওয়ানডে ক্রিকেট। ইতিহাসের প্রথম দল হিসেবে ১০০০তম ওয়ানডে খেলেছিল ভারত। সে ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের ১৭৬ রানে অলআউট করে ৬ উইকেটে জিতেছিল ভারত।

ঠিক দুই বছর পর আরেকটি ৬ ফেব্রুয়ারিতেই আজ ১০০০তম ওয়ানডে খেলা দ্বিতীয় দলটিকে পেয়ে গেল ক্রিকেট–বিশ্ব। ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়া ছুঁয়েছে মাইলফলকটি। তারিখের মতো এই ম্যাচে মিল আছে আরও একটি, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ যে সেই ওয়েস্ট ইন্ডিজই!

৫৩ বছর আগে ইতিহাসের প্রথম ওয়ানডে খেলেছিল অস্ট্রেলিয়া। ১৯৭১ সালের ৫ জানুয়ারি ইতিহাসের প্রথম ওয়ানডে হয়েছিল মেলবোর্নে। অ্যাশেজের পঞ্চম টেস্টটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় হঠাৎ করেই আয়োজিত সেই ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।

ইতিহাসের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড হাজারের দৌড়ে পিছিয়ে অনেকটাই। এ পর্যন্ত ৭৯৭টি ওয়ানডে খেলেছে ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইংলিশদের চেয়ে পরে ওয়ানডে খেলা শুরু করেও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড ছাড়িয়ে গেছে দলটিকে।

ভারত এ পর্যন্ত ওয়ানডে খেলেছে ১০৫৫টি। দলটির চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ৯৭০ ম্যাচ খেলে তৃতীয় দল হিসেবে হাজার ছোঁয়ার দিকে এগোচ্ছে। এ ছাড়া নয় শতাধিক ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা—৯১২।

আরও পড়ুন

এ পর্যন্ত ওয়ানডে খেলেছে ২৯টি দল। এদের মধ্যে সবচেয়ে কম ৩টি ম্যাচ খেলেছে ইস্ট আফ্রিকা। ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপেই ম্যাচগুলো খেলেছে পূর্ব আফ্রিকার কয়েকটি দেশের খেলোয়াড়দের নিয়ে গঠিত দলটি।

সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড
ফাইল ছবি

টেস্ট ক্রিকেটে এ পর্যন্ত ১ হাজারের বেশি ম্যাচ খেলেছে শুধু ইংল্যান্ড। ১০৬৮টি টেস্ট খেলেছে ইংলিশরা। ৮৬৪ টেস্ট নিয়ে যেখানে দ্বিতীয় অস্ট্রেলিয়া। ৫৭৬ টেস্ট খেলে তৃতীয় ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটের নবতম সংস্করণ টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে পাকিস্তান—২৩১টি। ২১৯ ম্যাচ নিয়ে ভারত আছে এর পরই।

আরও পড়ুন