সাকিবকে নিয়ে প্রশ্ন, সাকিবকে নিয়ে শঙ্কা

সাকিবকে নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছেপ্রথম আলো

কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। এর ঠিক আগে খেলেছেন যুক্তরাষ্ট্রের ফ্যাঞ্চাইজি ক্রিকেট মেজর লিগ টি-টোয়েন্টিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর এই দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বিসিবির কাছ থেকে ১২ আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

পাকিস্তান সফরের দলে থাকলে ছুটি শেষে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর।
গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল সংসদও ভেঙে দেওয়া হয়েছে। বলতে গেলে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীই এখন দেশে প্রকাশ্যে নেই।

আরও পড়ুন

গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ক্রিকেটারের পাশাপাশি সাকিবেরও একটা রাজনৈতিক পরিচয় দাঁড়িয়ে গেছে। ছাত্র-জনতার আন্দোলনের আগে থেকেই সাকিব দেশে না থাকলেও আন্দোলন চলাকালীন এবং শেখ হাসিনার পদত্যাগের পরও কানাডায় প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ মাঠেই তাঁকে গাল-মন্দ করেছেন।

এ অবস্থায় সাকিবের নিরাপত্তা নিয়েও একটা শঙ্কা থাকে। সাকিব পাকিস্তান সিরিজের দলে থাকবেন কিনা, বা তিনি নিজে সিরিজটি খেলতে চাইবেন কিনা, আছে সে প্রশ্নও।

শাহরিয়ার নাফীস
প্রথম আলো

অবশ্য দলে থাকলে সাকিবের যেহেতু কানাডা থেকেই পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা, আপাতত তাঁকে দেশে আসতে হচ্ছে না। নাফীসও বলেছেন, ‘সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন। তিনি একজন ক্রিকেটারই রয়েছেন। তবে প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে। ১২ আগস্ট পর্যন্ত তার এনওসি (যুক্তরাষ্ট্র ও কানাডায় খেলার) রয়েছে। এরপর বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা। বিসিবির নির্বাচক কমিটি এখন পর্যন্ত দল (পাকিস্তান সফরের) ঘোষণা করেনি। দল ঘোষণার পর সে যদি দলে থাকে, তখন একরকম। আর যদি দলে না থাকে তখন তো তার এনওসির কোনো বিষয় আসছে না।’

আরও পড়ুন

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের বিদেশি কোচদের নিরাপত্তার প্রসঙ্গ নিয়েও প্রশ্ন হয়েছে। নাফীস এ ব্যাপারে বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের যে সাপোর্ট স্টাফ, গত ১ আগস্ট থেকেই তাঁরা সবাই দেশে (ঢাকায়) আছেন। তাঁরা অনুশীলন শুরুর অপেক্ষায় আছেন। আমরা যদি অনুশীলন শুরু করতে পারি, তাহলে তাঁরা অবশ্যই অনুশীলনে থাকবেন।’

সব ঠিক থাকলে আগামীকাল থেকেই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন শুরু করতে চায় বিসিবি। নাফীস বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আজকে আমরা 'এ' দলের অনুশীলন শুরু করতে পেরেছি। গত ৩-৪ দিনের অবস্থার কারণে আমাদের ফ্যাসিলিটিজের কী অবস্থা সেটাও আমরা বুঝতে পারছিলাম না। মাঠকর্মীরা নিয়মিত কাজ করতে পারছিলেন না। আজকে এসে দেখেছি মাঠকর্মীরা সব প্রস্তুত রেখেছেন। তাই 'এ' দলের অনুশীলন শুরু করতে পেরেছি। আশা করি, আগামীকাল জাতীয় দলের অনুশীলনও শুরু করতে পারব।’