কাউন্টিতে ফিরেই ৪ উইকেট সাকিবের

সারের হয়ে অভিষেকের আগে দলটির বিশেষ ক্যাপ উপহার দেওয়া হয় সাকিবকেসারে এক্স হ্যান্ডল

১৩ বছর পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে নেমে দারুণ এক দিন কাটালেন সাকিব আল হাসান। টনটনে কাউন্টি ডিভিশন ওয়ানে সমারসেটের বিপক্ষে আজ চার দিনের ম্যাচের প্রথম দিনে ৩৩.৫ ওভার বোলিং করে ৯৭ রানে ৪ উইকেট পেয়েছেন সাকিব। ৯৫.৫ ওভারে সমারসেট নিজেদের প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হওয়ার পর প্রথম দিনের খেলারও সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরি। কিন্তু শুরুটা ভালো করতে পারেনি। সারের ক্যারিবীয় পেসার কেমার রোচ ইনিংসের প্রথম ওভারেই সমারসেট ওপেনার লুইস গোল্ডসওর্দিকে তুলে নেন। ১০ ওভার শেষে সমারসেটের সংগ্রহ যখন ১ উইকেটে ৩০, তখন সাকিবকে বোলিংয়ে আনেন সারে অধিনায়ক ররি বার্নস। এরপর মাঝে এক ওভার বাদ দিয়ে সমারসেটের ইনিংসে ৬৬তম ওভার পর্যন্ত টানা বোলিং করেন সাকিব।

নিজের প্রথম স্পেলে করেছেন টানা ১০ ওভার। পরবর্তী স্পেলে করেছেন টানা ১৮ ওভার। এ দুই স্পেল মিলিয়ে ২৮ ওভারে ৭ মেডেন নিয়ে ৭৯ রানে টম অ্যাবেলের (৪৯) উইকেটটি নেন সাকিব। সাকিব নিজের তৃতীয় স্পেলে ফিরেছেন সমারসেটের ইনিংসে ৮৬তম ওভারে। এই স্পেলে ৫.৫ ওভার বোলিং করে বাকি ৩টি উইকেট নেন বাংলাদেশের এই স্পিন অলরাউন্ডার।

আরও পড়ুন

সমারসেটের ইনিংসে ৯০তম ওভারে কেসি অলড্রিজ ও ক্রেগ ওভারটনকে আউট করেন সাকিব। বোল্ড হন অলড্রিজ এবং স্টাম্পিংয়ের শিকার হন ওভারটন। ৯৬তম ওভারের পঞ্চম বলে সাকিব ব্রেট র‌্যান্ডেলকে এলবিডব্লু করায় অলআউট হয় সমারসেট। সারের হয়ে দিনের সেরা বোলিংটা সাকিবেরই। ১৭ ওভারে ৪১ রানে ৩ উইকেট নেন সারে পেসার ড্যানিয়েল ওরেল। সমারসেটের হয়ে ১৩২ রান করা টম ব্যান্টনকে তুলে নেন ওরেল।

২০১০ কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো নাম লেখান সাকিব। সেবার উস্টারশায়ারের হয়ে ৮ ম্যাচ খেলার পর পরের মৌসুমে একটি ম্যাচ খেলেন একই দলের হয়ে। সারের হয়ে এবার একটি ম্যাচই খেলবেন সাকিব